pabna_39922

দৈনিকবার্তা-পাবনা,২৮অক্টোবর: পাবনায় ডিবি পুলিশ পরিচয়দানকারী আনত্মঃজেলা অপহরনকারী চক্রের ৬ সদস্যকে পুলিশ গ্রেফতার করেছে৷ মঙ্গলবার বিকেলে জেলার সুজানগর উপজেলার কামালপুর পুলিশ ফাঁড়ীর সদস্যরা ২ ব্যবসায়ীকে ডিবি পরিচয়ে অপহরণের সময় তাদের গ্রেফতার করেছে৷

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকতর্া (ওসি) হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতরা হচ্ছে, বরগুনা জেলার আমতলীর সাইদুর রহমানের ছেলে মেহেদী হাসান (২৬), বরিশালের বাবুগঞ্জের মান্নানের ছেলে নান্নু মিয়া (৩৮), ঝালবাঠির খালেকের ছেলে কবির (২৬) ও একই এলাকার নজর আলীর ছেলে তোফাজ্জল (৩৫), মুন্সিগঞ্জের রাবেশ শ্যামের ছেলে কালিপদ (৪৫), ভোলা লালমোহনের হাসানের ছেলে নজরম্নল (৪০)৷ এদের মধ্যে মেহেদী হাসান মাইক্রোবাসের চালক৷

কামালপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুর মোহাম্মদ জানান, সুজানগর উপজেলার শ্রীপুর গ্রামের রমজান আলী (৪২) ও কামাল পুরের তফিজ বিশ্বাস ((৩৫) নামের ২ জন ব্যবসায়ী কাশিনাথপুর ইসলামী ব্যাংক থেকে টাকা উত্তোলন করে যাত্রীবাহী বাসে নিজ এলাকায় যাচ্ছিলেন৷ এ সময় সাদা রংয়ের ঢাকা মেট্রো ১৫-০৮৬০ নং একটি মাইক্রোবাস যাত্রিবাহী বাসের গতিরোধ করে তারা বাসে উঠে ডিবি পরিচয় দিয়ে ওই দুই ব্যবসায়ীকে বাস থেকে নামিয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে পালিয়ে যেতে থাকে৷ স্থানীয় বাসিন্দারা বিষয়টি কামালপুর পুলিশ ফাঁড়ীতে জানালে পুলিশ বাঘলপুর এলাকায় রাসত্মার ট্রাক দিয়ে বেরিকেড দেয় এবং মাইক্রোতে থাকা ওই ৬জনকে আটক করে জিজ্ঞাবাদ করলে তারা ভুয়া ডিবি এবং আনত্মঃজেলা অপহরনাকরী চক্রের সদস্য বলে জানায়৷ তাদের কাছ থেকে একটি ওয়াকিটকি, ডিবি’র তিনসেট পোষাক ও একটি লাঠি উদ্ধার করেছে পুলিশ৷ তাদের বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলে ওসি জানিয়েছেন৷