Anisul haque

দৈনিকবার্তা-ঢাকা,২৬অক্টোবর: মামলা জট এড়াতে নবীন বিচারকদের সততা ও নিজেদের দক্ষতাকে কাজে লাগিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক৷মন্ত্রী রোববার রাজধানীর হাইকোর্ট সংলগ্ন বিচার প্রসাশন প্রশিক্ষণ ইনস্টিটিউটে( জেএটিআই) সদ্য নিয়োগপ্রাপ্ত সহকারী জজদের ৩০তম এক বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন৷বিচার বিভাগ এখন সম্পূর্ণ স্বাধীন উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে বিচার বিভাগের কোনো বাধা নেই৷

বিচারকাজের গুণগত মান উন্নয়নের জন্য শিক্ষার কোনো বিকল্প নেই এমন মন্তব্য করে তিনি আরো বলেন, এ প্রশিক্ষণ কোর্স এ ব্যাপারে সহায়তা করবে৷আইনমন্ত্রী আনিসুল হক সদ্য নিয়োগপ্রাপ্ত বিচারকদের চারিত্রিক দৃঢ়তা ও সততার সাথে কাজ করে ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে বিচার বিভাগে অনুসরণীয় হয়ে ওঠার আহবান জানিয়েছেন৷

তিনি বলেন,সমাজে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ৰেত্রে পথিকৃত্‍ হলেন বিচারকগণ ৷ তাদেরকে চারিত্রিক দৃঢ়তা ও সততার সাথে কাজ করে বিচার বিভাগে অনুসরণীয় হয়ে উঠতে হবে৷আইনমন্ত্রী বলেন, বিচারকগণ হলেন বিচারপ্রাথর্ী গরীব-দুঃখী মানুষের শেষ আশ্রয়স্থল৷ এসব বিচার প্রাথর্ী জণগন যেন অন্যায়ভাবে বিত্তবান আর প্রভাবশালীদের শোষণ-পীড়নের ক্রীড়ানকে পরিণত হতে না পারে তা আইনানুগভাবে বিচারকদেরকেই নিশ্চিত করতে হবে৷

সংবিধান ও আইন অনুযায়ী বিচার বিভাগ ও বিচারকগণ সম্পূর্ন স্বাধীন উল্লেখ করে তিনি বলেন, বিচারকদের এই স্বাধীনতা ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে কাজে লাগাতে হবে৷আনিসুল হক বলেন, মামলার প্রতিটি পর্যায়ে বিচারকগণ সততা, দক্ষতা ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করলে বিচার বিভাগের প্রতি সাধারণ মানুষের আস্থা আরো বহুগুন বেড়ে যাবে৷ এতে করে সমাজে অপরাধ প্রবণতা অনেকাংশে হ্রাস পাবে বলেও তিনি আশা প্রকাশ করেন৷

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তৃতা করেন-বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি খোন্দকার মুসা খালেদ এবং আইন ও বিচার বিভাগের সচিব এএসএসএম জহিরম্নল হক৷উল্লেখ্য, এদিন আইনমন্ত্রীর উদ্বোধন করা বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সটি বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের ৩০তম কোর্স৷ দু’মাস ব্যাপী এ কোর্সে সদ্য নিয়োগপ্রাপ্ত ৩৩জন সহকারী জজ অংশগ্রহণ করছেন৷