image_102993_0

দৈনিকবার্তা-ফেনী, ২১অক্টোবর: ফেনীতে ৩ হাজার লিটার সয়াবিন তেলসহ ৫ লাখ টাকার মালামাল জব্দ করেছে র্যাপিড একশন ব্যাটেলিয়ান র্যাব৷ গতকাল মঙ্গলবার বিকালে এ ঘটনায় জড়িত থাকার আভিযোগে ৪জনকে ১০ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত৷

সংশ্লিষ্ট সূত্র মতে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার বিকালে শহরের তাকিয়া সড়কে অভিযান চালায় র্যাব৷ এসময় ৩ হাজার লিটার ভেজাল সয়াবিন তেল, ৫০ হাজার পিস চানাচুর ও ২০ হাজার খালি তেলের জারসহ প্রায় ৫০ লাখ টাকার মালামাল জব্দ করা হয়৷ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রভাতী সয়াবিনের কর্মচারী সানাউল হকের ছেলে ইমাম মোর্শেদ, দ্বীন মোহাম্মদের ছেলে ফরহাদ ও নুর ফুডসের ম্যানেজার আলী আহাম্মদের ছেলে বেলায়েত হোসেন, মেশিন অপারেটর সৈয়দ আহম্মদের ছেলে বাবলুকে আটক করা হয়৷ পরে তাদের ভ্রাম্যমান আদালতে হজির করা হলে বিচারক তাদের প্রত্যেকের ১০ হাজার টাকা করে জরিমানা করে৷

ফেনীস্থ র্যাব-৭ এর এএসপি জসিম উদ্দিন ৫ লাখ টাকার মালামার জদ্ধ করার সত্যতা নিশ্চিত করেছেন৷ভ্রাম্যমান আদলতের বিচারক ও জেলা প্রশাসনের সহকারী কমিমনার শরীফুল আলম তানভীর ৪ ভেজাল পণ্য ব্যবসায়ীকে জরিমানার তথ্য নিশ্চিত করেন৷