Savar-Rana-plaza

দৈনিকবার্তা-ঢাকা,২৪অক্টোবর: রানা প্লাজার আহত-নিহতদের শ্রমিকদের আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) কনভেনশনের ১২১ ধারা অনুযায়ী ক্ষতিপূরণের দাবি জানিয়েছে সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন৷শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত রানা প্লাজা ধ্বংসের দেড় বছর উপলক্ষে মানববন্ধনে বক্তারা এ দাবি জানান৷মানববন্ধনে বক্তারা বলেন, রানা প্লাজার শ্রমিকরা এখনো মানবেতর জীবনযাপন করছে৷ সরকার, মালিক এবং বিদেশি বায়াররা এখনো পর্যন্ত ক্ষতিপূরণ দেয়নি৷ তারা অবিলম্বে আইএলও কনভেনশন অনুযায়ী শ্রমিকদের ক্ষতিপূরণ প্রদান করতে হবে৷

তিনি বলেন, রানা প্লাজা ধসে আহত অনেক শ্রমিক এখনো অসুস্থ৷ অর্থের অভাবে তারা ভালো মতো চিকিত্‍সা করাতে পারছেন না৷ চিকিত্‍সা চালিয়ে যাওয়া ও বেঁচে থাকার জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করুন৷এসময় আহত শ্রমিকদের পুনর্বাসনসহ নিখোঁজ শ্রমিকদের সন্ধান ও পরিচয় নিশ্চিত করার দাবিও জানানো হয়৷

মানববন্ধনে সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন- শ্রমিকনেতা জেডএম কামরুল আনাম, রুহুল আমীন, শামিমা নাসরিন, চায়না রহমান প্রমুখ