ebc602018f705c52dcfbae6c82cd4ab2-4

দৈনিকবার্তা-ঢাকা,২১অক্টোবর: ইসলামিক স্টেট জঙ্গিদের উত্থানে সৃষ্ট সংকট নিয়ে আলোচনা করতে ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি সোমবার রাতে তেহরানে পেঁৗছেছেন৷ দায়িত্ব গ্রহনের পর ইরানে এটি তার প্রথম সফর৷

ইরাকের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, আইএসের সাথে চলতি যুদ্ধের ব্যাপারে প্রেসিডেন্ট হাসান রম্নহানিসহ তেহরানের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য মধ্যরাতের সামান্য আগে আবাদি তেহরানে পেঁৗছান৷আইএস যোদ্ধারা ইরানের সীমানত্মের মাত্র কয়েক মাইল দূরে অবস্থিত শহর দখল করে নিয়েছে৷ উচ্চ পর্যায়ের কুর্দি কর্মকর্তারা ইরাকের অভ্যনত্মরে সৈন্য মোতায়েনের কথা ইরানকে অবহিত করেছে৷

ইরাকের প্রধানমন্ত্রী নুরি আল-মালিকি গত আগস্টে ক্ষমতা থেকে চলে যাওয়ার পর আবাদির এ সফর সকল দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ৷সিরিয়া থেকে ইরাকে আইএস যোদ্ধাদের দ্রম্নত উত্থান ঠেকাতে মালিকির সশস্ত্র বাহিনী ব্যর্থ হওয়ায় প্রধানমন্ত্রী হিসেবে ইরান প্রকাশ্যে আবাদির প্রার্থীতার প্রতি সমর্থন জানায় ৷ এরপর মালিকি তার পদ থেকে সরে দাঁড়ান৷

আবাদির ইরান সফরের সময়সূচি আগে প্রকাশ না করা হলেও সেখানে তার এ সফর মাত্র একদিনের বলে ধারণা করা হচ্ছে৷এ সংকটে ইরান বাগদাদ সরকারকে জোরালো সমর্থন জানিয়েছে এবং ইরাকের উত্তরাঞ্চলে আইএস জঙ্গিদের বিরম্নদ্ধে লড়াইয়ে কুর্দিদের কাছে অস্ত্র পাঠানো প্রথম দেশ হচ্ছে ইরান৷
ইরানের এলিট কুদস বাহিনীর প্রধান মেজর জেনারেল কাশেম সুলাইমানি ইরাকে রয়েছেন৷ সেখানে তিনি সামরিক অভিযান সমন্বয়ে গুরম্নত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন বলে ধারণা করা হচ্ছে৷

উলেস্নখ্য, ২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনে সুনি্ন এক নায়ক সাদ্দাম হোসেন উত্‍খাত হওয়ার পর শিয়া প্রতিবেশী দেশ হিসেবে ইরান ও ইরাকের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রয়েছে৷