দৈনিকবার্তা-ঢাকা, ২৩অক্টোবর: বিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ বলছেনে,জনগণ এ সরকারকেঘৃণাকরে৷যেদিন এই ঘৃণাক্ষোভে পরিণত হবে সেদিনই এই সরকারের পতন হবে৷ ্বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাব ভিআইপি লাউঞ্জে আফসার আহমদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত রাজনীতিবিদ অ্যাডভোকেট মরহুম আফসার আহমদ সিদ্দিকীর ১৩ তম মৃতু্য বার্ষিকী স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি৷
হান্নান শাহ অভিযোগ করে বলেন,দেশে কোনো গণতন্ত্র নেই৷ এমন কি যারাই গণতন্ত্রের চর্চা করছে তাদের ওপর অত্যাচার চালানো হচ্ছে৷শুধু তাই নয়, তাদের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন মামলা দিয়ে জেলে পাঠানো হচ্ছে৷সরকার পতনের আন্দোলন সম্পর্কে বিএনপির এই প্রবীণ নেতা বলেন, আমরা আন্দোলন শুরু করলেই আওয়ামী লীগের পেট ব্যাথা শুরু হয়৷ আমরা সন্ত্রাসী আন্দোলনে বিশ্বাস করি না৷ গণতান্ত্রিকভাবেই আমাদের আন্দোলন তীব্রতর হচ্ছে৷ আর সেই চাপে আওয়ামী লীগের পতন নিশ্চিত হবে৷
তিনি বলেন, অভিসংশন আইনের মাধ্যমে বিচার পতিদের অপসারনের দায়িত্ব অবৈধ সংসদের হাতে দিয়ে বিচার ব্যবস্থাকে ধ্বংস করা হচ্ছে৷ আইন ও বিচার বিভাগকে কুক্ষিগত করছে৷বর্তমান সরকার একদলীয় ও এক নীতিতে বিশ্বাসী মন্তব্য করে বিএনপি নেতা হান্নান শাহ অভিযোগ বলেন, তারা গুণীজনদের সম্মান দিতে জানে না৷ আর কিছু দিন পর তারা শহীদ মিনার দখল করে বসবে৷
তিনি বলেন, যে জাতি গুণীজন সম্মান করতে দিতে পারে না সে জাতি কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে না৷বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, হতাশ হওয়ার কিছু নেই৷ সময় সুযোগে বাংলার মাটি উত্তপ্ত হবে৷ আর আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটবে এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে৷তিনি আরো বলেন, আওয়ামী লীগ যে সংবিধান তৈরি করেছে তা এদেশকে একদলীয় সরকার তৈরির নকশা মাত্র৷
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি জাহানারা সিদ্দিকীর সভাপতিত্বে আরো বক্তব দেন- বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী, বাংলাদেশ মেডিকেল অফ এসোসিয়েশনের মহা সচিব বিপ্লব জামান প্রমুখ৷