602022_499430036783686_1455412359_n

দৈনিকবার্তা-ঢাকা,৩০অক্টোবর: জামায়াতে ইসলামীর ডাকা হরতালে বৃহস্পতিবার সারাদেশে জনজীবন স্বাভাবিক ছিলো৷ হরতালে সারা দেশে বিক্ষিপ্ত সংঘর্ষ ও ভাংচুর হয়েছে৷ বড় ধরনের কোন বিশৃঙ্খল ঘটনা ঘটে নি৷হরতালের সময় সন্ত্রাসী তত্‍পরতার কারনে আইন-শৃংখলা বাহিনী ৫০০ জন জামায়াত-শিবির নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে৷বুধবার জামায়াত নেতা মাওলানা মতিউর রহমান নিজামীর মানবতা বিরোধী অপরাধের দায়ে আনত্মর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইবুন্যাল ১ কতর্ৃক মৃতু্যদন্ড প্রদানের প্রতিবাদে জামায়াতের ডাকা তিন দিনের হরতালের বৃহস্পতিবার ছিলো প্রথম দিন৷আগামী রোববার ও সোমবার দ্বিতীয় দফায় হরতালের ডাক দিয়েছে জামায়াত৷

হরতালের কারণে রাজধানী ঢাকার অন্যতম বাসস্ট্যান্ড গাবতলী বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যাচ্ছে না৷ এতে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটের যাত্রীদের বেশ ভোগান্তিতে পড়তে হচ্ছে৷বৃহস্পতিবার সকালে গাবতলী বাস টামির্নালে গিয়ে এমন চিত্রই দেখা গেছে৷ টার্মিনালগুলোতে দেখা গেছে বিভিন্ন স্থানে যাত্রীরা বসে আছেন৷ বাস কাউন্টারগুলোও বন্ধ৷ পরিবহণ শ্রমিক ও কর্মকর্তারা অলস সময় কাটাচ্ছেন৷ অনেকেই আবার ফিরে যাচ্ছেন৷হরতালে যেকোনো নাশকতা এড়াতে টার্মিনালে মোতায়েন করা হয় পুলিশ৷

এছাড়া নগরীতে চলাচলের জন্য সিটি সার্ভিসগুলোও এ এলাকায় অন্যদিনের তুলনায় কম দেখা গেছে৷ তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীতে বেড়েছে কর্মমুখী নানা পেশার মানুষের চাপ৷ তাদের দেখা গেছে বাসের জন্য দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে৷ আবার কেউবা হেঁটেই রওনা হয়েছে কর্মক্ষেত্রে৷এদিকে, মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ের প্রতিবাদে জামায়াতের ডাকা হরতালের প্রথম ধাপে ৬ শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি দলটির৷ সেই সঙ্গে হরতাল চলাকালে নেতাকর্মীদের উপর আইনশৃঙ্খলা বাহিনী গুলি চালিয়েছে বলেও দাবি করা হয়৷

বৃহস্পতিবার সন্ধ্যায় জামায়াতের পাঠানো এক বিবৃতিতে এ দাবি করেন দলের জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান৷বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, দেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালনকালে সরকার দেশের বিভিন্ন স্থান থেকে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ৬ শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে৷ গতকাল গভীর রাতে পুলিশ জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আতাউর রহমানকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে৷ আজ ফরিদপুর জেলা জামায়াতের সাবেক আমির মো. দেলোয়ার হোসাইন, রংপুরের মিঠাপুকুর উপজেলার নির্বাচিত ভাইস চেয়ারম্যান আব্দুল মাজেদ মারজানসহ সারাদেশ থেকে ৬ শতাধিক নেতাকর্মীকে পুলিশ গ্রেপ্তার করে৷

তিনি বলেন, হারতাল চলাকালে ঢাকা, সিলেট, রাজশাহী, বরিশাল, খুলনা, বগুড়া, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়ীয়া, নওগা, পাবনা, নীলফামারী, নেত্রকোনা, রংপুর, যশোর, চাপাইনবাবগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, সিরাজগঞ্জ, মুন্সীগঞ্জ, নাটোর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, লক্ষ্মীপুরসহ সারাদেশে সরকার দলীয়রা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে হামলা চালায়৷ আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে সারাদেশে দেড় শতাধিক নেতাকর্মী আহত হয়৷

