indexb

দৈনিকবার্তা-ঢাকা,২০অক্টোবর: ইবোলা ভাইরাস প্রতিরোধেদেশের সব আন্তর্জাতিক বিমানবন্দর, স্থলবন্দর ও সীমান্ত এলাকায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে হাই কোর্টের একটি বেঞ্চ৷একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি নাঈমা হায়দার ও জাহাঙ্গীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ সোমবার এই আদেশ দেয়৷

এছাড়া ইবোলা ভাইরাসের সংক্রমণ রোধে বিমানবন্দরসহ দেশের সব বন্দরে কার্যকর পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চেয়ে একটি রুলও জারি করেছে আদালত৷সুপ্রিম কোর্টের আইনজীবী মো.ইউনুছ আলী আকন্দ গত বৃহস্পতিবার এই রিট আবেদন আদালতে জমা দেন৷ সোমবার তিনি নিজেই আদালতে শুনানি করেন৷ রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান৷

আদেশের পরে ইউনুছ আলী বলেন, আদালত অন্তবর্তীকালীন আদেশ ছাড়াও রুল জারি করেছে৷এছাড়া ইবোলা ছড়িয়ে পড়া দেশগুলোসহ জাতিসংঘকে সরকারের পক্ষ থেকে মানবিক সহায়তা দেয়ার নির্দেশ ওেকন দেওয়া হবে না- তাও জানতে চেয়েছে হাইকোর্ট৷

আগামী চার সপ্তাহের মধ্যে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের সচিব,স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য সচিবসহ ছয়জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে৷এয়ারপোর্ট, সমুদ্রবন্দর, সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় মরণঘাতী ইবোলা ভাইরাসে আক্রান্তদের সনাক্ত করার নির্দেশ দিয়েছেন আদালত৷

indexm

বিশ্বের বিভিন্ন দেশে এবোলা সংক্রমণে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি হওয়ায় এ ভাইরাসে আক্রান্ত ব্যক্তিরা বাংলাদেশে প্রবেশ করে স্বাস্থ্য ঝুঁকি বৃদ্ধি করতে পারে এই মর্মে বিভিন্ন মিডিয়ায় প্রতিবেদন প্রকাশিত হয়৷সেই প্রতিবেদন দেখে মানবাধিরকার সংগঠন এইচআরপিবি’র পক্ষে জনস্বার্থে এ রিট আবেদন করার হয়৷ইবোলা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশ করার সময় তাদের যথাযথ পরীক্ষা ও বিশেষায়িত হাসপাতালে চিকিত্‍সার ব্যবস্থা গ্রহণের নিদের্শনাও চাওয়া হয়েছিল রিটে৷

দেশের সবএয়ারপোর্ট,সমুদ্রবন্দর,সীমান্ত এলাকায় যেন এবোলা ভাইরাসের ব্যাপারে কার্যকারী পর্যবেক্ষণ ও প্রতিরোধমূলুক ব্যবস্থা নেয়া হয়,সে বিষয়েও নির্দেশনা চাওয়া হয়৷ এছাড়া ইতোমধ্যে আফ্রিকা থেকে আগত ৫ বাংলাদেশির স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে কি-না রিটে তা জানতে চাওয়া হয়৷