দৈনিকবার্তা-ঢাকা,৩১অক্টোবর: বিএনপি স্থানীয় কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ভোটারবিহীন নির্বাচনের মধ্যদিয়ে সরকার ক্ষমতায় এসে যে দাম্ভিকতা দেখাচ্ছেন এরজন্য সরকারকে চরম মূল্য দিতে হবে৷ আওয়ামী লীগের বর্তমান কর্মকাণ্ড তার পূর্বাভাস দিচ্ছে৷শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স রুমে জাতীয়তাবাদী বন্ধু দলের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে \’অবরুদ্ধ গণতন্ত্র! পুনরুদ্ধার শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন৷সভায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনকে কেন্দ্র করে যুবদলের নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদ জানান গয়েশ্বর৷প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, মানুষের গায়ে হাত তোলা আওয়ামী লীগের পক্ষে সম্ভব৷ বিএনপি মানুষের গায়ে হাত তোলার রাজনীতি করে না৷ বিএনপি গণতন্তের বিশ্বাসী৷তিনি বলেন, বিএনপি মানুষের গায়ে হাত তোলার রাজনীতি করে না৷ মানুষের গায়ে হাত তোলা আওয়ামী লীগের কাজ৷
গয়েশ্বর চন্দ্র বলেন, রাষ্টযন্ত্রকে ব্যবহার করে প্রহসনের নিবার্চনের মাধ্যমে যে সংসদ এং সরকার গঠন করেছে তাদেরকে বাদ্য করা হবে জনগণের সরকার প্রতিষ্ঠায় অতিদ্রুত নির্বাচন দেওয়া৷অন্যথায় আমাদের অর্জিত গণতন্ত্র পুরোপুরি বিলীন হয়ে হয়ে ৷ আর এ আন্দোলনে ব্যর্থ হলে তখন দলেরও অস্তিত্ব থাকবে না৷ এবারের আন্দোলন আমাদেও সবার অস্তিত্বের লড়াই ৷ কিছুতেই এতে ব্যর্থ হওয়া যাবে ন
তিনি আরো বলেন, ৫ জানুয়ারি নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী মিথ্যা বলেছেন৷ চিরাচরিত ভাবেই তিনি বিএনপির বিরুদ্ধে স্বভাব সুলভ মিথ্যাচার করেছেন৷ আন্দোলনের মুখে সরকারকে নিবার্চন দিতে বাধ্য করা হবে বলেও হুশিয়ারি উচ্চারণ করেন তিনি৷গয়েশ্বর বলেন, ৫ জানুয়ারির নিবার্চনের আগে পরের আন্দোলনে ঢাকায় আমাদেও ব্যর্থতা থাকলেও এবার ঢাকাসহ সারাদেশ একই সঙ্গে আন্দোলন হবে৷ আর তা কিছুতেই ব্যর্থ হবে না৷ এমনকি সরকার ক্ষমতা ছাড়া মা্ত্রই গণধোলাইয়ের শিকার হবে বলেও মনে করেন তিনি৷
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, জনগণের দাবী আদায়ে আন্দোলন করতে গিয়ে কোন দল ব্যর্থ হয় না৷ বিএনপিও ব্যর্ততার কোনো প্রশ্নই আসে না৷ নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, হতাশ হওয়ার কিছু নেই৷ হতাশ হওয়ার মত কোন ঘটনা এখনো ঘটেনি৷ যখন সময় হবে বিএনপি আন্দোলনে যাবে৷বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমি হতাশ নই কারণ জনগণের কাঙ্খিত কোন আন্দোলন ব্যর্থ হয়েছে এমন কোন নজির নেই৷ আপেক্ষিক ব্যর্থতার মধ্যেও ভবিষ্যতের সফলতা নিহিত থাকে৷ ৮৬ সালেও এরকম হয়েছিল পরে সে অবস্থাও আমরা পার করে এসেছে৷ গত নির্বাচনে আমরা যাইনি সেটা আমাদেও ব্যর্থতা নয়৷
বিএনপির এই প্রবীণ নেতা বলেন, যারা মানববন্ধনকে ভয় পায় তারা দুর্বল ও কাপুরুষ৷ যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালসহ ৬৪ নেতাকর্মীর মুক্তির দাবিতে মানববন্ধনে বাধা দিয়ে কাপুরুষের পরিচয় দিয়েছে আওয়ামী লীগ৷সভায় জাতীয়তাবাদী বন্ধু দলের প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক ছাত্র নেতা শরীফ মোস্তফাজামান লিটুর সভাপতিত্বে আরো বক্তব্য দেন- নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও বিএনপির শিক্ষা বিষায়ক সম্পাদক খায়রুল কবির খোকন, বিএনপির সহ- স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এ বি এম মোশারফ প্রমুখ৷