Bangladesh Bank

দৈনিকবার্তা-ঢাকা,৩১অক্টোবর: আর্থিক প্রতিষ্ঠানের শাখা স্থাপনের ব্যাপারে নতুন নীতিমালা করেছে বাংলাদেশ ব্যাংক৷ নীতিমালা অনুযায়ী কোনো প্রতিষ্ঠান ঢাকায় একটি শাখা খুলতে চাইলে তাকে অবশ্যই ঢাকার বাইরে স্থাপন করতে হবে দু’টি শাখা৷এ বিষয়ে বাংলাদেশে কার্যরত সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের নির্দেশনা দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক৷

নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে আর্থিক প্রতিষ্ঠানের শাখা খোলার অনুপাত হবে ১:২৷ অর্থাত্‍ ঢাকায় স্থাপিত একটি শাখার বিপরীতে ঢাকার বাইরে দুটি শাখা খুলতে হবে৷ আর এ শর্ত পূরণ না হওয়া পর্যন্ত ঢাকায় নতুন শাখা খোলার আবেদন বিবেচনা করা হবে না৷তবে ৩টির কম শাখা রয়েছে এরূপ আর্থিক প্রতিষ্ঠানসমূহের ঢাকায় ৩টি পর্যন্ত শাখা খোলার আবেদন বিবেচনা করা যাবে৷ পরবর্তীতে উক্ত ৩টি শাখার বিপরীতে ঢাকার বাইরে ৬টি শাখা খুলতে হবে বলেও এ নির্দেশনায় বলা হয়েছে৷