timthumb.php

দৈনিকবার্তা-ঢাকা, ২২অক্টোবর: বেঁধে দেওয়া সময়ে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার না হওয়ায় রোববার সারাদেশে হরতাল পালনের ঘোষণা দিয়েছে সম্মিলিত ইসলামী দলসমূহ৷ মন্ত্রিসভা থেকে সদ্য অপসারিত লতিফ সিদ্দিকী গ্রেফতার না হওয়ায় ২৬ অক্টোবর রোববার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় সম্মিলিত ইসলামী দল৷বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব মাওলানা জাফরুল্লাহ খান এ ঘোষণা দেন৷ তিনি বলেন, গত ১৬ অক্টোবরই আমরা ঘোষণা দিয়েছিলাম ২২ তারিখের মধ্যে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার না হলে ২৬ অক্টোবর সারাদেশে হরতাল পালন করবো৷ সরকার ব্যর্থ হয়েছে৷ তাই আমাদের পূর্বঘোষণা অনুযায়ী রোববার সকাল-সন্ধ্যা হরতাল হবে৷

গত ২৮সেপ্টেম্বর নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে লতিফ সিদ্দিকী বলেন, তিনি হজ ও তাবলিগ জামাতের ঘোর বিরোধী৷এতে শ্রমশক্তি ও অর্থের অপচয় হয়৷তার ওই বক্তব্য ফেইসবুকসহ সামাজিক যোগাযোগের মাইক্রোব্লগগুলোতে আলোচনার ঝড় তোলে৷ বিএনপি ও হেফাজতে ইসলামসহ কয়েকটি রাজনৈতিক ও ধর্মভিত্তিক সংগঠন এ নিয়ে আন্দোলনে নামার হুমকিও দেয়৷

এরই মধ্যে বিভিন্ন জেলায় ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ তুলে তার বিরুদ্ধে মামলা হয়েছে কয়েক ডজন৷ কয়েকটি মামলায় ইতোমধ্যে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে৷কয়েকটি ইসলামী দলের হুমকির মধ্যেই গত ১২ অক্টোবর লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে অপসারণের প্রজ্ঞাপন জারি ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী থেকে অব্যাহতি দেওয়া হয়৷বর্তমানে তিনি ভারতের কলকাতায় অবস্থান করছেন বলে গণমাধ্যমে খবর এসেছে৷

তিনি বলেন, আব্দুল লতিফ সিদ্দিকী হজ,ইসলাম ও তাবলীগ জামাত নিয়ে ধৃষ্টতাপূর্ণ বক্তব্য দিয়ে জনমনে ক্ষোভের সৃষ্টি করেছেন৷এ ঘটনায় তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরকারকে বারবার আল্টিমেটাম দেওয়া হয়েছে৷ কিন্তু সরকার কোনো পদক্ষেপ নেয়নি৷২২ অক্টোবর পর্যন্ত সর্বশেষ আল্টিমেটাম ছিলো জানিয়ে জাফরুল্লাহ খান বলেন, লতিফ সিদ্দিকীকে গ্রেফতার ও দেশে ফিরিয়ে আনার জন্য বারবার আল্টিমেটাম দিলেও সরকার কোনো পদক্ষেপ নেয়নি৷ তাই ঈমান রক্ষার তাগিদে ২৬ অক্টোবর রোববার দেশবাসীকে সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণ হরতাল পালনের আহ্বান জানাচ্ছি৷

একজন মুসলমান হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও ওই হরতালে সমর্থন দেওয়া উচিত্‍ বলে মনে করেন তিনি৷সরকারকে হুঁশিয়ারি দিয়ে সংগঠনের মহাসচিব জাফরুল্লাহ খান বলেন, রোববারের হরতালে কোনো ধরনের বাধা দিলে লাগাতার কর্মসূচি দেওয়া হবে৷

এর আগে লতিফ সিদ্দিকীর দৃষ্টান্তমূলক শাস্তি ও ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার দাবিতে ১৫ অক্টোবর পর্যন্ত আল্টিমেটাম দেয় সম্মিলিত ইসলামী দল৷ওই সময়ে গ্রেফতার না হওয়ায় ফের ২২ অক্টোবর পর্যন্ত আল্টিমেটাম দিয়ে ২৬ অক্টোবর হরতালের হুমকি দেয় সংগঠনটি৷সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ওলামা মাশায়েখ পরিষদের যুগ্ম মহাসচিব মাওলানা খলিলুর রহমান মাদানী, ইসলামী পার্টির সভাপতি আব্দুল মোবিন, মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের, শর্শিনার ছোট পীর মাওলানা আরিফ সিদ্দীকী প্রমুখ উপস্থিত ছিলেন৷