image_103273_0

দৈনিকবার্তা- চুয়াডাঙ্গা,২৩অক্টোবর: একদল অস্ত্রধারী বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা প্রেসক্লাবে ঢুকে ব্যাপক ভাংচুর করেছে৷ অস্ত্রধারীদের অস্ত্রের আঘাতে আহত হয়েছেন মাছরাঙ্গা টেলিভিশনের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি ফাইজার চৌধুরী, দি নিউ নেশন প্রত্রিকার চুয়াডাঙ্গা প্রতিনিধি মিজানুল হক মিজান, বৈশাখী টেলিভিশন প্রতিনিধি মরিয়ম শেলী ও চ্যানেল আই প্রতিনিধি রাজিব হাসান কচি৷ এছাড়াও প্রেসক্লাবের সামনে থাকা সাংবাদিকদের দুটিসহ ৫টি মোটরসাইকেল ভাংচুর করেছে অস্ত্রধারীরা৷ এ ঘটনায় সাংবাদিকরা শহরে বিৰোভ মিছিল করে৷

জানা গেছে, বৃহস্পতিবার বিএডিসির ঠিকাদারি কাজের সাথে সম্পৃক্ত সরকার সমর্থিত দু’দল যুবকের আধিপত্য বিসত্মারকে কেন্দ্র করে সকাল থেকে বিএডিসি এলাকা ছিল সরগরম৷ বেলা ১২টার দিকে প্রকাশ্য ধারালো অস্ত্র নিয়ে শহরে মহড়া শুরম্ন করে অস্ত্রধারীরা৷ অস্ত্রধারীদের একটি গ্রম্নপ বেলা সোয়া ১টার দিকে চুয়াডাঙ্গা প্রেসক্লাব অতিক্রম করার সময় কয়েকজন সাংবাদিক প্রেসক্লাবের হলরম্নম থেকে রাসত্মায় বের হন৷ এসময় অস্ত্রধারীরা হঠাত্‍ প্রেসক্লাবে ঢুকে ভাংচুর শুরম্ন করে৷ অস্ত্রধারীরা প্রেসক্লাবের সামনে থাকা ৫টি মোটরসাইকেল ভাংচুর করে৷ তারা প্রেসক্লাবের ভেতরে প্রেসক্লাবের সামনের থাই গস্নাস ও ভেতরে ঢুকে চেয়ার টেবিল ভাংচুর করে৷ এসময় অস্ত্রধারীরা ধারালো অস্ত্র দিয়ে মাছরাঙ্গা টেলিভিশনের সাংবাদিক ফাইজার চৌধুরীকে লৰ্য করে কোপ মারে৷ তিনি দ্রম্নত সরে দাঁড়িয়ে আত্মরৰা করেন৷ ওইসময়ই অস্ত্রধারীরা দি নিউ নেশন পত্রিকার চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি মিজানুল হক মিজান, বৈশাখী টেলিভিশন প্রতিনিধি মরিয়ম শেলী ও চ্যানেল আই প্রতিনিধি রাজিব হাসান কচিকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে৷ ধারালো অস্ত্রের আঘাতে এরা রক্তাক্ত জখম হন৷

প্রেসক্লাবে থাকা সাংবাদিকরা জানান, অস্ত্রধারীদের সকলের বয়স ১৯-২০ বছরের মধ্যে৷ তারা অস্ত্র নিয়ে প্রকাশ্যে প্রেসক্লাবের সামনে দিয়ে যাওয়ার সময় প্রেসক্লাবে ঢুকে হামলা করে৷ এসময় সাংবাদিকদের অনেকে আত্মরৰার জন্য প্রেসক্লাবের বাথরম্নমে ঢুকে আশ্রয় নেন৷ ঘটনার পর চুয়াডাঙ্গা জেলা শহরে কর্মরত সকল সাংবাদিক শহরে বিৰোভ মিছিল করে৷ মিছিল শেষে প্রেসক্লাব সভাপতি মাহতাব উদ্দিনের সভাপতিত্বে সাংবাদিকরা জরম্নরী সভায় মিলিত হন৷ সভা থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা সদর থানায় মামলা ও শুক্রবার সাংবাদিকদের নিরাপত্তা চেয়ে গণ জিডি করার সিদ্ধানত্ম হয়৷ এছাড়া বৃহস্পতিবার রাতের মধ্যে প্রেসক্লাবে হামলাকারীদের গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচীর ঘোষণা দেন সাংবাদিক নেতারা৷

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন, পুলিশ সুপার রশীদুল হাসান, পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আব্দুল হান্নান প্রেসক্লাব পরিদর্শন করেন৷ এসময় তারা সকলেই হামলার সাথে জড়িতদের দ্রম্নততম সময়ের মধ্যে আটক করে আইনের আওতায় আনার প্রতিশ্রম্নতি দেন৷ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান বলেন, হামলাকারীরা আওয়ামী লীগ বা এর কোন সংগঠনের সাথে যুক্ত নন৷