074

দৈনিকবার্তা-নারায়ণগঞ্জ,৩১অক্টোবর: নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় মাল বোঝাই ট্রাকের চাপায় মা ও এক শিশুর মৃতু্য হয়েছে৷ আহত হয়েছে আরো এক মেয়ে৷এই ঘটনায় বিক্ষুদ্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে ঘটনার জন্য দায়ী ট্রাকটিকে আগুন দিয়েছে৷ এসময় পুলিশের সঙ্গে বিক্ষ্থদ্ধ এলাকাবাসীর ধাওয়া পাল্টা ধাওয়ায় দুই পুলিশসহ আহত হয়েছে ১০ জন৷ শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে এই ঘটনা ঘটে৷ ঘাতক ট্রাকের চালক পালিয়ে গেছে৷ তবে হেলপারকে আটক করেছে এলাকাবাসী৷

নিহতেরা হলো- শহরের চাষাঢ়া বালুর মাঠ এলাকার মনির টাওয়ারে বসবাসকারী সেলিম সারোয়ারের স্ত্রী শিরিন আক্তার(২৮) ও তাদের ৪ বছরের মেয়ে জয়িতা (৪)৷এসময় রিঙ্ায় থাকা তাদের আর এক মেয়ে অর্পিতা(৬) আহত হয়েছে৷তাকে আশপাশের লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে৷ নিহত দুজন হলেন শহরের চাষাঢ়া বালুর মাঠ এলাকার সেলিম সারোয়ারের স্ত্রী শিরিন আক্তার (২৮) ও তাঁদের মেয়ে জয়িতা (৪)৷ আহত আরেক মেয়ে অর্পিতা (১২) খানপুরের ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিত্‍সাধীন রয়েছে৷

image_30393

প্রত্যক্ষদশর্ী ও পুলিশ জানায়, রিকশাযোগে শিরিন আক্তার ও তার দুই মেয়ে জয়িতা ও অর্পিতা রিকশাযোগে তার বাবার বাড়ি খানপুর যাওয়ার পথে শহরের মিশনপাড়া এলাকায় গম বোঝাই একটি ট্রাক পেছন থেকে রিকশাকে চাপা দেয়৷ এতে ঘটনাস্থলেই রিকশা আরোহী শিরিন আক্তার ও তার মেয়ে জয়ীতার মৃতু্য হয়৷ আহত হয়েছে আরও এক শিশু অর্পিতা৷ তাকে আশপাশের লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে৷ এই ঘটনায় বিক্ষুদ্ধ এলাকাবাসী মিশনপাড়া এলাকায় সড়ক অবরোধ করে এবং ঘটনার জন্য দায়ী ট্রাকটিতে অগি্নসংযোগ করে৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে সড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করলে এলাকাবাসীর সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে৷ পরে পুলিশ লাঠিচার্জ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়৷ ধাওয়া পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপে দুই পুলিশ সহ আহত হয়েছে কমপক্ষে ১০ জন৷ দুপুর ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়৷

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতর্া(ওসি) মঞ্জুর কাদের জানান, ট্রাকের চাপায় ঘটনাস্থলে দুই জনের মৃতু্য হয়েছে৷ লাশ ময়না তদনত্মের জন্য মর্গে পাঠানো হয়েছে৷ তিনি জানান, ট্রাকের চালক পালিয়ে গেছে৷ এলাকাবাসী হেলপারকে আটক করেছে৷ ওসির ভাষ্য, এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে ট্রাকটিতে আগুন দেয়৷ তাদের সরিয়ে দিতে রেগলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া হয়৷ ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিপেটা করলে বিক্ষুব্ধ জনতা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে৷ এ ঘটনায় পুলিশসহ অন্তত পাঁচজন আহত হয়েছে৷ দুপুর পৌনে ১২টার দিকে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়৷

ওসি জানান, ঘটনার পর থেকে চালক পলাতক৷ ময়নাতদন্তের জন্য দুজনের লাশ ১০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে৷ এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি৷