Anisul Haque

দৈনিকবার্তা-ঢাকা,২৩অক্টোবর: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, আইনগত প্রতিকার ও সমস্যা লাঘব করতে সঠিক তথ্যপ্রাপ্তি নিশ্চিত করতে হবে৷তিনি বৃহস্পতিবার রাজধানীর শ্রমভবনে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা আয়োজিত প্রবাসী বাংলাদেশীদের জন্য সরকারি আইনী তথ্যসেবা কার্যক্রম উদ্বোধনকালে এ কথা বলেন৷

আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক সৈয়দ আমিনুল ইসলাম, ইউএনডিপি’র চিফ টেকনিক্যাল এডভাইজার ক্রিস্টিয়া এ্যালডন উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন৷মন্ত্রী বলেন, আইনগত সহায়তা বা প্রতিকার পাওয়ার পূর্ববর্তী ধাপ হলো সঠিক তথ্য সংগ্রহ৷ সঠিক তথ্য মানুষকে সঠিক পথে নিয়ে যায়৷ তথ্য মানুষকে সঠিক পথ পদ্ধতি বলে দিতে পারে৷ তথ্যের উপর নির্ভর করে মানুষ পরবর্তী করণীয় সম্পর্কে সিদ্ধানত্ম নেয়৷তিনি বলেন, দেশের প্রায় ৮০ লাখ মানুষ প্রবাসে জীবন-যাপন করছেন৷ তারা প্রতিবছর ১৪.১ বিলিয়ন ডলারের বেশি রেমিটেন্স দেশে পাঠান৷ অথচ প্রবাসীদের বড় অংশই নিরৰর বা স্বল্পঅক্ষর জ্ঞান সম্পন্ন৷ আইনগত সচেতনতাতো দূরের কথা, নিজেদের স্বার্থ সংশিস্নষ্ট বিষয়েও তারা সচেতন নন৷ এ কারণে অধিকাংশ সময়ই তারা আইনগত তথ্যপ্রাপ্তি ও সেবা থেকে বঞ্চিত হন৷

আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের অভিবাসীরা কার্যত যেসব সমস্যার সম্মুখীন হচ্ছেন তার অধিকাংশই সংশিস্নষ্ট দেশের আইনে অথবা বাংলাদেশের আইনে প্রতিকারযোগ্য৷ কিন্তু অধিকাংশ অভিবাসী এসব আইনকানুন সম্পর্কে জানেন না৷ আবার কেউ জানলেও প্রতিকারের জন্য কোথায় কীভাবে আইনগত আশ্রয় চাইতে হবে- তা বুঝতে পারেন না৷তিনি বলেন, পরিবারের একমাত্র উপার্জনৰম ব্যক্তিকে প্রবাসে থাকার কারণে দেশে তাদের পরিবারের সদস্যরা অসহায় এবং অভিভাবকহীন হয়ে পড়েন৷ পারিবারিক বিষয়ে বা সম্পত্তির জটিলতা বা দুর্ভোগের সম্মুখীন হওয়া সত্ত্বেও প্রবাসীদের পরিবার আইনগত তথ্য ও পরামর্শের অভাবে কাঙ্খিত প্রতিকারের জন্য আইনের আশ্রয় নিতে পারেন না৷ দেশের ৬৪ জেলায় স্থাপিত অফিস থেকে যে আইনগত সহায়তা ও পরামর্শ দেয়া হয়- তা তারা অনেকেই জানেন না৷ অথচ একটি আইনগত তথ্য বা পরামর্শ বহু সমস্যা সমাধানের পথ খুলে দিতে পারে৷

আনিসুল হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসীদের সমস্যাগুলো গুরুত্বসহ অনুধাবন করার কারণে এবং প্রবাসীদের সহজ সেবা প্রদানের আনত্মরিকতার ফসলই এই তথ্যসেবা কার্যক্রম৷তিনি বলেন, তথ্যসেবা কার্যক্রমে শুধু আইনগতই সেবাই দেয়া হবে না, ইনভেস্টমেন্ট পলিসিসহ যাবতীয় সেবা ও তথ্য যাতে এক জায়গা থেকে দেয়া যায়- তারও ব্যবস্থা করা হয়েছে৷ ইউএনডিপি’র জাস্টিজ সেক্টর ফ্যাসিলিটি প্রকল্পের সহযোগিতায় এজন্য একটি হটলাইন সার্ভিস চালু করা হচ্ছে৷তিনি বলেন, প্রবাসীদের কল্যাণে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ কাজ করছে৷ সরকারের বিভিন্ন বিভাগ ও মন্ত্রণালয়ের সাথে সমন্বয়ের মাধ্যমে এই হটলাইন সার্ভিসকে এগিয়ে নিয়ে যেতে হবে৷

মন্ত্রী বলেন, যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে সরকারি-বেসরকারি সকল সেবাধর্মী এজেন্সি প্রবাসীদের কল্যাণে এগিয়ে আসতে পারে৷পরে তিনি প্রবাসীদের তথ্যসেবা প্রদানে একটি হটলাইন সার্ভিস উদ্বোধন করেন৷ হটলাইন নম্বর হলো-০১৭৯৯-০৯০০১১ ও ০১৭৯৯-০৯০০২২৷