দৈনিকবার্তা-ঢাকা,৩১অক্টোবর: ছুটির দিন ছাড়া রাজধানীতে সভা-সমাবেশ ও মিছিল-র্যালি বন্ধ করা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি৷ যানজট নিরসনে এই উদ্যোগের কথা সরকার ভাবছে৷শুক্রবার সকাল ৯টায় লায়ন ইন্টারন্যাশনাল ক্লাবের উদ্যোগে র্যালি ও শোভাযাত্রা শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান৷
লায়ন সেবা মাসের র্যালিটি শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়৷শুক্রবার এই অনুষ্ঠানের আয়োজন করায় মন্ত্রী আয়োজকদের ধন্যবাদ জানান৷ শোভাযাত্রায় নেতৃত্ব দেন, সংগঠনের জেলা গভর্নর লায়ন এম কে বাসার ও এ এসএস রইস আহমেদ, প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন স্বদেশ রঞ্জন সাহা, সেবা মাস কমিটির সদস্য সচিব লায়ন মো. ফখরুদ্দিন৷মন্ত্রী জানান, সমাবেশের জন্য েেসাহরাওয়ার্দী উদ্যানে চারটি স্থান ভাগ করে দেয়া হবে৷ নির্ধারিত স্থান ছাড়া অন্য কোথাও সভা-সমাবেশ করতে দেয়া হবে না৷ওবায়দুল কাদের বলেন, যেকোনো সংগঠনের র্যা লি ও মিছিল ছুটির দিনে করতে হবে৷ যানজট নিরসনে এই উদ্যোগের কথা সরকার ভাবছে৷
সামনের বছরগুলোতে দেশের যোগাযোগ খাতে বিপ্লব ঘটতে যাচ্ছে দাবি করে করে যোগাযোগমন্ত্রী বলেন, ‘২০১৭ সালে মধ্যে এলিভেটেড এঙ্প্রেস ওয়ে, ২০১৮ সালের মধ্যে পদ্মাসেতু এবং ২০১৯ সালের মধ্যে মেট্রোরেলের কাজ শেষ হবে, যা দেশে যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনবে৷ আগামী মাসেই পদ্মা সেতুর নদী শাসন কার্যাদেশ: কাদেরসড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আগামী মাসেই পদ্মা সেতু নির্মাণে নদী শাসনের কার্যাদেশ দেওয়া হবে৷ সেতুর নির্মাণ কাজ শেষ হবে ২০১৮ সালে৷ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আগামী ৩০ অক্টোবর বৃহস্পতিবার থেকে পদ্মা সেতুর মাটি পরীক্ষার কাজ শুরু হবে৷তিনি বলেন, আগামী ১৫ নভেম্বরের মধ্যে নদী শাসনের চুক্তি সম্পন্ন হবে৷মন্ত্রী ওবায়দুল কাদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনিটরিংয়ে শত ভাগ স্বচছতার সাথে পদ্মা সেতুর কাজ এগিয়ে চলেছে৷
তিনি সাংবাদিকদের জানান, পদ্মা সেতুর অনেক মালামাল মাওয়ায় পেঁৗছেছে৷ আরও মালামাল মাওয়ার পথে রয়েছে৷ তিনি বলেন, পদ্মা সেতু সংশ্লিষ্ট বিদেশী প্রকৌশলীরাও দেশে এসে তাদের কাজ কর্ম শুরুকরেছেন৷মন্ত্রী বলেন, শিগগিরই মূল সেতুর কাজ শুরু হবে৷মন্ত্রী বলেন, আগামী ১২ নভেম্বর থেকে মহাসড়ক ও সড়কগুলোতে ব্যাটারী চালিক অটোবাইক নসিমন, করিমন চলাচল নিষিদ্ধ করা হয়েছে৷ ১২ নভেম্বরের পর সড়কে ও মহাসড়কের এসব যানবাহনের ব্যাপারে এবং সড়ক ও মহাসড়কে পাশের অবৈধ দখল মুক্ত করার অভিযান আরও জোরদার করা হবে৷সড়ক মন্ত্রী আরও বলেন, ১২ নভেম্বর থেকে সড়ক-মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে বিভিন্ন ফিটনেসবিহীন যানবাহন ও অদক্ষ চালকদের বিরুদ্ধে অভিযান শুরু হবে৷
তিনি বলেন,বেপরোয়া চলাচলের কারণে সড়ক দুর্ঘটনা ঘটছে৷ চলাচলকারী নসিমন ও টমটমগুলোর যত্রতত্র চলাচল ও সড়কের পাশের অবৈধ স্থাপনা গড়ে ওঠাও সড়ক দুর্ঘটনার জন্য দায়ী৷এছাড়া, আগামী ১২ নভেম্বর থেকে মহাসড়ক ও সড়কগুলোতে ব্যাটারি চালিত অটোবাইক নসিমন, করিমন চলাচল নিষিদ্ধ করা হয়েছে এবং ওই সময়ের পর সড়কে ও মহাসড়কের এসব যানবাহনের ব্যাপারে এবং সড়ক ও মহাসড়কে পাশের অবৈধ দখল মুক্ত করার অভিযান আরও জোরদার করা হবে বলে জানান তিনি৷
ওবায়দুল কাদের বলেন, লায়ন দেশে নানা ধরনের সেবামূলক কাজ করে যাচ্ছে৷ আগামী দিনে তারা আরও কাজ করবে৷এসময় তিনি সড়ক দুর্ঘটনা কমাতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লায়ন ক্লাবকে কাজ করার আহ্বান জানান৷