জামায়াতের এ মুখপাত্র দাবি করেন, চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের শান্তিপূর্ণ মিছিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি চালিয়ে প্রায় ২৫ জনেক মারাত্মকভাবে আহত করে৷ আহতদের শিবগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেঙ্ েপ্রাথমিক চিকিত্‍সা দেয়ার কারণে ও মারাত্মকভাবে গুলিবিদ্ধ কয়েকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্রে স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুর রহমান, মেডিকেল অফিসার ডা. আসিয়া ফেরদৌসী ও সিনিয়র সহকারী শরিফুল ইসলামকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়৷ এ স্বৈরাচারী সরকার আহতদের চিকিত্‍সা থেকে বঞ্চিত করে ও কর্তব্যরত ডাক্তারকে তার পেশাগত দায়িত্ব পালনে বাধা দিয়ে চরম মানবতাবিরোধী অপরাধ করেছে৷ এ সরকার আহতদেরকে চিকিত্‍সা থেকে বঞ্চিত করে যে অপরাধ করেছে তার জন্য জনতার আদালতে তাদেরকে অবশ্যই জবাবদিহী করতে হবে৷ আমি সরকারের এ জঘন্য ভূমিকার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি৷

f054708443ee5d67119e35696a3a0627a2e98f96

অন্যদিকে, হরতালকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে নজর রেখে অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী৷ মহাখালীর আইসি বঙ্রে দায়িত্বপ্রাপ্ত এসআই মধুসূদন বলেন, সকাল থেকে মিছিল পিকেটিং বা অন্যন্যা বিচ্ছিন্ন ঘটনা ঘটেনি৷ আমাদের পুলিশবাহিনী সবের্্বাচ্চ সতর্ক অবস্থানে রয়েছে৷ কেউ যদি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করে তাহলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে৷ সন্দেহজনক কাউকে পাওয়া গেলেও তাকে গ্রেফতার করা হবে৷হরতালের প্রথম দিনে রাজধানীসহ সারাদেশে হরতাল বিরোধী মিছিল সমাবেশ করেছে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন৷জামায়াত-শিবির হরতালে মিছিল, পিকেটিং, যানবাহন ভাংচুর ও জ্বালানোর চেষ্টা করে৷ কিন্তু আইন শৃংখলা বাহিনীর যথাসময়ের চেষ্টার ফলে তারা সফল হয় নি৷

রাজধানী ঢাকায় যানবাহন চলাচল প্রায় স্বাভাবিক ছিলো৷ ট্রেন ও বিমান যথা সময়ে চলাচল করেছে৷ সদরঘাটে লঞ্চ যথাসময়ে এসে পৌচেছে ও ছেড়ে গেছে৷অফিস-আদালত পাড়া, বাণিজ্যিক এলাকায় পরিবেশ ছিলো প্রায় স্বাভাবিক৷হরতালের সমর্থনে জামায়াত-শিবির কর্মীরা রাজধানীর দয়াগঞ্জে, ধুপখোলা, বনশ্রী ও ফকিরেরপুল এলাকায় মিছিল থেকে যানবাহন ভাংচুরের চেষ্টা চালায়৷ পুলিশ সদস্যরা তাদেরকে সেখান থেকে হটিয়ে দেয়৷জামায়াত-শিবির কর্মীরা সকালের দিকে রাজধানীর ফকিরেরপুল এলাকায় দুটি সিএনজি চালিত অটোরিঙ্া ভাংচুর ও অগি্নসংযোগ করে৷ সেসময় তারা কয়েকটি বোমা বিস্ফোরণ ঘটায়৷ এতে কোন হতাহতের ঘটনা ঘটে নি৷

বুধবার বন্দর নগরী চট্রগ্রামে পরিবহন মালিক, শ্রমিক ও পুলিশের এক যৌথ সভায় হরতালে সকল প্রকার যানবাহন চলাচল করার সিদ্ধানত্ম গৃহীত হয়৷বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর শাখা রাজধানীর ফার্মগেট, কাওরান বাজার, বাংলামোটর এলাকায় হরতাল বিরোধী মিছিল ও সমাবেশ করেছে৷ রাজধানীর পলস্নবী থানা আওয়ামীলীগ ও যুবলীগ, কাফরম্নল থানা আওয়ামীলীগ হরতাল বিরোধী মিছিল ও সমাবেশ করে৷

ঢাকা: রাজধানীর পুরানা পল্টন মোড়ে পরপর তিনটি ককটেল বিস্ফোরিত হয়েছে৷ এসময় পুলিশ কয়েক রাউন্ড ফাঁকাগুলি ছোড়ে৷জামায়াতের ৭১ ঘন্টার হরতালের প্রথম দিন বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে৷ তবে পুলিশ কাউকে আটক করতে পারেনি৷

