Kolapara Beribath

দৈনিকবার্তা-কলাপাড়া,২৪অক্টোবর: নিজকাটার ছয়ভেন্টের স্লুইসসটির দু’টি ভেন্টসহ ভেড়িবাঁধের অর্ধেকটা ভেঙ্গে গেছে৷ যে কোন সময় সম্পুর্ণ বিধ্বসত্ম হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে৷ স্লুইসসহ বাঁধ বিধ্বসত্ম হলে প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ নিজকাটা খালটি লোনা পানিতে সয়লাব হয়ে যাবে৷

এমনকি নিজকাটাসহ আশপাশের দুই হাজার কৃষকের প্রায় চার হাজার একর কৃষি জমির আমন ফসল নষ্ট হয়ে যাবে৷ হারিয়ে ফেলবে রবিশস্যসহ সবজিৰেত৷ বাড়িঘরের গাছপালা পর্যনত্ম মরে যাবে৷ গবাদিপশু পালন করা সম্ভব হবে না৷ ফলে নিজকাটা খালের দুই পাড়ের হাজারো কৃষকের রাতের ঘুম হারাম হয়ে গেছে৷ একমাত্র আমন ফসল নির্ভর এসব কৃষক এখন চরম ঝুঁিকতে পড়েছেন৷ স্লুইসটি রক্ষার দাবিতে উপজেলা প্রশাসনসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের কাছে শত শত কৃষক লিখিত আবেদন করেছেন৷

কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নিজকাটা গ্রামে এ স্লুইসসটির অবস্থান৷ পানি উন্নয়ন বোর্ডের ৪৬ নং পোল্ডারের এ স্লুইসটি দিয়ে নিজকাটা, নবীপুর, ইসলামপুর, পশ্চিম সোনাতলা, নেয়ামতপুর, গুটাবাছা গ্রামের কৃষি জমির পানি নিষ্কাশন হয়৷সরেজমিনে দেখা গেছে, সস্নুইসটির মাঝ বরাবর বেড়িবাঁধটি দেবে বড় বড় গর্ত হয়ে মাটি ধসে পড়েছে৷ ভাড়াটে হোন্ডা, ভ্যানসহ কোন যান-বাহন পর্যনত্ম এখন বেড়িবাঁধটি দিয়ে চলাচল করতে পারছে না৷ মূল সড়কটি দেবে মাটির চাপে দু’টি ভেন্ট (চুঙ্গা) ভেঙ্গে গেছে৷ যে কোন সময় স্লুইসসের বাকি ভেন্টগুলো মাটির চাপে বিধ্বসত্ম হয়ে পানি সরবরাহ বন্ধ হওয়ার শঙ্কা রয়েছে৷ এছাড়া সস্নুইসসহ বেড়িবাঁধটি বিধ্বসত্ম হলে আন্ধার মানিক নদীর সঙ্গে অভ্যনত্মরীণ নিজকাটা খাল মিশে যাবে৷

তখন গোটা এলাকা লোনা পানিতে সয়লাব হয়ে হাজার হাজার একর জমির আমন ফসলসহ, সবজিক্ষেত ও রবিশস্য পচে যাবে৷ কৃষক ইব্রাহিম হালাদার বলেন, স্লুইসটা পুরা ভাইঙ্গা গ্যালে মোগো সব শ্যাষ৷ ধান-পান সব নোনা পানিতে পইচ্যা যাইবে৷ না খাইয়া থাহা লাগবে৷’ নীলগঞ্জের শামীম খলিফা জানান, সস্নুইসটি যে কোন সময় বিধ্বসত্ম হয়ে কুয়াকাটাগামী মহাসড়কের পশ্চিম পাশের অনত্মত ১২ গ্রামের কৃষকের চরম সর্বনাশ হয়ে যাবে৷ উপকূলীয় জনকল্যাণ সংঘের সভাপতি ফতেহপুর গ্রামের বাসিন্দা জয়নাল আবেদীন জানান, সস্নুইসসহ রাসত্মাটি মেরামতের দাবিতে তারা বহুবার পানি উন্নয়ন বোর্ড কলাপাড়া অফিসে ধর্ণা দিয়েছেন৷ ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক খান জানান, স্লুইসসটি সংরক্ষণ ও মেরামতের জন্য উপজেলা পরিষদের সভায় এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের বহুবার বলা হয়েছে৷ পানি উন্নয়ন বোর্ড কলাপাড়াস্থ নির্বাহী প্রকৌশলী মো. সফি উদ্দিন জানান, নিজাকাটা স্লুইসটিসহ ঝুকিঁপুর্ণ স্লুইস ও বিধ্বসত্ম বেড়িবাঁধ মেরামতের জন্য উর্ধতন কতর্ৃপক্ষকে বহু আগেই অবহিত করা হয়েছে৷