দৈনিকবার্তা-ঢাকা,৩০অক্টোবর: বাংলাদেশের স্বাধীনতাবিরোধী ও রাজাকারদের তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক৷তিনি বলেছেন, মুক্তিযোদ্ধাদের তালিকা যেভাবে নতুন করে করা হচ্ছে, তেমনি বাংলাদেশের স্বাধীনতাবিরোধী ও রাজাকারদেরও তালিকা প্রকাশ করা হবে৷বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে হরতালবিরোধী মিছিলের আগে মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সমাবেশে মোজাম্মেল হক এসব কথা বলেন৷মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক বলেন, মানবতা বিরোধী অপরাধে মৃতু্যদন্ডপ্রাপ্ত জামায়াত নেতা মতিউর রহমান নিজামীকে যারা মন্ত্রী পরিষদে ঠাঁই দিয়েছিল তারা এর দায় এড়াতে পারবে না৷
আমরা জীবনের মায়া ত্যাগ করে মুক্তিযুদ্ধ করেছি অথচ স্বাধীনতা বিরোধী নিজামীর গাড়ীতে জাতীয় পতাকা উড়ে কীভাবে এটাই আমার প্রশ্ন৷ মন্ত্রী বলেন, খুব বেশী দূরে নয় ভবিষ্যতে মুক্তিযুদ্ধ বিরোধী আলবদর- রাজাকারদের তালিকা আমরা প্রকাশ করবো৷এতে প্রধান বক্তা ছিলেন সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা ড: হাছান মাহমুদ ৷ বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগ নেতা ফয়েজউদ্দিন মিয়া, দলের কেন্দ্রীয় নেতা এম এ করিম, স্বাধীনতা পরিষদের সভাপতি জিন্নাত আলী জিন্নাত ও মানব বন্ধনের সভাপতি হাসিবুর রহমান মানিক৷
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, জামায়াত নেতা যুদ্ধাপরাধী নিজামীর ফাঁসির জন্য জামায়াত হরতালের ডাক দিয়েছে৷ এ হরতালকে সাধারন মানুষ ঘৃণাভরে প্রত্যাখান করেছে৷তিনি বলেন,আমারা রাজপথে থাকবো৷ যারা হরতালে গাড়ী ভাংচুর ও বোমা মারে তাদের জণগনকে সাথে নিয়ে প্রতিহত করবো৷ তিনি নাশকতার বিরদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য কর্মিদের প্রতি আহ্বান জানান৷ড: হাছান মাহমুদ বলেন, জামায়াত আদালতের রায়ের বিরম্নদ্ধে হরতাল ডেকেছে৷ যুদ্ধাপরাধী নিজামীর রায় সরকার দেয়নি৷ এ হরতাল আদালতকে চরম অবমাননার সামিল৷আদালতের প্রতিটি রায়ে যে ভাবে হরতাল ডাকা হয় এ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে৷
তিনি বলেন ,ইউরোপীয় ইউনিয়ন যুদ্ধাপরাধী নিজামীর সাজার রায় পাল্টাতে বলেছে৷ আশ্চর্য হতে হয় নাত্সী বাহিনীর যুদ্ধাপরাধীর সাজা হলে কেউ পাল্টাতে বলেনা৷ কারণ এটি সে দেশের অভ্যনত্মরীন ব্যাপার৷ আর এ সাজাতো সরকার দেইনি দিয়েছে আদালত ৷ কাজেই সরকারের কাছে কেন আবেদন জানান হয়েছে এটি আমার বোধগম্য নয়৷ বিষয়টি বাংলাদেশর অভ্যনত্মরীণন বিষয়ে হসত্মক্ষেপ৷তিনি বলেন,হরতাল যে হেতু হয়নি সে হেতু জামায়াত-শিবিরকে জনগণের কাছে মাফ চাইতে হবে৷ তাদেরকে ধরে এন জনগনের সামনে কানে ধরে উঠবস করাতে হবে৷
তিনি বলেন, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ছিল যুদ্ধাপারাধীদের বিচার করা হবে৷ অনেকে বলেছিল ওঠা কথার কথা ৷ আওয়ামী লীগ যুদ্ধাপরাধীদের বিচার করেছে৷ আবার অনেকে বলেছে বিচার হবে না৷ বিচার হয়েছে রায়ও কার্যকর করা হয়েছে৷ প্রতিটি যুদ্ধাপরাধীদের বিচার হবে এবং রায় কার্যকর করা হবে৷ ঢাকাসহ বাংলাদেশের কোথাও হরতাল পালিত হচ্ছে না দাবি করে আ ক ম মোজাম্মেল হক বলেন, কোথাও হরতাল পালিত হচ্ছে না৷ জামায়াত-বিএনপি যেন নাশকতা করতে না পারে, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে৷ আলবদর বাহিনীর প্রধানকে যারা মন্ত্রী বানিয়েছে, জনতার আদালতে তাদের বিচার হবে৷
একই জায়গায় ঢাকা মহানগর আওয়ামী লীগের সমাবেশে বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া৷ তিনি বলেন, নিজামী-মুজাহিদকে মন্ত্রী বানিয়ে মুক্তিযোদ্ধাদের গালে চপেটাঘাত করার দায়ে খালেদা জিয়ারও বিচার করা হবে৷ চুরি যে করে আর চুরির মাল যে রাখে, দুজনকেই চোর হিসেবে শাস্তি ভোগ করতে হয়৷মায়া দাবি করেন, নিজামীর ফাঁসির রায় হওয়ায় কাঁদতে কাঁদতে শাড়ির আঁচল ভিজিয়েছেন খালেদা জিয়া৷ জামায়াতের হরতালে নীরব সমর্থনও দিয়েছেন৷এ জন্য একসময় বাংলাদেশের মানুষ খালেদা জিয়াকে চপেটাঘাত করবে৷
ঢাকা মহানগর আওযয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে আরও বক্তব্য দেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ৷