দৈনিকবার্তা-ঢাকা,২৮অক্টোবর: ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছয়টি সোনার বারসহ মালয়েশিয়া থেকে আসা এক নারীকে আটক করেছে বিমানবন্দর শুল্ক বিভাগ ও এপিবিএন৷ শুল্ক বিভাগের সহকারী কমিশনার জুয়েলা খানম জানান, মঙ্গলবার বেলা ১২টার দিকে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় রাজা বাসলিনা বিনতে রাজা মালেক নামে ৫৩ বছর বয়সী ওই নারীকে আটক করা হয়৷সন্দেহ হওয়ায় তাকে আটক করে তল্লাশি চালিয়ে শরীরে লুকানো ছয়টি সোনার বার পাওয়া যায়৷ প্রতিটি বারের ওজন এক কেজি৷
এপিবিএন এর সহকারী পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকী জানান, ওই নারী মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশে পৌঁছান৷পাসপোর্টে দেখা যাচ্ছে, এর আগে তিনি বাংলাদেশে আসেননি৷ ইংরেজিও ভাল বলতে পারেন না৷ ফলে বাংলাদেশে কোথায় যাচ্ছিলেন, সে বিষয়ে পরিষ্কার কিছু আমরা জানতে পারিনি৷এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে সহকারী কমিশনার জুয়েলা খানম জানান৷