দৈনিকবার্তা-ঢাকা,২৬অক্টোবর: পৃথিবীর অনেক দেশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দিলেও যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মতো কিছু দেশ তা না করে উল্টো নানা শর্ত আরোপ করে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ৷ রোববার মন্ত্রণালয়ে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা আঙ্কটাডের মহাসচিব মুখিশা কিটউইর সাক্ষাত শেষে তিনি এ কথা বলেন৷ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিশ্বের অনেক দেশ বাংলাদেশি পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত প্রবেশাধিকার দিলেও যারা আমাদের ওপর অনেক শর্ত আরোপ করে তারা দেয়নি৷ তারা হলো যুক্তরাষ্ট্র৷ প্রতিবছর ৮৮০ মিলিয়ন ডলার (ছয় হাজার ৮০৯ কোটি টাকা) তাদের আমরা শুল্ক দিই৷
বাণিজ্যমন্ত্রী বলেন,আঙ্কটার্ডের সেক্রেটারি জেনারেলের সঙ্গে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডবি্লউটিও) বালি সম্মেলনের সিদ্ধান্ত বাস্তবায়ন এবং সে সিদ্ধান্ত থেকে বাংলাদেশ কীভাবে তার প্রাপ্য পেতে পারে, এ সব বিষয়ে আলোচনা হয়েছে৷ আঙ্কটার্ড সব সময় বাংলাদেশের অধিকার আদ৫য়ে সমর্থন দিয়ে আসছে৷
তোফায়েল আহমেদ বলেন, ২০০৫ সালে ডবি্লউটিওর হংকং সম্মেলনে বাংলাদেশকে ৯৭ শতাংশ পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা দিয়েছিল৷ কিন্তু আমাদের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকে দেয়নি৷ বাংলাদেশ তার পর থেকে চ্যালেঞ্জ মোকাবিলা করে তার রপ্তানি বাড়িয়েছ৷ তিনি আরও বলেন, আঙ্কটার্ডের সেক্রেটারি জেনারেল বলেছেন, বাংলাদেশ এশিয়ার উদীয়মান তারকা৷ আন্তর্জাতিক বিশ্বে উন্নয়নের একটা মডেল হিসেবে বিবেচিত হচ্ছে৷
আঙ্কটাড মহাসচিবকে উদ্ধৃত করে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে সহযোগিতার বিষয়ে আশ্বাস দিয়েছে সংস্থাটি৷ সেইসঙ্গে নানা প্রতিকূলতার মাঝেও ৬% প্রবৃদ্ধির জন্য বাংলাদেশের প্রশংসা করেছেন তিনি৷মন্ত্রী আরো বলেন, দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই, উত্পাদন খাতে বিনিয়োগ ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতের পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ডে যুবকদের সম্পৃক্ত করার ওপর গুরুত্ব আরোপ করেছেন মুখিশা কিটউই৷
পরে জার্মানির ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের একটি প্রতিনিধিদল সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন৷ বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী বলেন,আন্তর্জাতিক বিশ্বের কেউই বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলছে না৷ সমপ্রতি শিরীন শারমিন চৌধুরী কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) চেয়ারম্যান এবং ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নে (আইপিইউ) সাবের হোসেন চৌধুরী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন৷ গত ৫ জানুয়ারির নির্বাচন যদি অবৈধ ও সংবিধান-পরিপন্থী হতো তাহলে এত দেশ বাংলাদেশকে ভোট দিত না৷ তিনি বলেন, যারা পরাজিত তারা নানা কথা ছড়াচ্ছে৷ একটি কথা মনে রাখতে হবে, বিজয়ীর আনন্দ ক্ষণস্থায়ী আর পরাজিতের গ্লানি চিরস্থায়ী৷
সরকার বিদেশীদের সমর্থন পেতে দ্বারে দ্বারে ঘুরছে’ বিএনপির এমন বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, এমনসব মন্তব্য করে বিএনপি বিশ্বের কাছে ধিকৃত হয়েছে৷ বাংলাদেশ আজ আন্তর্জাতিক বিশ্বে একটি মর্যাদাশীল দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে৷
বানিজ্যমন্ত্রী বলেন, সরকার বিদেশীদের সমর্থন পেতে দ্বারে দ্বারে ঘুরছে বিএনপির এমন বক্তব্য ঠিক নয়৷ তারাও সরকারে ছিল৷ এমনসব মন্তব্য করে বিএনপি বিশ্বের কাছে ধিকৃত হয়েছে৷ তোফায়েল আহমেদ বলেন, ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে বিশ্বের কোন দেশ আজ আর প্রশ্ন তুলছে না৷ যদি তাই না হতো তা হলে বাংলাদেশকে আইপিইউ ও সিপিইউতে নির্বাচিত করতো না৷ বাংলাদেশ আজ আন্তর্জাতিক বিশ্বে একটি মর্যাদাশীল দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি৷