Rijvi

দৈনিকবার্তা-ঢাকা,২৬অক্টোবর: শেখ হাসিনার সরকার দেশে বিদেশে চরমভাবে নিন্দিত মন্তব্য করে বিএনপির যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী অলৌকিক ক্ষমতার অধিকারী নন৷ দেশে বিদেশে সকলে জানে তার ক্ষমতা খুন আর লাশের উপর দন্ডায়মান৷ তাই শয়তানের আত্না নিয়ে এই অবৈধ সরকার দেশ চালাচ্ছে৷তিনি আরো বলেন,শেখ হাসিনা ক্ষমতায় থাকাটা দেশে বিদেশে চরমভাবে নিন্দিত এবং বিতর্কিত৷কারন তিনি যে ক্ষমতার ম্যাজিক কার্পেটে উড়ে বেড়াচ্ছেন, সেখান থেকে নীচে নামতেই পারছেন না৷ আর অচলাবস্থা কাটাতে অবৈধ প্রধানমন্ত্রী কোন উদ্যোগ নিতেই নারাজ৷

রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন৷এ সময় তিনি যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালসহ বিএনপির ৬৩ নেতা-কর্মীকে আটকের নিন্দা জানান৷ তাঁদের রিমান্ড আবেদন বাতিল করে নিঃশর্ত মুক্তিরও দাবি জানান তিনি৷বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সরকারকে হুশিয়ারি উচ্চারণ করে বলেন, এখনও সময় আছে অবৈধ তত্‍পরতা বন্ধ করুন৷অন্যথায় রাজপথে জনগণের সর্বশক্তি প্রয়োগের মাধ্যমেই সরকারকে ক্ষমতা থেকে নামানো হবে৷

আ’লীগ নেতাদের সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন,আওয়ামী লীগের মন্ত্রী এবং নেতারা যেভাবে কথা বলে তাতে মনে হয় জন্মের সময় তাদের মা তাদের মুখে মধুর পরিবর্তে ধুতরা বিশ ঢেলে দিয়েছে৷ এঁদের বাক্যবাণথেকে শুধু বিরোধী দলের নেতা-কর্মীরা না,দেশের বরেণ্য ব্যক্তিবর্গ, আইনজীবী, শিক্ষাবিদ, সাংবাদিক, মুক্তিযুদ্ধের উপ-প্রধান সেনাপতিও বাদ যাননি৷ সমপ্রতি তাঁরা পিয়াস করিমের মৃতু্যর সময় যে আচরণ করেছেন, তাতে লজ্জিত ও অপমান বোধ করেছেন৷রিজভী দাবি করেন, আওয়ামী লীগ উচ্ছেদ, উত্‍খাত দখলের ধারাবাহিকতায় ভাষা আন্দোলনের স্মারক স্থানকে দলীয় কাচারিঘরে পরিণত করেছে৷

তিনি বলেন, ভোটার বিহীন এই সরকার মনে করছে যেহেতু জনগন তাদের পাশে নাই৷ তাই বিভিন্ন ফন্দি করে অবৈধ অস্ত্রের উপর নির্ভর করতে হবে৷ তারা গুম-হত্যা আর অপহরনের মতো নির্দয় পন্থা অবলম্বন করছে৷ তবুও তারা নিজেদের অস্তিত্ব নিরাপদ বোধ করছে না৷ এজন্য চলছে মামলা আর গ্রেফতার নির্যাতন শুরু করেছে৷বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শয়তানের আত্মা নিয়ে অবৈধ সরকার দেশ চালাচ্ছে৷ ডেভিলের পতন ঘটলেই দেশে শান্তির সুবাতাস বইবে৷ ড.পিয়াস করিমের প্রতি নাগরিক শ্রব্ধাবোধে বাধা দিয়ে সরকার নোংড়া খেলা খেলেছে মন্তব্য করে রিজভী আহমেদ বলেন, ড.পিয়াস করিমের প্রতি নাগরিক শ্রব্ধাবোধে বাধা দিয়ে সরকার নোংড়া খেলা খেলেছে তা দেশবাশী বিস্ময়ে দেখেছে৷

সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের গ্রেফতার ও রিমাণ্ডের সমালোচন কওে তিনি বলেন, মোয়জ্জেম হোসেন আলালকে গ্রেপ্তার করে তাকে রিমান্ডে নেয়া হয়েছে৷ এটিও ভোটার বিহীন সরকারের জিঘাংসার একটি নমূনা৷ তিনি মোয়াজ্জেম হোসেন আলালসহ গ্রেপ্তার হওয়া সকল নেতা কর্মীর রিমান্ড বাতিল করে নি:শর্ত মুক্তির দাবি জানান৷প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন,শেখ হাসিনা ক্ষমতার ম্যাজিক কার্পেট পেতে বসে আছেন৷ সেখান থেকে তিনি নামতে পারছেন না৷ আর এ জন্যে দেশ সহিংসতা বিভাজনে ক্ষতবিক্ষত হচ্ছে৷খালেদা জিয়ার আদালতে না যাওয়ার অজুহাত তৈরি করতে ইসলামী দলকে দিয়ে হরতাল ডাকানো হয়েছে সরকারি দলের নেতাদের এমন বক্তব্যের জবাবে রিজভী বলেন, তারা তো কত কথাই বলে৷ তারা শুধু মিথ্যাচার করে৷

তিনি বলেন, আওয়ামী লীগ নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে বিরোধী দলসহ সাধারণ মানুষের ওপর নির্যাতন নিপীড়ন চালাচ্ছে৷ রক্তপাত ঘটাতে তারা (আওয়ামী লীগ) এখন অন্ধকারের জীবে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি৷রিজভী বলেন, সরকার জনগণের বিপরীতে গিয়ে তাদের ওপর একদলীয় শাসন চাপিয়ে দিচ্ছে৷ তারা (আওয়ামী লীগ) মুখে গণতন্ত্রের কথা বললেও তা বিশ্বাস করে না৷ সেজন্য জনগণকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনের মাধ্যমে এ সরকারকে হটাতে হবে৷সংবাদ সম্মেলনে বিএনপির অর্থ সম্পাদক আবদুস সালাম, সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন,স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সপু প্রমুখ উপস্থিত ছিলেন৷