দৈনিকবার্তা-ঢাকা,২৪অক্টোবর: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাবেশ চলাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলন করার তীব্র সমালোচনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর৷ গণতন্ত্রের স্বার্থেই বিএনপি সংলাপের দাবি অব্যাহত রাখবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর৷শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির এ অবস্থান তুলে ধরা হয়৷ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়৷এসময় ফখরুল বলেন, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, তাই সংলাপ চাই৷ যুদ্ধের সময়ও সংলাপ হয়৷ অতএব গণতন্ত্রের স্বার্থেই সংলাপের দাবি অব্যাহত রাখব৷
মির্জা ফখরুল আরো বলেন, আওয়ামী লীগ নিজেদেরকে একক ও অদ্বতীয় ভাবে৷ তাই দেশের গুণী রাজনৈতিক ড. কামাল হোসেন, কাদের সিদ্দিকী কিংবা বি. চৌধুরীর মত ব্যক্তিদের অসম্মান করতে পিছপা হয় নাঅগণতান্ত্রিক মনোভাবের কারণেই মূলত আওয়ামী লীগ সংলাপে সাড়া দিচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি৷৫ জানুয়ারির নির্বাচন অবৈধ উল্লেখ করে তিনি বলেন; তারা জনগণের দ্বারা নির্বাচিত নয়, তাই বিদেশিরা এর বৈধতা দেয়নি৷ এটা শুধু ফটোসেশনের মধ্যেই রয়ে গেছে৷
তিনি আরো বলেন, এ নির্বাচন দেশের মধ্যে সংকট তৈরি করেছে৷ গণতন্ত্রের মৌলিক বিষয় আজ প্রশ্নের সম্মুখীন৷ কিন্তু আওয়ামী লীগ তা মানতে নারাজ৷ এ নিয়ে তারা নাটক করছে বলেও মন্তব্য করেন তিনি৷তিনি বলেন, জনগণ ও সকল রাজনৈতিক দলই চায় নিরপেক্ষ নির্বাচন যেখানে জনগণের ভোটের অধিকার নিশ্চিত হবে৷তিনি বলেন, খন্দকার মোস্তাকের নেতৃত্বেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিল৷ সেই হত্যায় আওয়ামী লীগের অনেক নেতাই সমর্থন দিয়েছিল৷
মির্জা ফখরুল আরো বলেন, গণতান্ত্রিক আন্দোলনকে দমন করার জন্য হাজারো নেতাকে প্রাণ দিতে হয়েছে৷গত তিন মাসে ৩শ’ ১০ জন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে বলেও জানান তিনি৷মির্জা ফখরুল বলেন, সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত হয়ে শেখ হাসিনা এ সংবাদ সম্মেলন করেছেন৷ আওয়ামী লীগ সভানেত্রী হীনমন্যতায় ভুগছেন৷ তিনি মিথ্যাচার করে প্রকৃতপক্ষে বিব্রতবোধ করছেন৷ তার এর ধরনের কর্মকাণ্ডের প্রতিবাদ জানাই৷এ সময় দ্রুত নির্বাচনের ব্যবস্থা না করলে দেশ অনিশ্চয়তার দিকে যাবে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল৷ গোলাম আযমের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা আজকের সংবাদ সম্মেলনের বিষয় না৷ যে বিষয়ে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে তা সবই বলেছি৷ কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ) এবং ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) নির্বাচনের ফল ওই দুটি সংস্থার সদস্য দেশগুলোর সরকারের অবস্থান নয় বলে দাবি করেন ফখরুল ৷ তিনি দাবি কওে বলেন, আন্তর্জাতিক ক্ষেত্রে সিপিএ ও আইপিইউ স্বাধীনভাবে নিজেরা অবস্থান নেয়৷ এর সঙ্গে সংশ্লিষ্ট সরকারের কোনো অবস্থান নেই৷সমপ্রতি মাত্র কয়েক দিনের ব্যবধানে বাংলাদেশের প্রতনিধিরা সিপিএর চেয়ারম্যান ও আইপিইউর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন৷
বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী বলেন,গত ৫ জানুয়ারির নির্বাচনের পর যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথ ও জাতিসংঘ বাংলাদেশের নির্বাচন নিয়ে যে বক্তব্য দিয়েছিল, সেখানে তারা পরিষ্কার করেছে, ওই নির্বাচনে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি৷ এখন পর্যন্ত তারা ওই অবস্থান পরিবর্তন করেনি বলে দাবি করেন শমসের মবিন৷বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিরোধী দলের (২০১৩ সালে) আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রী যে হুমকি দিয়েছেন, তা কোনো গণতান্ত্রিক সরকারপ্রধানের ভাষা হতে পারে না৷ স্বৈরাচারী একনায়কের মুখ থেকে এমন ভাষা বের হয়৷ তিনি বলেন, বিএনপি সহিংসতায় বিশ্বাস করে না৷ শান্তিপূর্ণ আন্দোলনই বিএনপির অস্ত্র৷ হুমকি ধমকি দিয়ে জনগণের সংগ্রাম দমন করা যাবে না৷
মির্জা ফখরুল অভিযোগ করেন, বৃহস্পতিবার নীলফামারীতে খালেদা জিয়ার জনসভা ছিল৷ একই সময় প্রধানমন্ত্রীও সংবাদ সম্মেলন ডাকেন, যাতে টেলিভিশনে খালেদা জিয়ার জনসভা সরাসরি প্রচারে বিঘ্ন ঘটে৷ এর মধ্য দিয়ে আওয়ামী লীগ সভানেত্রী হীনমন্যতার পরিচয় দিয়েছেন বলেই মনে করেন বিএনপির এই নেতা৷তিনি বলেন, হাসিনার চেয়ে বড় জঙ্গি পৃথিবীতে নেই৷ তার কথাবার্তা ও উগ্রতা তা প্রমাণ করে৷ তিনি আমাদের দোষ দিয়ে নিজেই নাস্তিক আর জঙ্গিবাদদের লালন পালন করছেন৷
তিনি বলেন, বাংলার জনগণের সমর্থন না থাকায় সার্টিফিকেট পেতে তিনি বিদেশ সফর করছেন৷ মনে রাখবেন, যেখানে দেশের জনগণের সমর্থন নেই সেখানে বিদেশি সার্টিফিকেটে পার পাবেন না৷ফখরুল বলেন, হাসিনা যে ভাষায় কথা বলেন আর সংবাদিকরা যেভাবে তার গুণকীর্তন করেন তাতে সংবাদ সম্মেলন নয়, মনে হয় যেন হাসিনার সংবর্ধনা সভা৷ তিনি সংবাদ সম্মেলনে যে বক্তব্য দেন তা তার পৈশাচিক মনের বহিঃপ্রকাশ৷
হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আপনি যেসব বক্তব্য দিচ্ছেন তাতে আপনার পোষা বাহিনী ছাড়া রাস্তায় নেমে দেখুন জনগণ কী জবাব দেয়৷শেখ হাসিনা বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি৷ তিনি আরো বলেন, সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে তারেক রহমান কে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় অভিযুক্ত করা হয়েছে বলে দাবী করেন ফখরুল ৷ তিনি অবিলম্বে তারেক রহমানসহ বিএনপির সকল নেতাকমর্ীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান৷
মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধী গোলাম আযমের মৃতু্যতে বিএনপির পক্ষ থেকে শোক প্রকাশ করা হবে কি না, জানতে চাইলে মির্জা ফখরুল কোনো মন্তব্য করেননি৷সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকরা তার কাছে জানতে চান- জামায়াতে ইসলামীর সাবেক আমীর গোলাম আজমের মৃতু্যতে বিএনপি শোক জানাবে কিনা৷জবাবে মির্জা ফখরুল বলেন,যে বিষয়ে আমরা সংবাদ ব্রিফিং ডেকেছি, তা আলোচনা করছি৷ ধন্যবাদ৷এ কথা বলেই আসন থেকে উঠে যান বিএনপির মুখপাত্র৷