অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত-1

দৈনিকবার্তা-ঢাকা,২নভেম্বর : তদন্ত শুরুর আগেই অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মহিত শনিবারের সারা দেশে বিদু্যত্‍ বিপর্যয় সম্পর্কে কারণ নির্ণয় করে বলেছেন, ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন দুর্বলের কারণে সারা দেশে বিদ্যুত্‍ বিপর্যয় ঘটেছে৷ দুর্বল ট্রান্সমিশনের উন্নয়ন ও বিদু্যত্‍ উত্‍পাদন বাড়ানোর উপরও তাগিদ দেন অর্থমন্ত্রী৷

রোববার দুপুরে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি৷ এর আগে সকালে অর্থমন্ত্রী বিদু্যত্‍ ও জ্বলানী খাতের উন্নয়নে বিনিয়োগে আগ্রহী রাশিয়ার একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী৷ বৈঠকে বিদু্যত্‍ সচিব মনোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷দেশব্যাপী বিদু্যত্‍ বিপর্যয়ের জন্য সরবরাহ ও বিতরণ ব্যবস্থার দুর্বলতা দায়ী বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত৷সারাদেশে শনিবারের বিদু্যত্‍ বিপর্যয়ের কারণ জানতে চাইলে তিনি বলেন, আওয়ার টান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন ইজ ভেরি পুওর৷ কালকের ক্রাইসিসও ডিস্ট্রিবিউশন প্রবলেমের কারণে হয়েছে৷ আমাদের ট্রান্সমিশন দুর্বল৷এর কিছুক্ষণ আগেই অর্থমন্ত্রী বিদু্যত্‍ সচিব মনোয়ার হোসেনের সঙ্গে প্রায় ৩০ মিনিট বৈঠক করেন৷

২০০৩ ও ২০০৭ সালে এ ধরনের সমস্যা হয়েছিল, ভবিষ্যতে এ ধরনের সমস্যা হতে পারে কিনা জানতে চাইলে মন্ত্রী হাসতে হাসতে বলেন, বারবার হয় না, ১০/১৫ বছরে একবার হয়৷শনিবার বিদু্যত্‍ বিপর্যয়ে কি পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে জানতে চাইলে মুহিত বলেন, এটি হিসাব করতে বেশ সময় লাগবে, তবে শনিবার ছুটির দিন থাকায় বিদু্যত্‍ খরচ এমনিতেই কম হয়৷

ইন্ডিয়া থেকে কোন সমস্যা ছিল না, ৪০০কেভি লাইনে কোন সমস্যা ছিল না, আমাদের এখানে ট্রান্সমিশনের সমস্যা ছিল৷মন্ত্রী জানান, বিদ্যুতের অবস্থা জানার জন্য সচিবকে ডেকে নিয়ে আসা হয়েছিল৷ তার সঙ্গে ভবিষ্যতে পরিকল্পনা নিয়েও কথা হয়েছে৷

বিদু্যতের ক্যাপাসিটি ১১ হাজার মেগাওয়াট হলেও সরবরাহ ৭ হাজার হয় কেন জানতে চেয়েছি, কমপক্ষে ৮০ শতাংশ হতে হবে৷ ছোট ছোট প্ল্যান্টগুলোকে হাজার মেগাওয়াট প্ল্যান্ট করার পরিকল্পনা করা হচ্ছে৷

শনিবার সকাল সাড়ে ১১টায় জাতীয় গ্রিডে বিপর্যয়ের পর প্রায় পুরো বাংলাদেশই বিদু্যত্‍বিহীন হয়ে পড়ে৷ এর মেরামত কাজ চলার মধ্যেই বিকালে আবার গ্রিডে বিপর্যয় দেখা দিলে সঙ্কট দীর্ঘায়িত হয়৷এদিকে সকালে রাশিয়ার রাষ্ট্রদূত রাষ্ট্রদূত নিকোলায়েভ আলেকসান্দর অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন৷

সাক্ষাতের বিষয়ে মন্ত্রী বলেন, তাদের সঙ্গে ট্রেড সাইটে কিছুটা হচ্ছে কিন্তু ইনভেস্টমেন্ট সাইটে কিছু হচ্ছে না৷

তিনি বলেন, রাশিয়ার রাষ্ট্রদূত জানিয়েছেন তাদের সঙ্গে ট্রানজেকশন হচ্ছে কিন্তু প্রাইভেট ট্রানজেকশন হচ্ছে না৷ এক্ষেত্রে ব্যাংকিং রিলেশনশিপে কিছু সমস্যা রয়েছে, এ বিষয়গুলো দেখা হবে৷জাতীয় রাজস্ব বোর্ডের ২৭ জন কর্মকর্তার বদলির বিষয়ে জানতে চাইলে মন্ত্রী জানান, ওই বদলি স্থগিত করা হয়েছে৷

এদিকে, বিদু্যত্‍ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, কী কারণে বিদ্যুতের এমন বিপর্যয় তা এখনই বলতে চাই না, তদন্ত কমিটি করা হয়েছে৷ তাদের প্রতিবেদন হাতে এলে সঠিক তথ্য দেয়া যাবে৷ তার আগে কিছু বললে একধরনের কনফিউশন তৈরি হতে পারে৷

শনিবার সারা দেশে একযোগে বিদ্যুত্‍ বিপর্যয় সম্পর্কে রোববার রাজধানীর বিদু্যত্‍ ভবনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন৷ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী উপস্থিত ছিলেন৷তদন্ত কমিটি তিন দিনের মধ্যে জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণ সম্পর্কে প্রতিবেদন দেবে জানিয়ে নসরুল হামিদ বলেন, তিন দিনের মাথায় আবার সংবাদ সম্মেলন করা হবে৷

এখন বিদু্যত্‍ঘাটতি নেই বলে জানিয়েছেন বিদু্যত্‍ প্রতিমন্ত্রী বলেন,শনিবার জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে কোনো বিদু্যত্‍ প্ল্যান্টের ক্ষতি হয়নি৷সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশে চার হাজার ৯০০ মেগাওয়াট বিদু্যত্‍ উত্‍পন্ন হচ্ছে৷

বিদুত্‍ প্রতিমন্ত্রী জানান, জাতীয় গ্রিডে যে ধরনের বিপর্যয় হয়েছিল, এতে অনেক সময় বিদু্যত্‍ প্ল্যান্টের ক্ষতি হয়৷ কিন্তু গতকালকের বিপর্যয়ে এ ধরনের কোনো ক্ষতি হয়নি৷ এখন যেসব এলাকায় বিদু্যতের ছোটখাটো সমস্যা হচ্ছে, সেটি ট্রান্সফরমারের কারণে হতে পারে৷ বাংলাদেশ-ভারত বিদু্যত্‍ সঞ্চালন কেন্দ্রের মাধ্যমে ভারত থেকে আমদানি করা বিদু্যত্‍ সরবরাহ স্বাভাবিক রয়েছে৷