সেখানে দায়িত্বরত পুলিশ সার্জেন্ট সুমন জানান, মোড়ে আচমকা তিনটি ককটেল বিস্ফোরিত হয়৷ এসময় পুলিশ ফাঁকাগুলি ছোড়ে৷ তবে কেউ আটক হয়নি৷এদিকে, যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ের প্রতিবাদে তার দল জামায়াতের ডাকা হরতালের দুপুরে রাজধানীর শ্যামপুরে একটি বাসে আগুন দেওয়া হয়৷এছাড়া হাজারীবাগের একটি বাসার সামনে থেকে আটটি হাতবোমা উদ্ধার করেছে র্যাব৷

Barisal-1

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা আতাউর রহমান জানান, বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে শ্যামপুরের রাস্তায় বোরাক পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়৷যাত্রীশূন্য বাসটি রাস্তার পাশে রাখা ছিল৷ ফলে কেউ হতাহত হননি৷ আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে৷এদিকে দুপুরে হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে একটি বাসার সামনে থেকে আটটি হাতবোমা উদ্ধার করা হয় বলে র্যাব-২ এর অপারেশন অফিসার মারুফ আহমেদ জানান৷এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি-না সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি৷

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে রায়ের প্রতিবাদে জামায়াতের ডাকা ৭২ ঘন্টা হরতালের প্রথম দিনে রাজধানীর উত্তরায় মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তর৷এ সময় শিবির কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে৷ এ সময় ১০ শিবির কর্মী আহত হয়৷ পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচ শিবির কর্মীকে আটক করে৷আটককৃত চারজনের নাম জানা গেছে৷ তারা হলেন- নজরুল ইসলাম, মো. হাবীব, মো. ইমন ও মাসুদুর রহমান৷সকাল ১১টায় রাজধানীর উত্তরার দক্ষিণখান এলাকা থেকে ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি তারিক হাসানের নেতৃত্বে মিছিলটি শুরু হয়ে উত্তরা জসিমউদ্দিন এলাকার দিকে যাওয়ার মুখে এ ঘটনা ঘটে৷মিছিলে উপস্থিত ছিলেন- ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তরের প্রশিক্ষণ সম্পাদক আইয়ুব আলী, প্রচার সম্পাদক জাকের হোসাইন, সাহিত্য সম্পাদক আজিজুল ইসলাম সজিবসহ অন্যান্য মহানগরী ও স্থানীয় নেতারা৷

রাজশাহী: জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী অঞ্চলের পরিচালক আতাউর রহমানসহ ২৬ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ৷বুধবার রাত থেকে বৃৃস্পতিবার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়৷ এরমধ্যে জামায়াত নেতা আতাউর রহমানসহ ছয় জনকে নগরীর তেরখাদিয়া এলাকা থেকে আটক করা হয়৷

সূত্র জানায়, মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে ট্রাইব্যুনালের দেওয়া ফাঁসির রায়ের প্রতিবাদে দলটির ডাকা ৭২ঘন্টার হরতালকে কেন্দ্র করে এই গ্রেফতার অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী৷রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) কমিশনার ব্যারিস্টার মাহবুবুর রহমান ও নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, জামায়াত নেতা আতাউর রহমানসহ ছয় জনকে বুধবার রাতে নগরীর তেরখাদিয়া এলাকা থেকে আটক করেছে মতিহার থানা পুলিশ৷আতাউর রহমানের বিরুদ্ধে সমপ্রতি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার করা হয়েছে৷

তাকে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে৷আরএমপি কমিশনার জানান, নগরীর বিভিন্ন এলাকায় বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের আরো ২০ কর্মীকে আটক করে পুলিশ৷নগরীতে পুলিশ ও র্যাবের টহল জোরদার করা হয়েছে৷ যেকোনো ধরনের নাশকতা এড়াতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে৷

রংপুর: বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাকা হরতালের প্রথম দিনে বৃহস্পতিবার সকালে রংপুরের মিঠাপুকুরে মিছিলে বাধা দেয়ার জের ধরে পুলিশ ও জামায়াত শিবির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হয়েছেন৷ এ সময় পুলিশ ২৭ রাউন্ড শর্টগানের গুলি, ১৬ রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ এবং ব্যাপক লাঠিচার্জ করে৷ এসময় উপজেলা ভাইস চেয়ারম্যানসহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ৷

