Mofazzal Hosain Maya

দৈনিকবার্তা-ঢাকা, ২২অক্টোবর: ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপি বলেছেন, দেশের মানুষের স্বার্থবিরোধী হরতাল দিয়ে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া দুর্নীতির মামলা থেকে রেহাই পাবেন না৷
তিনি বলেন, বিএনপি নেত্রী বেগম জিয়া ও তার দু’পুত্রকে দুর্নীতির মামলা থেকে রক্ষা এবং দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করার তাদের হরতালে দেশের মানুষ সাড়া দেবে না৷তিনি বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে সম্মিলিত আওয়ামী সমর্থক জোটের উদ্যোগে জামাত-বিএনপির গণতন্ত্র বিরোধী ষড়যন্ত্র ও মিথ্যাচারের প্রতিবাদে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন৷

জোটের চেয়ারম্যান ও ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল হক সবুজের সভাপতিতে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ড. আবদুস সোবহান গোলাপ৷এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শহীদুল ইসলাম মিলন, উপ-দপ্তর সম্পাদক মো. জামাল উদ্দিন ও জোটের বিভিন্ন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ৷

মায়া বলেন, গত জাতীয় সংসদ নির্বাচন বানচালের উদ্দেশ্যে হরতাল ও অবরোধের নামে বিএনপি-জামাত নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছিল৷ কিন্তু তারা নির্বাচন বানচাল করতে পারে নি৷ বরং নির্বাচনের পর যেমন সকল অস্থিতিশীলতা দূর হয়েছে তেমনি দেশ উন্নয়নের দিকে দ্রম্নত এগিয়ে যাচ্ছে৷মায়া বলেন, যারা বর্তমান সংসদকে অবৈধ উল্লেখ করে ষড়যন্ত্র শুরু করেছিল জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী সিপিএ এবং সাবের হোসেন চৌধুরী এমপি আইপিইউ’র চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তারা তার জবাব পেয়েছেন৷তিনি আরো বলেন, আওয়ামী লীগ ইতিহাস সৃষ্টি করে আর বিএনপি সে ইতিহাস ধ্বংস করে৷ আর ইতিহাস ধ্বংসের নেত্রী হলেন বেগম খালেদা জিয়া৷