দৈনিকবার্তা-পাবনা,২৮অক্টোবর: আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনের কোন বিকল্প নাই৷ ৫ জানুয়ারীর নির্বাচন না হলে দেশে গণতন্ত্র থাকতো না৷দেশে সামরিক শাসন মার্শাল ল কায়েম হতো৷ নাসিম বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেছেন, সন্ত্রাসী কর্মকাণ্ড, নাশকতা চালিয়ে, মানুষ মেরে কখনও জনগণের আস্থা অর্জন করা যায় না৷ ২০১৯ সালের পর দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে৷ ট্রেন ছেড়ে গেছে৷ আবার ট্রেন ফিরে আসবে, আপনি প্রস্তুতি নিন, দল গোছানোর পরামর্শ দেন তিনি৷
মোহাম্মদ নাসিম মঙ্গলবার দুপুরে পাবনা মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে এক সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন৷পাবনা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ রিয়াজুল হক রেজার সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এডভোকেট শামসুল হক টুকু এমপি, পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারম্নক প্রিন্স, পাবনা জিলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক চুন্নু, পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মনোয়ার উল আজিজ, ছাত্র আবু তোরাব মীম, শুভ্র শাচী মজুমদার ও ছাত্রী জহুরা রানী ৷
মোহান্মদ নাসিম অভিযোগ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনে অংশ গ্রহনের জন্য বিএনপি নেত্রী খালেদা জিয়াকে আমন্ত্রন জানালেও খালেদা জিয়া নির্বাচনে না গিয়ে জ্বালাও পোড়াও করে বোমা মেরে সাধারন মানুষ, পুলিশ ও বিজিবিকে হত্যা করেন৷ এতেই প্রমাণিত হয় তিনি গনতন্ত্র চাননি৷তিনি বলেন, গণতন্ত্রের জন্য ৫ জানুয়ারীর নির্বাচনের কোন বিকল্প ছিলনা৷ এ নির্বাচন সংবিধান অনুযায়ীই হয়েছে৷ বর্তমান সরকারের মেয়াদ পূর্ণ না করে ২০১৯ সালের একদিন আগেও দেশে কোন নির্বাচন হবে না উলেস্নখ করে তিনি বলেন, নির্বাচনের ট্রেন পাবনার ঈশ্বরদী থেকে কমলাপুর চলে গেছে৷
খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, নিজের দলের মধ্যে যে কোন্দল শুরু হয়েছে তা সামলাতে পারছেন না আওয়ামীলীগের বিরম্নদ্ধে আন্দোলন করবেন কিভাবে?৷খালেদা জিয়ার আন্দোলন কোন দিনই আলোর মুখ দেখবে না উলেস্নখ করে আওয়ামীলীগ নেতা বলেন, আন্দোলন না করে নিজে শানত্মিতে থাকুন দেশের মানুষকেও শানত্মিতে থাকতে দিন৷ আপনি বোমা মেরে মানুষকে আহত করবেন আর আওয়ামীলীগ সরকার গ্রামগঞ্জে এমবিবিএস ডাক্তার দিয়ে তার চিকিত্সা দিয়ে মানুষের মন জয় করে আবার ৰমতায় আসবে৷
মন্ত্রী মোহাম্মদ নাসিম পাবনা মেডিক্যাল কলেজ এর জন্য ৫’শ শয্যার একটি হাসাপাতাল ও হেলথ ইনস্টিটিউট ম্যাটস প্রতিষ্ঠা এবং ছাত্রছাত্রীদের চলাচলের জন্য ১টি পরিবহন বাসের ঘোষনা দেন৷পরে মন্ত্রী পাবনা মানসিক হাসপাতাল ও পাবনা জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন৷সন্ধ্যায় পাবনা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মুক্ত মঞ্চে এক গণসংবর্ধনায় যোগ দেন৷