দৈনিকবার্তা-ঢাকা,২৮অক্টোবর: স্পোর্টস:পাঁচ বছর পর আবারো ওয়ানডে র্যাংকিং-এর শীর্ষে দক্ষিণ আফ্রিকা৷সদ্য শেষ হওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জিতে নেয়ায় র্যাংকিং-এর শীর্ষে উঠলো প্রোটিয়াসরা৷ এর আগে ২০০৭ ও ২০০৯ সালে ওয়ানডে র্যাংকিং-এর শীর্ষে উঠেছিল চোকার্স খ্যাত দক্ষিণ আফ্রিকা৷ ২০০৭ সালে এক মাস ও ২০০৯ সালে আট মাস র্যাংকিং-এর শীর্ষস্থান ধরে রেখেছিলো তারা৷
সদ্য শেষ হওয়া নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজ শুরম্নর আগে দ্বিতীয়স্থানে ছিল দক্ষিণ আফ্রিকা৷ তাই ভালো ব্যবধানে ওয়ানডে সিরিজ জিততে পারলে র্যাংকিং-এর শীর্ষে ওঠার সুযোগ ছিল এবি ডি ভিলিয়ার্স দলের৷ শীর্ষে উঠার সুযোগকে ভালোভাবেই কাজে লাগিয়েছে দৰিণ আফ্রিকা৷ নিউজিল্যান্ড সফরের প্রথম দু’ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করে তারা৷ এরপর তৃতীয় ম্যাচ বৃষ্টিতে পন্ড হলে ২-০ ব্যবধনে জিতে নেয় দৰিণ আফ্রিকা৷
সিরিজ জয়ের স্বাদ পাওয়ায় বর্তমানে ১১৫ রেটিং রয়েছে দৰিণ আফ্রিকার৷ ফলে অস্ট্রেলিয়াকে হটিয়ে র্যাংকিং-এ শীর্ষে উঠে পড়ে প্রোটিয়াসরা৷ ১ রেটিং কম নিয়ে তালিকার দ্বিতীয়স্থানে রয়েছে অস্ট্রেলিয়া৷ আর ১১৩ রেটিং নিয়ে তালিকার তৃতীয়স্থানে রয়েছে ওয়ানডের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত৷ চতুর্থ থেকে অষ্টম স্থানে রয়েছে যথাক্রমে শ্রীলংকা, ইংল্যান্ড, পাকিসত্মান, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ৷ ৬৯ রেটিং নিয়ে তালিকার নবমস্থানে রয়েছে বাংলাদেশ৷ওয়ানডের মত টেস্টেও শীর্ষে রয়েছে দৰিণ আফ্রিকা৷ ১২৪ রেটিং তাদের সংগ্রহে রয়েছে৷ দ্বিতীয় ও তৃতীয়স্থানে রয়েছে যথাক্রমে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড৷