দৈনিকবার্তা-ঢাকা,২৬অক্টোবর: বহুদলীয় গণতন্ত্র নয়,দেশে এখন একদলীয় গণতন্ত্র চলছে বলে মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেন সবাই এখন ক্ষমতায় থাকার রাজনীতি নিয়ে ব্যস্ত রয়েছে৷আগামী নির্বাচনের জন্য জাতীয় পার্টিকে দ্রুত প্রস্তুত হতে কর্মীদের ফের তাগাদা দিয়েছেন দলের এরশাদ৷
রোববার রাজধানীর বনানীতে জাতীয় শ্রমিক পার্টির নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এরশাদ বলেন, গণতন্ত্রের স্বপ্ন ছিল, কিন্তু দুই দলের শাসনে সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে৷গণতন্ত্র মানে জনগণের শাসন৷ কিন্তু দেশে এখন একদলীয় শাসন চলছে৷ নেতা-কর্মীদের উদ্দেশে এরশাদ বলেন, মানুষ আমাকে ভোলেনি৷ দেশের বর্তমান অবস্থার প্রেক্ষিতে তারা পরিবর্তন চায়৷ জাগরণের সৃষ্টি হচ্ছে৷ সো উই হ্যাভ নো টাইম টু রেস্ট আমাদের এখন বিশ্রামের সময় নাই৷
আব্দুল লতিফ সিদ্দিকীর শাস্তির দাবিতে সম্মিলিত ইসলামী দলসমূহের ডাকা হরতালের মধ্যেও সভায় আসায় জাতীয় শ্রমিক পার্টির নেতা-কর্মীদের শুরুতেই ধন্যবাদ জানান এরশাদ৷তিনি বলেন,আজ হরতাল উপেক্ষা করে তোমরা কর্মসূচিতে যোগ দিয়েছ৷ পার্টির মহাসচিব নির্দেশ দিয়েছিলেন, হরতাল তো বটেই ভূমিকম্প হলেও কর্মসূচিতে যোগ দিতে হবে৷ তোমরা সেই নির্দেশ পালন করেছ৷ এ জন্য তোমাদের ধন্যবাদ৷হরতাল মানি না৷ ভূমিকম্প হলেও আসতে হবে৷ এটাই আমাদের প্রতিশ্রুতি৷
আগামী নির্বাচনে দলকে দ্রুত গোছানোর তাগিদ দিয়ে সাবেক সেনা শাসক এরশাদ বলেন,আমাদের সময় কম৷আমি সারা দেশ ঘুরে বেড়াচ্ছি৷তোমরাও বসে থেক না৷প্রতিটি মিনিট আমাদের জন্য মূল্যবান৷নেতা কর্মীদের সংগঠন গোছানোর তাগিদ দেয়ার পাশাপাশি প্রধানমন্ত্রীরও সমালোচনা করেছেন তার বিশেষ দূত এরশাদ৷আমি যখন ক্ষমতায় ছিলাম তখন জনসংখ্যা সীমিত রাখার জন্য পরিবার পরিকল্পনা প্রকল্প শুরু করেছিলাম৷ জনগণকে বোঝাতে সক্ষম হয়েছিলাম যে আমাদের এই সীমিত আয়তনের দেশে অতিরিক্ত জনসংখ্যা কতো সমস্যা সৃষ্টি করতে পারে৷
কিন্তু কিছুদিন আগে প্রধানমন্ত্রী বলেছেন, জনসংখ্যা বেশি হলেও সমস্যা নেই, একে জনশক্তিতে পরিণত করা হবে৷ ঘরে ঘরে আজ বেকারত্বের মহোত্সব চলছে, লাখ লাখ যুবক বেকার৷ চাকরির খোঁজে বিদেশ যাওয়ার সময় প্রতারণার শিকার হচ্ছে, হতাশ হয়ে তারা মাদকাসক্ত হয়ে পড়ছে৷ এই কি জনশক্তির নমুনা?প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে জাতীয় পার্টির প্রধান বলেন,যে প্রতিশ্রুতি আপনি দিয়েছিলেন তা পালন করুন৷ অন্যদের মধ্যে জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, এস এম ফয়সল চিশতী এবং এরশাদের রাজনৈতিক ও প্রেস সচিব সুনীল শুভ রায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন৷