দৈনিকবার্তা-মাদারীপুর,৩১অক্টোবর: ত্রিশ লক্ষ মানুষের রক্ত ও দুই লক্ষ মা- বোনের সমভ্রমের বিনিময়ে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, সে অর্জনটাকে ইঁদুরের মত কেটেছে জামায়াত-শিবির ও বিএনপি৷ ইঁদুরের মতো ওদের বিষ দাঁত সকলে মিলে ভেঙ্গে দিতে হবে৷ এমন মন্তব্য করলেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান৷তিনি বলেন, বেগম খালেদা জিয়া ৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নিয়ে সাত গোল খেয়েছেন৷ আগামী নির্বাচনে অংশ না নিলে আট গোল খাবেন৷তিনি আরো বলেন, নির্বাচন এ দেশে ইনশাল্লাহ হবে, তবে ২০১৯ সালের একদিনও আগে নয়৷
শুক্রবার সকাল ১১টায় মাদারীপুর কৃষি অফিসের আয়োজনে মাসব্যাপী ইঁদুর নিধন অভিযান উদ্বোধনকালে তিনি একথা বলেন৷তিনি ইঁদুর নিধন অভিযান উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আগত কৃষকদের উদ্দেশ্যে আরো বলেন, ইঁদুর নিধনের জন্য আপনারা যে ঐক্য গড়ে তুলেছেন তেমনি সকলে মিলে ইদুরের মতো বিএনপি জামাত শিবিরের বিষ দাঁতগুলো ভেঙ্গে দিতে হবে৷জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির আদেশ দেয়ার প্রতিবাদে ডাকা তিন দিনব্যাপী হরতালের তীব্র সমালোচনা করেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান৷তিনি বলেন,, হরতালের নামে চোরাগোপ্তা হামলার দায় শুধু জামায়াতকেই নিতে হবে৷
নৌমন্ত্রী বলেন, হরতালে জামায়াত ইসলাম রাস্তায় না নেমে, তারা চোরাগোপ্তা হামলা চালাচ্ছে৷ এটা আমরা জানি এবং এটা আমাদের হিসাবেও আছে৷ তবে এর জন্যে যদি কোনো ক্ষয়-ক্ষতি হয় তার খেসারত তাদের দিতে হবে৷ আইন তার নিজস্ব গতিতেই চলে৷ জামায়াত যদি আইন বিশ্বাস করে, তাহলে অবশ্যই আদালতের রায় মেনে নিবে৷মন্ত্রী বলেন, আমাদের সব সময় এক সঙ্গে থাকতে হবে৷ শুধু নির্বাচনের জন্যই নয়, যুদ্ধাপরাধী ও জঙ্গীবাদী অপশক্তির বিরুদ্ধে লড়াই করতেও এক থাকতে হবে৷ তাহলে এ অশুভ শক্তি আমাদের পরাজিত করতে পারবে না৷রাশেদ খান মেনন বলেন, নিজামীর রায়ে বেগম জিয়া কোন প্রতিক্রিয়া দেয়নি, কারণ রায় তার মনপুত হয়নি৷তিনি বলেন, বেগম জিয়ার জামায়াত নেতাদের যুদ্ধাপরাধী হিসেবে অস্বীকার করার ধারাবাহিকতা বিএনপি’র প্রতিক্রিয়াহীনতায় প্রমাণিত৷মেনন বলেন, আনত্মর্জাতিক সন্ত্রাসবাদ শেখ হাসিনার প্রাণনাশ ও বাংলাদেশের সরকার পতনে অপতত্পরতা চালাচ্ছে৷ আমরা পশ্চিমবঙ্গের সরকারকে আহবান জানাই আনত্মর্জাতিক সন্ত্রাসবাদকে তারা যেন উত্সাহিত না করে৷
কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবদুর রাজ্জাকের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ, উপজেলা কৃষি কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাবুদ্দিন হাওলাদার, ইঁদুর নিধন অভিযানে ২০১৩ সালে জাতীয় পুরস্কারপ্রাপ্ত কৃষক আ. খালেক নির্ভুল প্রমুখ৷