দৈনিকবার্তা-ঢাকা,২৮অক্টোবর: উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বিশ্ব মানবতাকে ঐক্যবদ্ধ করতে বিভিন্ন ভাষায় সাহিত্য চর্চার আহবান জানিয়ে বলেছেন, ভাষা ও সাহিত্য চর্চার মাধ্যমে সকল জাতি, ধর্ম, বর্ণ ও গোষ্ঠীকে একত্রিত করা সম্ভব৷তিনি মঙ্গলবার আরসি মজুমদার আর্টস মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয় উদর্ু বিভাগ আয়োজিত কবিতা পাঠের আসর আনত্মর্জাতিক মুশায়ের উদ্বোধনকালে এই আহ্বান জানান৷
উপাচার্য আরেফিন সিদ্দিক বলেন, কোন ভাষার সঙ্গে আমাদের বিরোধ নেই৷ বিশ্বের সকল ভাষার অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় বাংলাদেশ নেতৃত্ব দিয়ে যাচেছ৷তিনি উদর্ুকে একটি প্রাচীন ভাষা এবং এই ভাষার সাহিত্য ও সংস্কৃতিকে মানব সভ্যতার সম্পদ হিসাবে অভিহিত করে বলেন, এই সম্পদকে কাজে লাগিয়ে বাংলা ভাষা ও সাহিত্যের উন্নয়ন ঘটাতে হবে৷ বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা এবং মানবিকতাবোধ জাগ্রত করার ক্ষেত্রে আনর্ত্মজাতিক মুশায়েরা সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন৷
উদর্ু বিভাগের চেয়ারম্যান ড. মুহাম্মদ গোলাম রব্বানীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে কবি কাজী রোজী এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন৷ অনুষ্ঠানে সাহিত্য ও সমাজ উন্নয়ন কেন্দ্রের সভাপতি স্থপতি ড. শরিফ আলী চৌধুরী, উদর্ু বিভাগের অধ্যাপক ড. জীনাত আরা সিরাজী, জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক কবি আসলাম সানী, সাহিত্য ও সমাজ উন্নয়ন কেন্দ্রের মহাসচিব মুহাম্মদ ইনায়াতুলস্নাহ সিদ্দিকী প্রমুখ বক্তব্য রাখেন৷উল্লেখ্য, দিনব্যাপী এই আনত্মর্জাতিক মুশায়েরায় বাংলাদেশ, ভারত ও ফিলিসত্মিনের অর্ধ-শতাধিক কবি বিভিন্ন ভাষায় কবিতা আবৃত্তি করেন৷