দৈনিকবার্তা-ভোলা,৩নভেম্বর : দ্বীপ জেলা ভোলার অসহায় গরীব মানুষের চৰু রোগের চিকিত্সায় এগিয়ে এসেছে নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতাল৷ বিগত ২০১০ সালে প্রতিষ্ঠিত হওয়া এ হাসপাতালটিতে এ পর্যনত্ম প্রায় লক্ষাধিক গরীব অসহায় রোগীদের চিকিত্সা সেবা প্রদান করা হয়েছে৷ শহরের উকিল পাড়ায় প্রায় ৪একর জমির উপর অবস্থিত এ হাসপাতালটির বর্হিঃ বিভাগে গরীব ও অসহায় রোগীর চিকিত্সা সেবা প্রদান করা হয় এবং প্রায় অর্ধ লক্ষ রোগীর চক্ষু সেবা দেয়া হয়৷
এর মধ্যে ১২ হাজারেরও অধিক রোগীর চোখের সফল অপারেশন করা হয় নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতালে৷ মাত্র ১০ টাকার বিনিময়ে গরীব ও অসহায় রোগীরা বিনামূল্যে স্বাস্থ্য সেবা পেতে পারেন এ হাসপাতালে৷ রোগের উপর নির্ভর করে বিভিন্ন পরীক্ষা নিরিক্ষা, হাসপাতালে রোগী ভর্তি, ঔষধ, খাদ্য প্রয়োজন অনুসারে অস্ত্রোপচার সবই বিনামূল্যে পাওয়া যায় নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতালে৷ বিশেষ করে চোখের ছানী অপারেশনে নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতাল অগ্রনী ভূমিকা পালন করছে৷ বিশেষজ্ঞ চিকিত্সক আর দক্ষ কর্মী দ্বারা পরিচালিত হচ্ছে নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতাল৷ ২০১০ সালের ১লা এপ্রিল বাংলাদেশ সুপ্রীমকোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারপতি ফরিদ আহমেদ হাসপাতারটির উদ্ভোধন করেন৷ এরপর ২০১০ সালের ২৯ অক্টোবর বর্তমান সরকারের বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ এমপি হাসপাতালের অস্ত্রোপচার কার্যক্রম উদ্ভোধন করেন৷
সে থেকে এ পর্যনত্ম হাসপাতালটিতে প্রায় ১২ হাজার রোগীর বিনামূল্যে চক্ষু রোগের অপারেশন করা হয়৷ হাসপাতালটিতে চিকিত্সা নিতে আসা রোগেিদর ডাক্তারী পরামর্শ, চিকিত্সা, ঔষধ, রোগী ভর্তি, খাদ্য, অপারেশন, চোখের লেন্স, চশমা বিনা মূল্যে সরবরাহ করা হয়৷ নিজাম-হাসিনা ফাউন্ডেশনের সন্মানিত চেয়ারম্যান জনাব নিজাম উদ্দিনের প্রচেষ্ঠায় আজ ভোলার সুবিধা বঞ্চিত মানুষ চোখের দৃষ্টি ফিরে পেয়েছে৷ ফাউন্ডেশনের চেয়ারম্যান নিজাম উদ্দিন বলেন দ্বীপ জেলা ভোলার অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্য তিনি নিজে ও স্ত্রীর নামে নিজাম-হাসিনা ফাউন্ডেশন গড়ে তোলেন৷ নিজের সঞ্চিত অর্থের একটি অংশ প্রদান করেন ফাউন্ডেশন তহবিলে৷ আর তা দেয়েই চলছে হাসপাতালে কার্যক্রম৷ ভোলা সদর হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপেস্নঙ্ েচলছে চিকিত্সা সংকট৷ অর্থের অভাবে অসহায় জনগোষ্ঠি স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন তাদের কাছে স্বাস্থ্য সেবা পেঁৗছে দিতে নিজাম হাসিনা ফাউন্ডেশন হাসপাতাল কাজ করে যাচ্ছে৷ বিশেষ করে চোখে ছানী পড়া রোগীরা বিনামূল্যে অপারেশন করে চোখের দৃষ্টি ফিরে পাচ্ছেন৷
অন্য যায়গায় ২৫হাজার থেকে ৩০হাজার টাকা প্রয়োজন চোখের ছানী অপারেশন করতে সেখানে নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতাল বিনামূল্যে চোখের ছানীর অপারেশন করছে৷ এ প্রসঙ্গে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ আবদুল মারেক বলেন বিনামূল্যে স্বাস্থ্য সেবা, অপারেশন ও প্রয়োজনীয় আনুসাঙ্গিক খরচ হাসপাতাল কর্তৃপক্ষ বহন করা এটা সত্যিই বিরল৷