দৈনিকবার্তা-ঢাকা,২৮অক্টোবর: ইরাকের রাজধানীর ব্যসত্ম ওয়াথিক স্কোয়ারে সোমবার রাতে গাড়ি বোমা হামলায় অনত্মত আটজন নিহত হয়েছে৷ আহত হয়েছে ৩২ জন৷ নিরাপত্তা ও হাসপাতাল সূত্রে এ কথা জানা গেছে৷বাগদাদের কেন্দ্রস্থলের কারাদা এলাকায় ওই বিস্ফোরণস্থলের কাছাকাছি যেসব রেসত্মোরাঁ ও হোটেল রয়েছে সেখান থেকে শিয়া মুসলস্নীদের জন্য সাধারণত চা, পানি সরবরাহ করা হয়৷
ধারণা করা হচ্ছে আগামী সপ্তাহে আশুরা উপলক্ষে শত শত শিয়া মুসল্লী পবিত্র নগরী কারবালায় যাবে৷ এর আগেও এ ধরণের শিয়া মুসল্লীদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল৷ এ বছর এ আশংকা সর্বাধিক বলে মনে করা হচ্ছে৷ কারণ ইরাকের বিরাট এলাকা বর্তমানে সুন্নী জিহাদি গ্রুপ ইসলামিক স্টেটের (আইএস) দখলে রয়েছে৷আইএসসহ অন্যান্য সুন্নী চরমপন্থী গ্রুপ শিয়াদের বিধর্মী মনে করে এবং প্রায়ই তাদের লক্ষ্য করে হামলা চালায়৷