7_17800

দৈনিকবার্তা-গোপালগঞ্জ,২০অক্টোবর: গোপালগঞ্জে শুরু হওয়া আরএমএম গ্রুপ ২৭তম জাতীয় সাঁতার প্রতিযোগিতায় ২০০ মিটার ফ্রি স্টাইল প্রতিযোগিতায় নতুন রেকর্ড গড়েছেন বাংলাদেশ নৌ-বাহিনীর মাহফুজুর রহমান সাগর৷ ২০০ মিটারে নতুন রেকর্ড গড়তে তিনি সময় নেন১মিনিট ৬৯ সেকেন্ড৷

সোমবার সকালে গোপালগঞ্জের সুইমিং পুল ও জিমনেসিয়াম কমপ্লেঙ্ েশুরু হওয়া জাতীয় সাঁতার প্রতিযোগিতায় তিনি নতুন এ জাতীয় রেকর্ড গড়ে তার নিজের গড়া আগের ২মিনিটের রেকর্ড ভেঙ্গে ফেলেন৷

satar

গোপালগঞ্জে প্রথমবারের মত শুরু হওয়া জাতীয় সাঁতার প্রতিযোগিতায় আজ ২০০মিটার ফ্রি স্টাইল ছাড়াও ২০০মিটার বাটারফ্লাই ইভেন্টে মহিলাদের মধ্যে নৌ-বাহিনীর সোনিয়া আক্তার টুম্পা এবং ২০০ মিটার বাটারফ্লাই পুরুষ ইভেন্টে সেনাবাহিনীর জুয়েল আহমেদ জয়ী হন৷জাতীয় এ সাঁতার প্রতিযোগিতায় ৪২টি ইভেন্টে ৫৯টি টিমের মোট ৫১৭জন প্রতিযোগী অংশ নিচ্ছে৷ এ প্রতিযোগিতা চলবে এ মাসের ২৩ তারিখ পর্যনত্ম৷