প্রত্যক্ষদশী ও পুলিশ সূত্রে প্রকাশ, সকাল সাড়ে ৭ টার দিকে মিঠাপুকুর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির এনামুল হকের নেতৃত্বে বাজার মসজিদ থেকে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়কের দিকে এগুতে থাকে জামায়াত শিবিরের কয়েকশ নেতাকর্মী৷ মিছিলটি উপজেলা গেটের সামনে পূর্ব পাশে টিআর ট্রাভেলসের সামনে আসা মাত্রই পুলিশ মিছিলে লাঠিচার্জ শুরু করলে সংঘর্ষ বাধে৷ এ সময় পুলিশ লাঠিচার্জের পাশাপাশি শর্টগাটের গুলি, টিয়ারশেল, রাবারবুলেট নিক্ষেপ করতে থাকে৷

জামায়াত শিবির নেতাকর্মীরাও ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে৷ প্রায় আধাঘন্টাব্যাপী এভাবে ধাওয়া পাল্টা ধাওয়া হয়৷ এ সময় দুই পুলিশসহ কমপক্ষে ১৫ জন আহত হয়৷ মিছিল থেকে পুলিশ উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল মাজেদ মারজান, জামায়াতের উপজেলা বাইতুল মাল সম্পাদক আব্দুল বাতেন হারুন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী জোনায়েদকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়৷ সংঘর্ষের জের বেলা সাড়ে ৯ টা পর্যন্ত চলতে থাকে৷

মিঠাপুকুর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা এনামুল হক জানান, আমাদের শান্তিপুর্ন মিছিল পুলিশ ফিরিয়ে না দিয়ে অতর্কিতভাবে হামলা চালিয়ে গুলি, রাবার বুলেট টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে৷ এতে আব্দুস সোবহান নামে এক জামায়াত কর্মী গুলিবিদ্ধসহ আলমগীর হোসেন, রবিউল ইসলাম, সাদ্দাম, পারভেজ মিয়া, শফিকুল ইসলাম, আবুল কালাম, রফিকুল ইসলাম, সাজেদুর রহমানসহ অন্তত ১৫ নেতাকর্মী আহত হন৷

তিনি বলেন, পুলিশ আমাদের শান্তিপুর্ন গণতান্ত্রিক আন্দোলনে বাধা দিয়েছে৷ মিছিল থেকে অন্যায়ভাবে উপজেলা ভাইস চেয়ারম্যানসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে৷ অবিলম্বে তিনি তাদের নিশর্ত মুক্তি দাবি করে বলেন, অন্যথায় যেকোন ধরনের পরিস্থিতির জন্য পুলিশকেই দায়ী থাকতে হবে৷আহত পুলিশরা হলেন ওসি রবিউল ইসলাম, এসআই সাইফুল ইসলাম৷ তাদের গায়ে ইটপাটকেল এসে লাগে৷

এদিকে মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ রবিউল আলম জানান, জামায়াত শিবির নেতাকর্মীরা মিছিল নিয়ে রাস্তায় উঠে গাড়ি ভাঙচুরের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়৷ এতে শিবির নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করে পুলিশের ওপর হামলা চালায়৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৭ রাউন্ড শর্ট গানের ফাঁকা গুলি, তিন রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে৷ বর্তমানে পরিস্থিতি শান্ত আছে৷এদিকে ঘটনার পর সেখানে এক প্লাটুন বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে৷ মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ৷

এদিকে হরতালের সমর্থণে রংপুর মহানগরীর লালবাগসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছে ইসলামী ছাত্রশিবির নেতাকর্মীরা৷ সকালে লালবাগে মহানগর শিবির সেক্রেটারী হারুন অর রশিদের সভাপতিত্বে একটি বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে শান্তিপুর্নভাবে হরতাল পালনের আহবান জানানো হয়৷
খুলনা,: জামায়াতে ইসলামীর ডাকা হরতালের প্রথম দিন খুলনায় জীবনযাত্রা ছিল স্বাভাবিক৷গত মধ্যরাত থেকে আজ সকাল ৮টা পর্যনত্ম নগরীর বিভিন্ন এলাকা থেকে পুলিশ জামায়াত-শিবিরের ২৬ জন নেতা-কমর্ীকে আটক করেছে৷ভোর থেকে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ২ সহস্রাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে৷ এছাড়াও হরতালের সময় নগরীতে বিজিবি ও র্যাবও টহল দিচ্ছে৷নগরীর নিরালা ও গোয়ালখালী এলাকায় জামায়াত-শিবির কমর্ীরা মিছিলের চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া দেয়৷ হরতালের সময় তাদের পিকেটিং বা মিছিল তেমন দেখা যায়নি৷ অন্যান্য হরতালের তুলনায় আজকের হরতালে নগরীতে যানবাহনের সংখ্যা বেশি ছিল৷তবে আনত্মঃজেলা কোন যানবাহন চলাচল করেনি৷
শিক্ষাথর্ীর সংখ্যা কম হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো আজ বন্ধ থাকে৷সরকারি ও বেসরকারি অফিসগুলোতে স্বাভাবিক দিনের তুলনায় আজ সামান্য কমসংখ্যক কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিল৷রাসত্মার পাশের অধিকাংশ দোকানপাট খোলা থাকে৷ ব্যাংক, ইন্সুরেন্সসহ বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে স্বাভাবিক লেনদেন হয়েছে৷
সরকারি-বেসরকারি মিল-কালখানায় পুরোদমে কাজ হয়েছে৷ শ্রমিকদের উপস্থিতি ছিল প্রায় স্বাভাবিক৷

