Medicale Result

দৈনিকবার্তা-ঢাকা,২৬অক্টোবর: মেডিকেল ওডেন্টাল কলেজের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএম ভর্তি পরীক্ষার ফল রোববার প্রকাশিত হয়েছে৷স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কৰে এক প্রেস ব্রিফিংয়ে এই ফলঘোষণা করেন৷অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড.দীন মোহাম্মদ নুরম্নল হক, স্বাস্থ্য সচিব এমএম নিয়াজউদ্দিন এবং স্বাস্থ্য অধিদপ্তরের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেনস্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, কার্যকর পদক্ষেপ নেয়ায় এবছর মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শানত্মিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে৷

তিনি বলেন, সকল প্রকার অনিয়ম বন্ধে আগেই কার্যকর ব্যবস্থা নেয়া হয়৷ পরীক্ষা শেষ না হওয়া পর্যনত্ম কোচিং সেন্টারগুলো বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়৷ পরীৰাথর্ীরা ওয়েবসাইটে তাদের পরীৰার ফল জানতে পারবে৷ওয়েবসাইটহলো-িি.িফমযং.মড়া.নফ ধহফ িি.িফমযং.ঃবষবঃধষশ.পড়স.নফ৷সারাদেশে ২৩টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়৷ ৮৫টি সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ১০,২৯৯ আসনের বিপরীতে মোট ৬৯,৪৭৭ জন পরীক্ষা দিয়েছে৷ ২৯ সরকারি মেডিকেল কলেজে ৩,১৬২টি আসন, ৯ সরকারি ডেন্টাল কলেজে ৫৩২ আসন এবং বেসরকারি মেডিকেল কলেজে ৫,৩২৫ আসন ও বেসরকারি ডেন্টাল মেডিকেল কলেজে ১,২৮০ আসন রয়েছে৷আগামী ৩০ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যনত্ম ভর্তি চলবে এবং আগামী ১০ জানুয়ারি ক্লাস শুরু হবে৷

এদিকে, বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ভর্তি ফি নির্ধারণ করে দিয়েছে সরকার৷স্বাস্থ্যমন্ত্রণালয় রোববার এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ ফি নির্ধারণ করে৷ বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোর নিজেদের ইচ্ছামত বাড়তি টাকা গ্রহণ ঠেকাতেই এ উদ্যোগ নেয়া হয়েছে৷স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারিকৃত ওই প্রজ্ঞাপনে জানা যায়, বেসরকারি মেডিকেল কলেজগুলো ভর্তি ফি বাবদ ১৩ লাখ ৯০ হাজার টাকা নিতে পারবে৷ ইন্টার্ন ফি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ২০ হাজার টাকা৷ এছাড়া পাঁচ বছরে মোট টিউশন ফি বাবদ ৪ লাখ ৮০ হাজার টাকার বেশি গ্রহণ করতে পারবে না৷সরকারের পক্ষ থেকে ফি নির্ধারণ করে দেয়ার ফলে বেসরকারি মেডিকেল কলেজ থেকে একজন শিক্ষার্থীর এমবিবিএস ডিগ্রি সম্পন্ন করতে মোট খরচ হবে ১৯ লাখ ৯০ হাজার টাকা৷ তবে ইন্টার্ন ফি বাবদ কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীর কাছ থেকে যে টাকা গ্রহণ করবে পরবর্তীতে ইন্টার্নশিপ করার সময় তার লভ্যাংশসহ ফেরত দেবে৷জানা গেছে, দেশে ৫৬ টি বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ চালু রয়েছে৷