দৈনিকবার্তা-ঢাকা, ২১অক্টোবর:খাদ্যমন্ত্রী এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট কামরুল ইসলাম এম পি বলেছেন, জাতীয় সংসদেও স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরী কমনওয়েলথ পার্লামেন্টারী এসোসিয়েশন (সিপিএ)’র এবং সাবের হোসেন চৌধুরী ইন্টার পার্লামেন্টারী ইউনিয়ন(আইপিইউ)’র সভাপতি নির্বাচিত হওয়ায় বিএনপির অপচেষ্টা ব্যর্থ হয়েছে৷
তিনি বলেন, বিএনপি যখন আনত্মর্জাতিকভাবে ষড়যন্ত্রের মাধ্যমে লবিং করে বর্তমান সরকারের বিপক্ষে অবস্থান নেয়ার চেষ্টা করছে তখন বিপুল ভোটের ব্যবধানে আনত্মর্জাতিক সংগঠন সিপিএ এবং আইপিইউ জাতীয় সংসদের দু’জন সদস্যকে তাদের সভাপতি নির্বাচিত করেছে৷
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম দাবি করেছেন, আন্তর্জাতিক বিশ্ব বিএনপির গালে চপেটাঘাত করে বলে দিয়েছে এই সরকার ও পার্লামেন্ট বৈধ৷ তিনি মঙ্গলবারসকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জনতার প্রত্যাশা নামের একটি সংগঠনের উদ্যোগে ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সফল নেতৃত্ব শ্রেষ্ঠ ও জাতির কল্যাণ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন৷
সংগঠনের সভাপতি এম এ করিমের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমূখ৷
কামরুল বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া বিদেশে লবিষ্ট নিয়োগের মাধ্যমে বর্তমান সরকারের বিরুদ্ধে অবস্থান নেয়ার বহু চেষ্ঠা করেছেন৷ তার সকল চেষ্টা ব্যর্থ হয়েছে৷এ পার্লামেন্ট বৈধ৷ আনর্্তজাতিক বিশ্ব বলে দিয়েছে, এই পার্লামেন্ট ও সরকার নিয়ে কথা বলার আর অধিকার আপনাদের (বিএনপি) নেই৷ নির্বাচন হবে ২০১৯ সালে৷ সেই পর্যন্তই অপেক্ষা করেন৷তিনি বলেন, বর্তমান সরকার তার নির্ধারিত সময় পর্যনত্ম ক্ষমতায় থাকবে৷ তারপর দেশের সংবিধান অনুযায়ী নির্বাচন হবে৷কামরুল বলেন, আগামী ৫ বছর বিএনপি তার কর্মীদের ক্ষোভের অনলে পুড়বে৷ তাই তারা আর আন্দোলন করার সময় ও সুযোগ পাবে না৷
তিনি আরো বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার আন্দোলনের চিনত্মা বাদ দিয়ে তাদেও দলছুট নেতা-কর্মীদের কিভাবে তার দলে রাখতে পারেন তার দিকে তার নজর দেয়া উচিত৷