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ দেশব্যাপী জামায়াতের ডাকা হরতালের প্রথম দিন বৃহস্পতিবার লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ, টায়ারে অগি্নসংযোগ, ও বিক্ষোভ মিছিলের মধ্যে দিয়ে চলছে৷ সকালে হরতালের সমর্থনে শহরের মিয়ার রাসত্মার মাথা, আলীয়া মাদ্রাসা এলাকায় রাসত্মায় টায়ার জ্বালিয়ে ঝটিকা মিছিল করে জামায়াত শিবিরের নেতাকমর্ীরা৷ এসময় ৪টি ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটে৷ এছাড়া দালাল বাজার ও শহরের দক্ষিণ তেমুহনীতেও ঝটিকা মিছিল বের করে তারা৷ এদিকে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চরলরেন্স ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী দেলোয়ার হোসেন, চরফলকন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী ইব্রাহিম শামীমসহ ২৩ জামায়াত নেতাকমর্ীকে আটক করেছে পুলিশ৷ এছাড়া নাশকতার আশংকায় শহরে গুরম্নত্বপূর্ন স্থানে অতিরিক্ত পুলিশের পাশাপাশি তিন পস্নাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে৷

লালমনিরহাট প্রতিনিধি ঃ জেলায় পুলিশ পৃথক অভিযান চালিয়ে হরতালে নাশকতামূলক কর্মকান্ড চালানোরপ্রস্থতিকালে উগ্রপস্থি জামায়াত শিবিরের ৯ জন ক্যাডারহর ২৮ জনকে আটক করেছে৷পুলিশের এই অভিযানের সময় বিভিন্ন মামলায় ওয়্যারেন্ট ভূক্ত আসামী ১৬ জন ও নিয়মিত মামলার আসামী ৩ জনসহ মোট ২৮ জনকে আটক করা হয়৷

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ৭১’র মানবতা বিরোধী ও যুদ্ধাপরাধী মামলায় মৃতু্যদন্ড প্রাপ্ত আসামী নিজামীর মুক্তির দাবিতে জামায়াত শিবির ও স্বাধীনতা বিরোধী উগ্র মৌলবাদী গোষ্ঠি হরতালের ডাক দেয়৷ এই হরতালে লালমনিরহাট শহরসহ বিভিন্ন স্থানে নাশকতার পরিকল্পনা করা হয়৷ এই খবরে পুলিশ পৃথক অভিযান চালিয়ে শিবিরের ৯ জন নেতা কমর্ী আটক করেছে৷

আটককৃতরা হলেন, জেলার কালীগঞ্জ উপজেলার সিন্দুনর্া গ্রামের আকবার আলীর পুত্র মোঃ জিয়াউর রহমান(২৬), কাকিনা গ্রামের মমতাজ আলীর পুত্র মিজানুর রহমান(২৩), একই গ্রামের মনতাজ আলীর মোঃ হাসানুর রহমান(২২), জেলার আদিতমারী উপজেলার মহিষাশহর গ্রামের আব্দুল ওহাবের পুত্র নুরম্নল হক(২০), একই গ্রামের শাহ আলম হোসেনের পুত্র মোঃ সাইদুল ইসলাম(২২), একই উপজেলার খাতাপাড়া গ্রামের এনত্মাজ আলীর পুত্র মোঃ শহিদুল ইসলাম(২৭),জেলার পাটগ্রাম উপজেলার জগত বেড় গ্রামের মতিয়ার রহমানের পুত্র মোঃ শাহা আলম (২০),জেলার হাতীবান্ধা উপজেলার উত্তর জাওরানী গ্রামের নুর মোহাম্মদ আলীর পুত্র মোঃ হামিদুজ্জামান(২২) ও রংপুর জেলার বেতগাড়ি জুম্মাপাড়া গ্রামের আহমেদুল হকের পুত্র মোঃ ওয়াহেদুল হক (২৬)৷
এদিক একই সময় আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রাম থানায় ওয়্যারেন্ট ভুক্ত ১৬ জন ও নিয়মিত মামলায় ৩ জন সহ মোট ২৮ জনকে পুলিশ আটক করেছে৷আটককৃতদের আজ বৃহস্পতিবার চীফ জুডিশীয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করা হয়৷ বিচারক তাদের জামিন না দিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়৷

