Football_bd20141024191049

দৈনিকবার্তা-যশোর,২৪অক্টোবর: হোম অ্যাডভানটেজ কাজে লাগাতে পারলো না বাংলাদেশ৷ শুক্রবার যশোরের শামসুল হুদা স্টেডিয়ামে দুই ম্যাচের প্রীতি ফুটবল সিরিজের প্রথম খেলায় সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে এগিয়ে গিয়েও ১-১ ব্যবধানে ড্র করেছে মামুনুল বাহিনী৷এদিন পরিচিত কন্ডিশনে ভরপুর গ্যালারিতে নিজেদের দর্শকদের সামনে খেলতে নেমে প্রথমে এগিয়ে গিয়েছিল বাংলাদেশই৷ খেলার ৩০ মিনিটে লাল-সবুজ জার্সিধারীদের এগিয়ে নেন জাহিদ হাসান এমিলি৷ কিন্তু এই অগ্রগামীতা পাঁচ মিনিটের বেশি ধরে রাখতে পারেনি টিটোর প্রশিক্ষণাধীন বাহিনী৷ প্রথমার্ধের ৩৫ মিনিটে দারুণ এক ফ্রি-কিকে সমতা ফেরান লঙ্কান মিডফিল্ডার রোশান৷

এরপর দুই দল প্রচুর পরিমাণ সুযোগ পেলেও কেউ তা কাজে লাগাতে পারেনি৷ এই ম্যাচের আগে বাংলাদেশ-শ্রীলঙ্কা ১২টি ম্যাচে মুখোমুখি হয়৷ যার আটটিতে জয় পায় বাংলাদেশ৷ তিনটিতে শ্রীলঙ্কা৷ আর বাকি ম্যাচটি অমিমাংসিত থাকে৷ শুক্রবারের খেলার পর এই সংখ্যাটা দুইয়ে রূপান্তরিত হলো৷ তবে বাংলাদেশের জন্য স্বস্তি হতে পারে একটি তথ্য৷ সেটা হলো দুই দলের সর্বশেষ সাক্ষাতে ৩-০ ব্যবধানে হেরেছিল টাইগাররা৷ফুটবলের প্রতি মানুষের অবাক ভালোবাসা দেখা গিয়েছিল ২৯ আগস্ট সিলেটেই৷ বাংলাদেশ- নেপাল অনূধর্্বু২৩ ম্যাচে সেদিন সিলেট জেলা স্টেডিয়াম পরিণত হয়েছিল জনসমুদ্রে! শুক্রবার যশোরের শামসুল হুদা স্টেডিয়ামেও প্রায় একই দৃশ্য৷ গ্যালারি কানায় কানায় পূর্ণ৷

স্থান সংকুলান না হওয়ায় টাচলাইনের কাছে বসে-দাঁড়িয়ে খেলা দেখলেন বহু দর্শক৷ মিঠুনকে তো একবার কর্নার কিক নিতে হলো দর্শকের জুতা সরিয়ে! তবে দর্শকের প্রত্যাশা শতভাগ পূরণ করতে পারলেন না বাংলাদেশের খেলোয়াড়েরা৷ শ্রীলঙ্কার বিপক্ষে প্রীতি ম্যাচে এগিয়ে থেকেও শেষমেশ ১-১ ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে মামুনুল ইসলামদের৷

ঘরের মাঠ তো বটেই, পরিসংখ্যানও বাংলাদেশকেই এগিয়ে রেখেছিল এ ম্যাচে৷ এর আগে দুই দলের ১১ সাক্ষাতে বাংলাদেশ জিতেছে সাতবার৷ একটিতে ড্র ও তিনটিতে হার৷ আজকের ম্যাচ ড্র হওয়ায় জয়-পরাজয়ের হিসাবে কোনো পরিবর্তন এল না৷বারবার ভুল পাস আর ফিনিশিংয়ের অভাবে আক্ষেপ নিয়েই মাঠ ছাড়তে হলো বাংলাদেশকে৷ দুদলই খেলেছে অগোছালো ফুটবল৷ এর মধ্যেই ১৫ মিনিটে ইয়ামিন চৌধুরী মুন্নার দারুণ ক্রসে অসাধারণ এক হেডে বাংলাদেশকে এগিয়ে দেন এমিলি৷ ২৮ মিনিটে দুর্দান্ত ফ্রি-কিকে শ্রীলঙ্কাকে সমতায় ফেরান রোশান৷ প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ কাজে লাগাতে পারেননি জাহিদ হোসাইন-মিঠুন চৌধুরী৷ দ্বিতীয়ার্ধে একই ভুল করলেন ওয়েহেদ-তখলিছও৷

ফুটবলে সুযোগ কাজে লাগানোই আসল কথা বাংলাদেশ দলের খেলোয়াড়েরা এ আপ্তবাক্যের বাস্তব প্রতিফলন ঘটাতে পারলেন সামান্যই৷ তবে এ ম্যাচে বাংলাদেশ ফুটবলের সবচেয়ে বড় প্রাপ্তি হতে পারে দর্শকের ভালোবাসা৷ যে ফুটবলের জন্য দর্শকের এত টান, এত ভালোবাসা তাদের মন কি ভরাতে পারলেন মামুনুল-এমিলিরা?প্রসঙ্গত, বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচটি আগামী সোমবার রাজশাহীতে অনুষ্ঠিত হবে৷