দৈনিকবার্তা-ঢাকা,২৩অক্টোবর:খাদ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মামলার আদালতে হাজিরার দিন হরতাল আহবান করে মামলার কার্যক্রমকে বন্ধ করা যাবে না৷তিনি বলেন, বেগম জিয়ার বিরুদ্ধে দায়ের করা দুর্নীতি মামলাকে বিলম্বিত করার জন্যই সমমনা কয়েকটি ইসলামী দলকে দিয়ে ২৬ অক্টোবর হরতাল ডাকা হয়েছে৷তিনি আরো বলেন, মামলা তার নিজস্ব গতিতে চলবে৷ মামলার বিচারে যে রায় হবে তা বেগম জিয়ার বরণ মানতে হবে৷
তিনি বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে আগামী ৩ নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়র্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভাকে সফল করার লক্ষ্যে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় এ কথা বলেন৷ঢাকা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থপনা মন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার বজলুর রহমান, মুকুল চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সেলিম এম পি, আলহাজ্ব আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ ও প্রচার সম্পাদক আব্দুল হক সবুজ প্রমুখ৷
এডভোকেট কামরুল ইসলাম বলেন, কয়েকটি ইসলামী সমমনা দল আব্দুল লতিফ সিদ্দিকীর ফাঁসির দাবীতে আগামী ২৬ অক্টোবর হরতাল আহবান করেছে৷ এতে দেশের মানুষ অবাক হয়েছে৷তিনি বলেন, পবিত্র হজ নিয়ে মনত্মব্য করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভা এবং আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্যের পদ থেকে আব্দুল লতিফ সিদ্দিকীকে অপসারণ করেছেন৷
তিনি বলেন, আওয়ামী লীগ থেকে তাকে কেন স্থায়ীভাবে বহিস্কার করা হবে না তার কারণ জানতে চেয়ে তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে৷ এ ব্যাপারে আগামীকাল আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির বৈঠকে সিদ্ধানত্ম নেয়া হবে৷ এ পরিস’িতিতে লতিফ সিদ্দিকীর ফাঁসি চেয়ে হরতাল আহবান করা সত্যিই হাস্যকর৷কামরুল বলেন, এ হরতালের পেছনে আসলে কল-কাঠি নাড়ছে বিএনপি৷ কারণ সেদিন বেগম খালেদা জিয়ার দুর্নীতির মামলার হাজিরার দিন ৷ সেদিন যাতে তার হাজিরা দিতে না হয়, সেজন্য বিএনপি কয়েকটি সমমনা ইসলামী দলকে দিয়ে হরতাল আহবান করিয়েছে৷ তিনি বলেন, এ হরতাল পাতানো ও সাজানো হরতাল৷কামরুল ইসলাম বলেন, বিএনপি-জামায়াত দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে মেনে নিতে পারে নি৷ তাই তারা আবার দেশকে গত ৫ জানুয়ারির আগের মতো বিভীষিকাময় পরিস’িতিতে নিয়ে যাওয়ার পাঁয়তারা৷
তিনি বলেন, বিএনপি জামায়াতের এ ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে সচেতন থাকতে হবে৷ ২০১৯ সালের আগে দেশে কোন জাতীয় নির্বাচন হবে না এবং এজন্য কোন সংলাপেরও প্রয়োজন নেই মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, সরকারের বিরম্নদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে কয়েকটি সমমনা ইসলামী দলকে দিয়ে বিএনপি ২৬ অক্টোবর হরতাল আহবান করিয়েছে৷ যাতে বেগম জিয়াকে ওই দিন তার দুর্নীতির মামলার হাজিরা দিতে আদালতে যেতে না হয়৷তিনি বলেন, দেশের মানুষের জান-মাল রক্ষার স্বার্থে কোন ধরনের নাশকতা বরদাসত্ম করা হবে না৷ হরতালের নামে কোন ধরনের নাশকতা করার চেষ্টা করলে তাদের সমুচিত জবাব দেয়া হবে৷তিনি আরো বলেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রতিটি নেতা-কর্মী ২৬ অক্টোবর সকাল থেকে রাজপথে থাকবে৷