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কফিল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার আদিবুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ রাতে জনতা ছাত্রাবাসে অভিযান চালায়৷ এ সময় ওই ছাত্রবাস থেকে বিপুল পরিমানে আইডি কার্ড, রিপোর্ট বই, সিডি, রশিদ বই, ক্যাসেড, জিহাদী বই, ব্যানার ও লিফলেট উদ্ধার করে ও ওই ছাত্রবাসে অবস্থারত ৯ জন শিবির নেতাকর্মীকেও আটক করে পুলিশ৷

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় হরতালে নাশকতা ঠেকাতে জেলার বিভিন্ন এলাকা থেকে দুই জামায়াত নেতাকর্মীসহ ৫ জনকে বুধবার দিবাগত রাতে গ্রেফতার করেছে পুলিশ৷গ্রেফতারকৃতরা হলেন, ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার মদনপুর গ্রামের কওসার আলীর ছেলে জামায়াতের ওয়ার্ড সভাপতি ইমদাদুল হক (৬১), দামুড়হুদা উপজেলার দর্শনা শ্যামপুর গ্রামের হাবিবুল্লাহ বিশ্বাসের ছেলে জামায়াত কর্মী শিমুল বিশ্বাস (৩২), জগন্নাথপুর গ্রামের আবুু হানিফের ছেলে হুমায়ূন কবির (৩০), সদর উপজেলার গোস্তবিহার গ্রামের মজিবর রহমানের ছেলে জিহাদ (৪০), ভান্ডারদোয়া গ্রামের সদর আলীর ছেলে বিল্লাল হোসেন (৪৫)৷

পুলিশ জানায়, চুয়ডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার সালেহ উদ্দীনের নির্দেশে বুধবার দিবাগত রাতে পুলিশের একটি বিশেষ দল জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে৷অতিরিক্ত পুলিশ সুপার সালেহ উদ্দীন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে৷

ময়মনসিংহ প্রতিনিধি ঃ একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীকে মৃতু্যদন্ড দেয়ার প্রতিবাদে এবং তার মুক্তির দাবিতে জামায়াতে ইসলামীর ডাকে ময়মনসিংহে ঢিলেঢালাভাবে হরতাল চলছে৷ সকালে জামায়াত মিছিল পিকেটিং করলেও দুপুরের পর তাদের দেখা মেলেনি৷
সকালে শহরের বামবাবু রোডে হরতালের সমর্থনে মিছিল বের করে জামায়াত-শিবির৷ মিছিলকারিরা শহর প্রদক্ষিণ করে বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সমানে রাস্তায় পেট্রল ঢেলে আগুন ধরিয়ে বিক্ষোভ করে৷দূরপাল্লার যানচলাচল করেছে ধীরগতিতে৷ ট্রেন চলাচল স্বাভাবিক ছিল৷ শহরের সিএনজি অটোরিকশা ও রিকশা চলাচল স্বাভাবিক ছিল

নওগাঁ : বৃহস্পতিবার সকালে নওগাঁর মহাদেবপুরে হরতাল চলাকালে পিকেটিং করার সময় থানা পুলিশ ৪ শিবির নেতাকর্মীকে গ্রেফতার করেছে৷ প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯ টায় শিবির কর্মীরা উপজেলা সদরের শিবগঞ্জ মোড়ে বিক্ষোভ মিছিল বের করে একটি বাস ভাংচুর করলে মহাদেবপুর থানার ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশ লাঠিচার্জ করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়৷ সেখান থেকে উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি উপজেলা সদরের দুলালপাড়া মহল্লার আজিজুল হকের ছেলে মেহেদী হাসান (২৮), সাধারণ সম্পাদক ফাজিলপুর গ্রামের ময়নুল ইসলামের ছেলে আবু হানিফ (২৩), শিবির কর্মী মহিনগর গ্রামের আব্দুল কাদেরের ছেলে আব্দুর রাজ্জাক (২২) ও বেহেজাত কাচলাপাড়া গ্রামের হাজী আব্দুল মজিদের ছেলে রইচ উদ্দিন (৩২) সহ ৪ জনকে গ্রেফতার করা হয়৷ ওসি জানান, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে৷ভোর থেকেই উপজেলা সদরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়৷ যানবাহন চলাচল করেনি৷ দুপুর পর্যন্ত বেশীরভাগ দোকানপাট বন্ধ ছিল৷

