news_img

দৈনিকবার্তা-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, ২৬অক্টোবর: সোমবার সমাজ বিজ্ঞান অনুষদের ডি ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে শুরু হচ্ছে ভর্তিযুদ্ধ৷ ভর্তি পরীক্ষায় দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় ৩০৮৬১ জন পরীক্ষার্থীর অংশ নেয়ার কথা রয়েছে৷ এর মধ্যে ডি১ ইউনিটে ১০৪৪২, ডি২ ইউনিটে ৮০৬৩ এবং ডি৩ ইউনিটে ১২৩৫৬ জনের অংশ নেয়ার কথা রয়েছে৷ এদিকে ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ব্যাপক প্রস্ততি নিয়েছে চবি কর্তৃপক্ষ৷ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং পরীক্ষা চলাকালীন আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে ক্যাম্পাসে পর্যাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে৷

এছাড়াও কেউ যাতে র্যাগিং করতে না পারে সে বিষয়েও তত্‍পর রয়েছে প্রশাসন৷কেউ র্যাগিং এর মতো কর্মকাণ্ডে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে চবি প্রশাসন৷ চবি প্রক্টর সিরাজ উদ্দৌল্লাহ বলেন, ভর্তি পরীক্ষা একটি জাতীয় ইসু্য৷ এটিকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা সকলের সহযোগিতা কামনা করি৷ আর কেউ যদি র্যাগিং এর কর্মকাণ্ডে জড়িত থাকে তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে৷

তবে এ বিষয়ে, পরীক্ষার্থীদেরও সচেতন থাকার নির্দেশ দিলেন তিনি৷ তিনি বলেন, ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে অনেক দুষ্কৃতিকারীর আগমন ঘটে ক্যাম্পাসে৷ এসব বিষয়ে পরীক্ষার্থীদের নিজেদেরও সচেতন থাকতে হবে৷ আর কোনো প্রকার সমস্যায় পড়লে সাথে সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে যোগাযোগ করবে৷এদিকে চবির ২০১৪-১৫ শিক্ষাবর্ষের এবারের ভর্তি পরীক্ষায় অংশ নিতে মোট ১৭৯৫৭৩ জন আবেদন করেছে৷