02-11-14-PM_Gano Bhaban-4

দৈনিকবার্তা-ঢাকা, ২ নভেম্বর ২০১৪ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর এ্যাসাইনমেন্ট কর্মকর্তা মো. রাকিব হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী আজ এক শোকবার্তায় বলেন, ‘রাকিব একজন নিবেদিত ও নিষ্ঠাবান কর্মকর্তা ছিলেন। তার মৃত্যুতে আমি একজন ঘনিষ্ঠ সহযোগী হারালাম।’ তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে প্রধানমন্ত্রী সকালে এ্যাসাইনমেন্ট কর্মকর্তা ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কিমিটর সহ.-সম্পাদক রাকিব হোসেনের গণভবনস্থ বাসায় যান। সেখানে তিনি মরহুমের পরিবারের সদস্যদের সঙ্গে কিছু সময় অবস্থান করেন ও তাদের সান্ত¦না জানান। গোপালগঞ্জের বিশিষ্ট নাগরিক, গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও গোপালগঞ্জ বঙ্গবন্ধু কলেজ ছাত্র পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রকিব হোসেন গতরাতে হৃদযন্ত্রে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিলো ৪৩ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে এবং বহু আত্মীয়-স্বজন ও শুভাকাংখী রেখে গেছেন।

আজ সকাল ১০টায় ড্রাম ফ্যাক্টরী মাঠে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুস সোবহান সিকদার ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ অনেক আওয়ামী লীগ নেতা-কর্মী শরিক হন। পরে রাকিব হোসেনের লাশ দাফনের জন্য তার জন্মস্থান গোপালগঞ্জে নেয়া হয়।