টেকনাফ : মানবতা বিরোধী অপরাধে জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীকে মৃত্যুদন্ড দেয়ার প্রতিবাদে ডাকা দুই দফায় ৭২ ঘন্টার হরতালের প্রথম দফায় ২৪ ঘন্টার হরতাল চলছে৷
বৃহস্পতিবার সকাল ৬টা থেকে এ হরতাল শুরু হয়৷ টেকনাফ থেকে এখনও পর্যনত্ম কোন বাস ছেড়ে যায়নি৷ হরতাল চলাকালিন দুপুর ২টা পর্যনত্ম কোনো ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি৷ রাসত্মায় বাস-মিনিবাস, ট্রাক চলাচল চোখে না পড়লেও সিএনজি, মাহিন্দ্রা, চাদের গাড়ী জীপ, চলাচল করছে স্বাভাবিক নিয়মে৷ গুরম্নত্বপূর্ণ স্থান গুলোতে পুলিশ অবস্থান করছে৷

ঘোষণা অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা র্পযনত্ম ২৪ ঘন্টার হরতাল পালন করবে দলটি৷ হরতালের কারনে টেকনাফ স্থল বন্দর থেকে কোন ধরনের মালবাহী গাড়ী এখনও পর্যনত্ম ছেড়ে যায়নি৷ ব্যাংক, বীমা, এনজিও গুলোর কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলছে৷ হরতালের প্রথম দিনে ভোলায় সড়ক অবোরধ ও বাস ভাংচুর

ভোলা প্রতিনিধি:বাংলাদেশ জামায়েত আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসির আদেও প্রতিবাদে জামায়াতের ডাকা হরতালের প্রথম দিনে ভোলায় সড়কে গাছ ফেলে ও টায়ারে আগুন দিয়ে সড়ক অবোরধ ও বাস ভাংচুর করেছে জামাত শিবির কমর্ীরা৷ জানা গেছে, বৃহস্পতিবার সকালে ভোলা টু চরফ্যাশন মহা সড়কের পৌর গেট ও বিশ্বোরোড এলাকায় সড়কে গাছ ফেলে ও টায়ারে আগুন দিয়ে সড়ক অবোরধ করে মিছিল করেছে জামায়াত শিবির কমর্ীরা৷ সকাল ৯টার দিকে ভোলা টু লৰীপুর মহা সড়কের ইলিশা ফেরিঘাট এলাকায় সড়কে গাছ ফেলে ও টায়ারে আগুন দিয়ে সড়ক অবোরধ করে মিছিল করেছে তারা৷ এসময় তিনটি টেম্পা ও একটি বাস ভাংচুর করে জামায়াত শিবির কমর্ীরা ৷ খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করলে যানবাহ চলাচল করতে শুরম্ন করে৷ এদিকে জেলার বিভিন্ন এলাকায় হরতাল সমর্থনে ঝটিকা মিছিল করেছে শিবির কমর্ীরা৷অপরদিকে জেলার অভ্যনত্মরীণ রম্নটে যানবাহন চলাচল স্বাবাভিক থাকলে ও দূরপালস্নার সকল বাস চলাচল বন্ধ রয়েছে৷

পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় জেলায় জামায়াতের ডাকা ৭২ ঘন্টা হরতালে নাশকতা চেষ্টার অভিযোগে ১১ জন জামায়াত-শিবিররের নেতাকমর্ীকে আটক করেছে পুলিশ৷ এদের মধ্যে পঞ্চগড় সদর থানা পুলিশ ৭ জন এবং তেঁতুলিয়া, বোদা, আটোয়ারী ও দেবীগঞ্জ থানা পুলিশ বিভিন্ন স্থান থেকে ৪ জন জামায়াত-শিবিরের নেতাকমর্ীকে আটক করে৷ বুধবার গভীর রাত থেকে দিনব্যাপী অভিযান পরিচালনা করে নিজ বাড়ি, দোকানসহ বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়৷

