দৈনিকবার্তা-ঢাকা,২৯অক্টোবর: একাত্তরের মানবতাবিরোধী অপরাধী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর মৃতু্যদণ্ডাদেশ দেওয়া রায়ের প্রতিবাদে দলটি তিন দিন হরতাল ডেকেছে৷ ৩০ অক্টোবর বৃহস্পতিবার, ২ নভেম্বর রোববার এবং ৩ নভেম্বর সোমবার হরতাল ডাকা হয়েছে৷ তিন দিন হরতালের মধ্যে প্রথম দফায় বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘন্টা হরতাল হবে৷এছাড়া দ্বিতীয় দফায় রোববার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘন্টা হরতাল করার ঘোষণা দিয়েছে দলটি৷
বুধবার জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো মো. ইব্রাহীম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়৷ বিজ্ঞপ্তিতে জানানো হয়,জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান যুক্ত বিবৃতিতে কর্মসূচির ঘোষণা দিয়েছেন৷আগামী বৃহস্পতি, রবি ও সোমবার দেশব্যাপী এ হরতাল পালন করা হবে বলে এক বিবৃতিতে জানানো হয়৷
ডববৃতিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘন্টার হরতাল৷ শুক্রবার মতিউর রহমান নিজামীর মুক্তি ও সাবেক আমির গোলাম আযমের রূহের মাগফিরাত কামনায় দোয়াসহ সকল নেতাদের জন্য দেশব্যাপী দোয়ার অনুষ্ঠান৷শনিবার মাওলানা মতিউর রহমান নিজামীকে হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদে ও আটক সব নেতাদের নিঃশর্ত মুক্তির দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি৷ এবং রোববার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী ৪৮ ঘন্টার সর্বাত্মক হরতাল পালন করা হবে৷অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, হাসপাতাল, ফায়ার সার্ভিসের গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে বলে বিবৃতিতে জানানো হয়৷
প্রসঙ্গত,একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীকে মৃতু্যদণ্ড দিয়েছেন ট্রাইবু্যনাল৷ আদেশে ফাঁসিতে ঝুলিয়ে মৃতু্যদণ্ড কার্যকর করতে বলা হয়৷ নিজামীর বিরুদ্ধে ১৬টি অভিযোগের মধ্যে আটটি প্রমাণিত হয়েছে৷ এর মধ্যে চারটি অভিযোগে তাকে মৃতু্যদণ্ড দেয়া হয়েছে৷ এছাড়া বাকি চার অভিযোগে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে৷জামায়াতের এই হরতাল ঘোষণার একদিন আগেই রায়ের পরদিন বৃহস্পতিবার নাটোরে খালেদা জিয়ার জনসভা পিছিয়ে দেয় বিএনপি৷ পরিবর্তিত সূচি অনুযায়ী শনিবার ওই জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে৷
জামায়াতের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে শুক্রবার নিজামীর মুক্তি দাবিতে দোয়া অনুষ্ঠান ও শনিবার বিক্ষোভ কর্মসূচি৷বিবৃতিতে জামায়াত বলছে, সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে দেশকে ভয়াবহ সংঘাতের দিকে ঠেলে দিতে চায়৷দলকে নেতৃত্ব শূন্য করার জন্য মতিউর রহমান নিজামীসহ শীর্ষ নেতাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বলেও অভিযোগ দলটির৷ মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর প্রধান বিচারপতি এম ইনায়েতুর রহিম বুধবার জামায়াত আমিরের যুদ্ধাপরাধের মামলার রায় ঘোষণা করেন৷
রায়ে হত্যা, লুট, ধর্ষণ, উসকানি ও সহায়তা, পরিকল্পনা ও ষড়যন্ত্র এবং বুদ্ধিজীবী হত্যার ১৬টি ঘটনার মধ্যে চারটিতে নিজামীকে সর্বোচ্চ সাজা ফাঁসির দণ্ড দিয়েছে ট্রাইবু্যনাল৷ এছাড়া চারটিতে দেওয়া হয়েছে যাবজ্জীবন৷একাত্তরে আল বদর বাহিনীর প্রধান ছিলেন তিনি, স্বাধীন বাংলাদেশে পরে তাকে মন্ত্রী করেছিলেন খালেদা জিয়া আদালত আপস করে না, নিজামীর রায় এর আগে দুদফা পেছানোর বিষয়ে মন্তব্য ট্রাইবু্যনালেরএদিকে, দলীয় প্রধান মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ের পর জামায়াতের ডাকা তিন দিনের হরতাল উপেক্ষা করে বাস চালানোর ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহন সমিতি৷
যুদ্ধাপরাধের দায়ে নিজামীকে মৃতু্যদণ্ডের রায় বুধবার দুপুরে ঘোষণা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবু্যুনাল৷এরপর জামায়াত বৃহস্পতিবার,রোববার ওসোমবার হরতালের ডাক দেয়৷ওই হরতাল প্রত্যাখ্যান করে ঢাকা সড়ক পরিবহন সমিতির দপ্তর সম্পাদক সামদানী খন্দকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, উচ্চ আদালতের বিরুদ্ধে হরতাল আহ্বান অগণতান্ত্রিক এবং আদালত অবমাননা৷ জনবিরোধী এ হরতাল মালিক-শ্রমিকরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে৷
রায়ের প্রতিক্রিয়ায় হরতাল ডাকার পর সিলেট, রাজশাহীসহ বিভিন্ন স্থানে জামায়াতের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধে৷ এর মধ্যেই ঢাকার পরিবহন মালিকরা বাস চালানোর ঘোষণা দিল৷স্বাভাবিক দিনের মতো হরতালের ওই তিন দিনও ঢাকা ও আশেপাশের জেলাগুলোতে বাস ও মিনিবাস চলাচল করবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়৷যাত্রী পাওয়া গেলে ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে দূরপাল্লার বাসও চলবে বলে ঢাকা সড়ক পরিবহন সমিতি জানিয়েছে৷