দৈনিকবার্তা-ঢাকা,২১অক্টোবর: বিশ্বে প্রতি পাঁচ মিনিটে সহিংসতার কারণে একটি শিশু নিহত হয় বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল ইউনিসেফ৷যুদ্ধ এলাকার বাইরেই বেশিরভাগ শিশু নিহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে সাহায্য সংস্থাটি৷
শিশুদের সব ধরনের লাঞ্ছনা ২০৩০ সালের মধ্যে বন্ধ করার নতুন লক্ষ্যও সংস্থাটি নির্ধারণ করেছে বলে মঙ্গলবার জানিয়েছে বিবিসি৷জাতিসংঘের এই সংস্থাটির যুক্তরাজ্য শাখা জানিয়েছে, শিশুরা বিপদে প্রচারণা শুরু উপলক্ষে তারা ‘চিলড্রেন ইন ডেঞ্জার : অ্যাক্ট টু এন্ড ভায়োলেন্স এগেনস্ট চিল্ড্রেন শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে৷
প্রতিবেদনে জানানো হয়েছে, বিশ্বব্যাপী ২০ বছরের কম বয়সী লাখ লাখ শিশু বাসায়, স্কুলে এবং সমপ্রদায়ের মধ্যে নিরাপত্তাহীনতায় ভোগে৷এসবের জন্য দ্রুত নগরায়ন, তরুণ বেকারত্ব এবং বিশ্বব্যাপী ক্রমবর্ধমান অসাম্যকে দায়ী করে এগুলো বৃহত্তর হুমকি তৈরি করছে বলে প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে৷বিশ্বব্যাপী সরকারগুলো পদক্ষেপ গ্রহণ না করলে আগামী বছর নাগাদ প্রতিদিন ২০ বছরের কম বয়সী ৩৪৫ জন শিশু সহিংসতায় মারা যাবে বলে প্রতিবেদনে সতর্ক করা হয়েছে৷
প্রতিবেদনে বিভিন্ন নথিরভিত্তিতে বলা হয়েছে, সহিংসতার শিকার শিশুদের মস্তিষ্কে লড়াই থেকে ফিরে আসা সেনাদের মস্তিষ্কের মতো একই ধরনের টানাপড়েন তৈরি হয়৷ এসব পরিস্থিতির শিকার শিশুদের ৩০ শতাংশের মধ্যে দীর্ঘমেয়াদী আঘাতপরবর্তী চাপজনিত বৈকল্য তৈরি হয়৷দারিদ্র্যের মধ্যে বসবাসকারী শিশুরাই সহিংসতার শিকার হয় বেশি৷ যুক্তরাজ্যের তুলনায় ল্যাটিন আমেরিকার কিশোর বালকদের খুন হওয়ার সম্ভাবনা ৭০ ভাগ বেশি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে৷