Shakhawat Hosain

দৈনিকবার্তা-ঢাকা,৩১অক্টোবর: সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশের কোনো রাজনৈতিক দলেই গণতন্ত্র নেই, চলছে শুধু দলের প্রধানদের ব্যক্তিপূজা৷শুক্রবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ নিউ জেনারেশন পার্টির (বিএনজিপি) তৃতীয় বর্ষে পর্দাপণ উপলক্ষে এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন৷ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জাহিদ ইকবালের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে সাবেক সাংসদ এস এম আকরাম, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ড. সুকোমল বড়ুয়া, চলচ্চিত্র ব্যক্তিত্ব শেখ আবুল কাশেম মিঠুন প্রমুখ অংশ নেন৷

সাখাওয়াত হোসেন বলেন, সামান্য সুবিধার লোভে আমরা সুর পাল্টিয়ে ফেলছি৷ জাতি হিসেবে সংগঠিত হতে পারিনি, যার কারণে দেশের আজ এই রাজনৈতিক বিপত্তি৷ দেশের রাজনৈতিক পরিবর্তন তারুণ্যের উদ্যমের ওপর নির্ভর করছে বলেও মন্তব্য করে তিনি বলেন, প্রধান রাজনৈতিক দলগুলোর ছাত্র সংগঠনগুলো এখন নিজেদের মধ্যেই সন্ত্রাস করছে৷ দেশের ‘ইয়াং জেনারেশনকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে তারা৷ তিনি আরো বলেন, পরিবারতন্ত্র আর রাজনৈতিক নেতাদের গুনগান গাওয়ার মানসিকতা থেকে বেরিয়ে এসে তরুণদের সচেতনভাবে সংগঠিত হতে হবে৷

জাতি হিসেবে আমরা সংগঠিত হতে পারিনি বলেই দেশে আজ রাজনৈতিক বিপত্তি ঘটছে বলে মন্তব্য করেছেন সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন৷ তিনি বলেন, সামান্য সুবিধার লোভে আমরা সুর পাল্টিয়ে ফেলছি৷ জাতি হিসেবে সংগঠিত হতে পারিনি, যার কারণে দেশের আজ এই রাজনৈতিক বিপত্তি৷

সাখাওয়াত হোসেন বলেন,প্রধান রাজনৈতিক দলগুলোর ছাত্র সংগঠনগুলো এখন নিজেদের মধ্যেই সন্ত্রাস করছে৷ দেশের ইয়াং জেনারেশনকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে তারা৷ তিনি বলেন, বাংলাদেশের কোনো রাজনৈতিক দলেই গণতন্ত্র নেই, চলছে শুধু দলের প্রধানদের ব্যক্তিপূজা৷ পরিবারতন্ত্র আর রাজনৈতিক নেতাদের গুনগান গাওয়ার মানসিকতা থেকে বেরিয়ে এসে তরুণদের সচেতনভাবে সংগঠিত হওয়ার আহ্বান জানান তিনি৷

মাহমুদুর রহমান মান্না বলেন, হরতালকারীরা যেমন গাড়ি ঘোড়া চললেও বলে হরতাল সফল হয়েছে, তেমনি প্রধানমন্ত্রীও বিদেশ থেকে ঘুরে এসে বলছেন সফর সফল হয়েছে৷ জাতিসংঘের মহাসচিবের সঙ্গে ফটোসেশন করে নির্বাচন সঠিক হয়েছে বোঝাতে চাইলেই তা জনগণ মানবে না বলে মন্তব্য করেন তিনি৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনা মধ্যপ্রাচ্য সফরে গিয়ে শুধু ঘুরে বেরিয়েছেন, প্রাকৃতিক দৃশ্য দেখেছেন কিন্তু কাজের কাজ কিছুই হয়নি৷ তার মধ্যপ্রাচ্য সফরে জাতি কিছুই পায়নি৷ তার এ মধ্যপ্রাচ্য সফর সম্পূণরূপে ব্যর্থ৷ গুটিকয়েক নারী কর্মী পাঠানোর চুক্তি ছড়া তিনি আর কিছুই করতে পারেননি বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না৷

মান্না বলেন, শেখ হাসিনা ৫ জানুয়ারি ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে গঠিত অবৈধ সরকারের আন্তর্জাতিক স্বীকৃতির জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিন্তু সত্য কথা হচ্ছে পৃথিবীর কোনো দেশই তাদের স্বীকৃতি দেয়নি৷ বিদেশে গিয়ে শুধু ফটোসেশন করছেন আর দেশে এসে জাতির সামনে স্বীকৃতির মিথ্যা বুলি আওড়াচ্ছেন৷

সমপ্রতি কমিটি ঘোষণা নিয়ে ছাত্রদলের মধ্যে যে বিশৃঙ্খলা দেখা দিয়েছে সে সম্পর্কে বলতে গিয়ে মান্না বলেন, বেগম জিয়া ভ্যানিটি ব্যাগের ভিতর থেকে ছাত্রদলের নতুন কমিটি দিয়েছেন এবং নগর কমিটিতে এমন দু’জনকে দিয়েছেন যেখানে আহ্বায়ক সদস্য সচিবকে গণ্যই করেন না৷

জাতিসংঘের মহাসচিবের সঙ্গে ফটোসেশন করে নির্বাচন সঠিক হয়েছে বোঝাতে চাইলেই তা জনগণ মানবে না বলে মন্তব্য করেন তিনি৷তৃতীয় রাজনৈতিক শক্তিই এখন বাস্তবতা- এই মন্তব্য করে তিনি বলেন, দেশের প্রধান দুই রাজনৈতিক দল গণতন্ত্র দেবে না৷ এই দুই দলের মধ্যে কূটনৈতিক ও গণতন্ত্রের চর্চা নেই৷ দল প্রধানদের যে আচরণ, এরা নিজেরাই মারামারি করবে৷

কলামিস্ট ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেন, সুযোগ ছাড়া কোনো ঐতিহাসিক রাজনৈতিক পরিবর্তন আসে না৷ বাংলার জনগণ পরিবর্তনের জন্য প্রস্তুত, এখন শুধু সুযোগের অপেক্ষা৷