bangir_ahmod_dmp_commission36351

দৈনিকবার্তা-গোপালগঞ্জ,২০অক্টোবর: ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ শিক্ষাথর্ীদের আধুনিক বিজ্ঞানের সাথে খাপ খাইয়ে এগিয়ে গিয়ে দেশ ও দশের সেবা করার আহবান জানিয়েছে বলেছেন, আমরা যে সেখানে আছি যে অবস্থায় আছি সেখান থেকে দেশ গড়ার সংগ্রামে এগিয়ে আসতে হবে৷ বর্তমান সময়ে শুধুমাত্র বিএ এমএ ডিগ্রি থাকলেও কম্পিউটারে দক্ষতা না থাকলে প্রতিযোগিতা থেকে শিক্ষার্থীরা পিছিয়ে পড়বে বলেও তিনি মনত্মব্য করেন৷

সোমবার দুপুরে গোপালগঞ্জের এসএম মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাবের উদ্বোধনীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷

তিনি আরো বলেন, আগামী প্রজন্ম মাথা উচু করে বিশ্ব মানচিত্রে বাংলাদেশের অবস্থান জানান দিতে পারবে৷ তোমাদের আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে হবে৷ এজন্য সকলকে টেকনোলজি বিষয়ে জানতে হ্েব৷ তথ্য প্রযুক্তির সাথে সখ্যতা থাকলে শিক্ষার্থীরা মাদক থেকেও দূরে থাকবে যা তরুন সমাজকে মাদকের গ্রাস থেকে মুক্ত রাখতে সহায়ক হবে৷ পাশাপাশি পর্যায়ক্রমে গোপালগঞ্জের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব চালু করার আশাবাদ ব্যক্ত করেন তিনি৷

এর আগে এসএম মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের স্কুল প্রাঙ্গনে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে কম্পিউটার ল্যাবের উদ্বোধন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বেনজীর আহমেদ৷ এসময় গোপালগঞ্জের জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্টান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান আলী রেজা ইফতেখার, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্যা মোঃ আবু কাওছার, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান উপস্থিত ছিলেন৷ ইষ্টার্ন ব্যাংক লিমিটেডের আর্থিক সহায়তায় ১৫ টি কম্পিউটার দিয়ে এ ল্যাবের যাত্রা শুরু হয়েছে৷ পরবতর্ীতে আরো ১৫ টি কম্পিউটার দিয়ে একটি পরিপূর্ন ল্যাব তৈরী করা হবে৷