nasim

দৈনিকবার্তা-ঢাকা,২নভেম্বর: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম নবনিয়োগপ্রাপ্ত চিকিত্‍সকদের নিজ নিজ কর্মস্থলে থেকে চিকিত্‍সা দেয়ার আহ্বান জানিয়ে বলেছেন, কাজে ফাঁকি দিলে কোনো চিকিত্‍সককে ছাড় দেয়া হবে না৷তিনি বলেন, চিকিত্‍কদের নিষ্ঠার সাথে মানুষের সেবা করতে হবে৷ হাসপাতালে কোনো দুর্নীতির অভিযোগ পেলে শাসত্মিমূলক ব্যবস্থা নেয়া হবে৷তিনি রোববার তার মন্ত্রণালয়ের সভাকৰে ৩৩তম বিসিএস এ নিয়োগপ্রাপ্ত ১৪০ জন চিকিত্‍সকের যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন৷গত ৭ সেপ্টেম্বর ৩৩তম বিসিএস এর মাধ্যমে ৬ হাজার ৮৯ চিকিত্‍সক যোগদান করেন৷ অনিবার্য কারণে যোগদান করতে না পারা ১৪০ জন আনুষ্ঠানিকভাবে যোগদানপত্র জমা দেন৷

স্বাস্থ্য সচিব এম এম নিয়াজউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক বক্তৃতা করেন৷স্বাস্থ্যমন্ত্রী বলেন, নতুন চিকিত্‍সকদের নিজ নিজ উপজেলায় পদায়ন দেয়া হয়েছে৷ দেশের ইতিহাসে এধরণের সিদ্ধানত্ম এবারই প্রথম নেয়া হয়েছে৷ নিজ নিজ জেলা বা উপজেলার মানুষের সেবা করার সুযোগ পাওয়ায় জনগণও আশা করে চিকিত্‍সকরা তাঁদের সর্বোচ্চ সেবা দিবে৷তিনি বলেন, নতুন চিকিত্‍সকদেরকে দুইবছর কর্মস্থলে থাকতেই হবে৷ এর আগে বদলির কোনো চেষ্টা মেনে নেয়া হবে না৷

মোহাম্মদ নাসিম বলেন, যে কোনো পিতামাতা তাঁর সনত্মানকে চিকিত্‍সক হিসাবে গড়ে তুলতে যথেষ্ট পরিশ্রম করেন৷ সেই পিতৃ ও মাতৃতুল্য জনগণকে আনত্মরিক সেবা দেওয়াই একজন চিকিত্‍সকের ধর্ম হওয়া উচিত৷ যেসব ইউনিয়নে স্বাস্থ্য কেন্দ্রে চিকিত্‍সকদের অবকাঠামোগত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সেসব জায়গায় দ্রম্নত সমস্যার সমাধান করার আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, ‘অনেক জায়গায় নতুন চিকিত্‍সকদের বসার জন্য হয়তো চেয়ার টেবিল নাই৷ সরকার দ্রম্নত এর ব্যবস্থা করবে৷ চিকিত্‍সকদের এধরনের অসুবিধা দূর করার জন্য স্থানীয় সংসদ সদস্যদেরকে অনুরোধ করা হয়েছে৷ সংসদ সদস্যরা অনেকেই ব্যক্তিগতভাবে সাহায্য করতে এগিয়ে আসছেন৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সমস্যা উপলব্ধি করে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন৷ আশা করা যায় শীঘ্রই সব চিকিত্‍সকরা চিকিত্‍সা সেবা দেওয়ার সুষ্ঠু পরিবেশ পাবেন৷