দৈনিকবার্তা-ঢাকা,২৯অক্টোবর: স্পোর্টস:বিশ্ব ফুটবলের প্রধান সেপ ব্লাটার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, রাশিয়াকে ২০১৮ সালের বিশ্বকাপ আয়োজনে তার সংস্থা পূর্ণ সমর্থন দিবে এবং এর প্রস্তুতি নিয়ে ফিফা দারম্নন সন্তুষ্ট৷স্থানীয় এক ক্রীড়া সংবাদ সংস্থায় তিনি বলেছেন, রাশিয়ায় আগামী বিশ্বকাপ আয়োজনে ফিফা নিঃস্বার্থ সমর্থন দিবে৷ গত মাসে কূটনৈতিক সূত্র জানিয়েছিল, ইউরোপীয়ান দেশগুলো ব্রিটিশদের সমর্থন নিয়ে বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে রাশিয়ান প্রেসিডেন্ট ভস্নাদিমির পুতিনকে বয়কট করবে৷ এর পিছনে অবশ্য পূর্ব ইউক্রেনের সহিংসতাকেই তারা সামনে নিয়ে এসেছিল৷ কিন্তু ব্লাটার জানিয়েছেন বয়কট কখনই কোন ইতিবাচক প্রভাব ফেলতে পারে না৷ আমাদের দেশ এবং সরকারের উপর বিশ্বাস রাখতে হবে৷ রাশিয়া বিশ্বের অন্যতম বড় একটি রাষ্ট্র৷ রাশিয়াকে আনত্মর্জাতিক গণমাধ্যমের চোখ দিয়ে দেখতে হবে৷ ফুটবল রাশিয়াকে এক করতে পারবে না এটা সত্য৷ কিন্তু একটি বিষয় এখানে বিশ্বের সামনে প্রমাণিত হবে যেকোন ধরনের বিরোধীতার চেয়ে বিশ্বকাপ আয়োজন অনেক বেশী শক্তিশালী৷
ব্লাটার এ ব্যাপারে চলতি বছর রাশিয়ার সোচিতে শীতকালীন অলিম্পিক আয়োজনের বিষয়টিকে সামনে নিয়ে আসেন৷ সোচি গেমসকে সামনে রেখেও একই ধরনের পরিস্থিতির উদ্ভব হয়েছিল৷ কিন্তু গেমসের আগে তো নয়ই গেমসের পরেও এই আয়োজনের বিপক্ষে কেউ কোন কথা বলেনি৷বস্নাটার আরো জানিয়েছেন, ২০১৮ বিশ্বকাপকে সামনে রেখে রাশিয়ার চলমান প্রস্তুতিতে তিনি দারম্নন খুশী৷ তিনি বলেন ব্রাজিলের সাথে তুলনা করলে আমাকে অবশ্যই বলতে হবে রাশিয়া বেশ খানিকটা এগিয়ে রয়েছে৷ গেমসের এখনো চার বছর বাকি থাকলেও রাশিয়ার প্রস্তুতি নিয়ে আমি সন্তুষ্ট৷
২০১৮ সালের বিশ্বকাপের লোগো সম্পর্কিত এক অনুষ্ঠানে যোগ দিতে মঙ্গলবার মস্কো সফরে এসেছেন বস্নাটার৷ বিশ্বকাপের লোগোটি মস্কোর কিংবদনত্মী বোলশোই থিয়েটারে প্রকাশ করা হবে৷ এখানে এসে ফিফা সভাপতি আরো বলেছেন ২০১৮ সালের বিশ্বকাপের প্রথম ম্যাচের একদিন আগে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে৷ ২০০৬ সালের জার্মানী বিশ্বকাপেও এমন একটি উদ্যোগ গ্রহণ করা হলেও পরবতর্ীতে তা কাজে আসেনি৷ কিন্তু এবারের আয়োজন নিয়ে বস্নাটার আশাবাদী৷ এখন পর্যনত্ম মস্কোর তিনটি স্টেডিয়াম উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের জন্য নির্বাচন করা হয়েছে বলেও ফিফা সভাপতি জানিয়েছেন৷