দৈনিকবার্তা-ঢাকা,২৮অক্টোবর: আগামী ৩-৪ মাসের মধ্যে ইবোলা ভাইরাস প্রতিরোধক ভ্যাকসিন বাজারে আসার সম্ভাবনা কম৷বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)’র এর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের সংক্রামক ব্যাধি বিষয়ক পরিচালক রাজেস ভাটিয়া মঙ্গলবার একথা জানিয়েছেন৷রাজেস ভাটিয়া বলেন, ইবোলা ভাইরাস প্রতিরোধক হিসেবে এ ধরনের ভ্যাকসিন হু’র নিকট আছে৷ তবে এই ভ্যাকসিনগুলোর পরীৰা-নিরীক্ষা এখনও শেষ হয়নি৷ পরীক্ষা-নিরীক্ষা শেষ হলে ব্যবহারের বিষয়ে সিদ্ধানত্ম জানানো হবে৷ এই ভ্যাকসিনগুলো যদি ব্যবহার সম্ভব হয় তাহলে প্রথম ব্যবহার হবে আফ্রিকা অঞ্চলের দেশগুলোতে৷
এর আগে তিনি নেপালের কাঠমন্ডুতে অনুষ্ঠিত ৩দিনব্যাপী ‘রিলিজন মিডিয়া ওয়ার্কস অন ইমারজেন্সি ইনফ্যাঙ্ার ডিজিস’-এর সেমিনারে ইবোলা ভাইরাস সংক্রানত্ম বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন৷রাজেস ভাটিয়া বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে ইবোলা ভাইরাস আক্রানত্ম হবার সম্ভাবনা খুব কম৷ তবে সম্ভাবনা একেবারে উড়িয়ে দেয়া যায় না৷ইবোলা ভাইরাস প্রতিরোধে দৰিণ-পূর্ব এশিয়া অঞ্চলে জনসচেতনতা বাড়ানোর উপর তিনি গুরুত্বারোপ করেন৷নেপালের কাঠমান্ডুর একটি হোটেল সোমবার ৩দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন এদেশের সাৰ্য ও জনসংখ্যা বিষয়ক মন্ত্রী খাগারাজ অধিকারী ৷
রাজেস ভাটিয়া বলেন, ইবোলা ভাইরাসে আক্রানত্ম হলে শতকরা ৫০ জন মানুষ মারা যায়৷ আফ্রিকা অঞ্চলে এই রোগের প্রভাব বেশি লৰ্য করা যায়৷ এই অঞ্চলগুলোতে ৬ হাজারের বেশি প্রশিক্ষিত চিকিত্সক পাঠানো হয়েছে বলেও জানান তিনি৷ইবোলা ভাইরাসে আক্রানত্ম হয়ে এ পর্যনত্ম ৪ হাজার ৯২২ জন মানুষ মারা গেছেন৷