পঞ্চগড় সদর থানার আটককৃতরা হলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পঞ্চগড় জেলা শাখার স্কুল ও বিতর্ক বিষয়ক সভাপতি মোঃ মিজানুর রহমান (২৬), বোদা উপজেলার বেংহাড়ি ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে রিপন (২৪), পঞ্চগড় সদর উপজেলার তুলারডাঙ্গা এলাকার মিরাজ উদ্দিনের ছেলে মোকলেছার রহমান (৩৫), একই গ্রামের জয়নুদ্দিনের ছেলে আজাহার আলী (৫০), রাজনগর গ্রামের আসলাম আলীর ছেলে আতিক রহমান (৩০), পঞ্চগড় শহরের ডোকরোপাড়া গ্রামের মইজউদ্দীনের ছেলে লাবু হোসেন সাগর (২৮), পঞ্চগড় সরকারি টেকনিকাল স্কুল এন্ড কলেজের বাংলা বিভাগের শিৰক আবু তাহের (৪২)৷
এ ছাড়া বোদা থানা পুলিশ উপজেলার জায়গীরপাড়া গ্রামের করিম উদ্দীনের ছেলে ফরহাদ আলী (৩২), তেঁতুলিয়া থানা পুলিশ মাঝিপাড়া গ্রামের জমির উদ্দিনের ছেলে বাদশা (৩৫), দেবীগঞ্জ থানা পুলিশ ভাউলাগঞ্জ এলাকার সোবহান আলীর ছেলে ইউনুস আলী (৩৫) ও আটোয়ারী থানা পুলিশ পানপাড়া গ্রামের মৃত তছলিম উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম (৩৬) কে আটক করে৷

এদিকে দিনব্যাপী ঢিলেঢালা হরতালে জেলায় কোন প্রকার অপ্রিতিকর ঘটনার সংবাদ পাওয়া যায় নি৷ তবে হরতালকে ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে৷ পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে৷ গুরম্নত্বপূর্ণ সড়কগুলোতে পুলিশের টহল অব্যাহত রয়েছে৷ হরতালের কারণে জেলার সবকটা রুটে ভারি যানবাহন চলাচল বন্ধ রয়েছে৷ দূরপালস্নার কোন যানবাহন ছেড়ে যেতে দেখা যায়নি৷ পঞ্চগড় পুলিশ সুপার আবুল কালাম আজাদ জানান, হরতালে নাশকতা চেষ্টার অভিযোগে জামায়াত শিবিরের ১১ জন নেতাকমর্ীকে আটক করা হয়েছে৷ আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে৷ যে কোন ধরণের নাশকতা ঠেকাতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে৷ ড়ায় তিন শিবির কর্মী আটক

মৌলভীবাজার ঃজামায়াতের ডাকা হরতালে নাশকতার আশঙ্কায় কুলাউড়ায় শিবিরের ৩ কর্মীকে আটক করেছে পুলিশ৷ আটককৃতরা হলেন, জয়চন্ডী ইউনিয়নের রঙ্গিরকুল গ্রামের জমির আলীর ছেলে মাসুদুর রহমান মাসুদ (২৫), কর্মধা ইউনিয়নের হাসিমপুর গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে আব্দুল মুসত্মাকীম (২৮), বেড়ী গ্রামের আবুল কালামের ছেলে আব্দুল বাছিদ রনি (২৩)৷ জানা গেছে, বুধবার রাত ১১ টার দিকে দুইজনকে ও গতকাল সকালে পিকেটিং থেকে একজনকে আটক করে পুলিশ৷ কুলাউড়া থানার ওসি (তদনত্ম) আতিকুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ কুলাউড়া পৌর শহরের মাগুরা এলাকায় অভিযান চালিয়ে পৃথক ভাবে তাদের আটক করেন৷

প্রসঙ্গত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ জামাত নেতা মতিউর নিজামীর রায় ঘোষণার পরপরই জামাতের প্রচার বিভাগ বৃহস্পতি, রবি ও সোমবার সারাদেশে হরতালের ডাক দেয়৷ বুধবার নিজামীর রায়ের পর দুপুর ১টার দিকে এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান এ ঘোষণা দেন৷বিবৃতিতে বলা হয়, আগামী বৃহস্পতি, রোব ও সোমবার দেশব্যাপী ৭২ ঘন্টা হরতাল পালন করা হবে৷এছাড়া, আগামী শুক্রবার দোয়া ও শনিবার বিক্ষোভ কর্মসূচি পালনেও ঘোষণা দেয়া হয় বিবৃতিতে৷