Ershad

দৈনিকবার্তা-ঢাকা, ২২অক্টোবর: জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন,যেমন বঙ্গবন্ধুর কারণে বাংলাদেশের পরিচয়,তেমনি একজন শেখ হাসিনার কারণে বাংলাদেশের গণতন্ত্রের পরিচয়৷কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ) এবং ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ)প্রেসিডেন্ট নির্বাচনে বাংলাদেশের দুই প্রার্থী নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীকে পাঠানো অভিনন্দন বার্তায় এ কথা বলেন এরশাদ৷ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এবং সাবের েেহাসেন চৌধুরী এমপি ওই দুটি নির্বাচনে বিজয়ী হন৷

অভিনন্দনবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন এরশাদ৷ তিনি লিখেছেন, এই বিজয় শুধু আমাদের দুজন প্রার্থীরই বিজয় নয়, এই বিজয় আপনার মতো একজন সুদক্ষ-দৃঢ়চেতা-সাহসী এবং সত্‍ রাষ্ট্রনায়কের আন্তর্জাতিক ক্ষেত্রে গগনচুম্বী ভাবমূর্তিরই বিজয়৷ এই বিজয় বাংলাদেশের গণতন্ত্রের বিজয়৷

এরশাদ চিঠিতে আরও লেখেন, আইপিইউর প্রেসিডেন্ট নির্বাচনে কে প্রার্থী হলেন, সেটা বড় বিষয় ছিল না৷ তিনি বাংলাদেশের পার্লামেন্টের একজন মাননীয় সংসদ সদস্য, যে পার্লামেন্টের নেতা শেখ হাসিনা এবং তাঁর মনোনীত প্রার্থী হওয়াটাই ছিল বড় বিষয়৷ সেই নির্বাচনে বিশ্বের ১৬৯টি সংসদীয় গণতান্ত্রিক দেশ- বাংলাদেশের গণতন্ত্রের প্রতি আস্থা নিয়ে আপনার প্রার্থীকে ভোট দিয়েছে এবং বিজয়ী করেছে৷

আইপিইউ প্রতিষ্ঠার ১২৫ বছর পর প্রধানমন্ত্রীর কূটনৈতিক সাফল্যের জন্য বাংলাদেশ এই মর্যাদাকর পদটি পেয়েছে এবং দেশবাসী তা চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে বলেও উল্লেখ করেন এরশাদ৷