দৈনিকবার্তা-বরগুনা,২১অক্টোবর: বরগুনা সদর উপজেলার আমতলী গ্রাম থেকে মঙ্গলবার সকাল ১০টায় অভিযান চালিয়ে আটটি হরিণের চামড়াসহ উদ্ধার করেছে র্যাব-৮ সদস্যরা৷ এসময় চারজনকে আটক করা হয়৷আটককৃতরা হলেন নাসির (৪২), আইনুল (৪০), কামরম্নল (৩০) ও এনামুল (৩৩)৷
র্যাবের পটুয়াখালী ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার মো. ফয়জুল ইসলাম মন্ডল জানান, আটককৃত নাসির হরিণ শিকার চক্রের একটি বড় চক্র পরিচলনা করে আসছিল৷ নাসিরের কাছ থেকে র্যাবের সাদা পোশাকের টিম হরিণের চামড়া কেনা বেচার পরিকল্পনা করে৷ এরপর র্যাব সদস্যদেরকে নাসির তার গ্রামের বাড়ি পাথরঘাটায় চামড়া নেয়ার জন্য আসতে বলে৷ পরে র্যাব সদস্যরা পাথরঘাটায় যেতে রাজী না হওয়ায় মঙ্গলবার তাদেরকে বরগুনার সদর ইউনিয়নের আমতলী গ্রামের একটি বাড়িতে আসতে বলে৷ নাসিরের কথামত র্যাব সেখানে গেলে তাদেরকে আটটি চামড়া বের করে দেয়৷ এসময় র্যাব তাদেরকে আটক করে৷ আটককৃত নাসিরের বাড়ি পাথরঘাটা এবং অন্য সকলের বাড়ি বরগুনার আমতলী গ্রামে এবং তারা সবাই হরিণ শিকারী চক্রের সদস্য৷