দৈনিকবার্তা-ঢাকা,১৯অক্টোবর: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে এবং দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে একটি নালিশি মামলা করা হয়েছে৷ রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মশিউর মালেক বাদী হয়ে এ মামলা করেন৷ মামলা তদন্ত করতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) নির্দেশ দিয়েছেন আদালত৷ রোববার (১৯ অক্টোবর) দুপুরে গোয়েন্দা পুলিশের ডিসিকে এ নির্দেশ দেন ১৯ নম্বর সিএমএম আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত৷
মামলার ঘটনাটি তদন্ত করে আগামী ২৬ অক্টোবরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আদেশ দেন আদালত৷ সরকারের অনুমোদন সাপেক্ষে সহকারী কমিশনারের (এসি) নিচে নয় এমন কর্মকর্তাকে দিয়ে তদন্ত করাতে হবে বলেও আদেশে বলা হয়৷
ঢাকার সিএমএম আদালতে সকালে এ মামলাটি দায়ের করেন ফাউন্ডেশনের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মালেক ওরফে মশিউর মালেক৷ বেলা সোয়া এগারটার দিকে মামলাটির শুনানি শেষ হলেও দুপুরে আদেশ দেন আদালত৷মামলার বাদী মশিউর মালেক জানান, দণ্ডবিধির ১২৩ (ক) ধারায় রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে এ মামলাটি দায়ের করেছেন তিনি৷
এর আগে তারেক রহমানের বিরুদ্ধে মামলা করতে গত মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠান মশিউর মালেক৷ বাংলাদেশ সরকারের পক্ষে স্বরাষ্ট্র সচিব ও পুলিশের আইজি বরাবর রেজিস্ট্রি ডাকযোগে এ লিগ্যাল নোটিশ পাঠান তিনি৷লিগ্যাল নোটিশ প্রাপ্তির তিন দিনের মধ্যে তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করে তাকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতার করে বিচারের সম্মুখীন করার উদ্যোগ নিতে বলা হয়৷ অন্যথায় এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়৷
নোটিশে বলা হয়েছে, গত ২৯ সেপ্টেম্বর লন্ডনের ইয়র্ক হলের এক সভায় জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে বক্তব্য প্রদান করেন তারেক রহমান, যা মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত৷
এছাড়া বঙ্গবন্ধুর নামেও কটূক্তি করেন তারেক রহমান৷ বঙ্গবন্ধুকে পাকবন্ধু বলা রাষ্ট্রের স্বাধীনতা এবং স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে বিকৃত করার শামিল বলে লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়৷আর এসব কারণেই তারেক রহমানের বিরুদ্ধে মামলা করার লিগ্যাল নোটিশ পাঠানো হয়৷তিন দিন পার হওয়ার পরে সরকার ব্যবস্থা না নেওয়ায় নিজেই বাদী হয়ে মামলাটি দায়ের করলেন তিনি- জানান মশিউর মালেক৷বাদীপক্ষের আইনজীবী আইয়ূবুর রহমান বলেন, মহানগর হাকিম আসাদুজ্জামান নূর বাদীর জবানবন্দি শোনেন৷
পরে বিচারক অভিযোগটি সরাসরি আমলে না নিয়ে গোয়েন্দা পুলিশের পরিদর্শক পদমর্যাদার একজন কর্মকর্তার মাধ্যমে অভিযোগ তদন্ত করে ২৬ অক্টোবরের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলেছেন৷
তারেক রহমান গত ২৯ সেপ্টেম্বর লন্ডনে এক অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘পাকবন্ধু’ বলেন বলে অভিযোগে বলা হয়েছে৷এছাড়া বঙ্গবন্ধু ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে জয় বাংলার পর জয় পাকিস্তান বলেছিলেন বলে তারেক দাবি করেন বলেও তার বিরুদ্ধে অভিযোগে বলা হয়৷
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান গত সাড়ে পাঁচ বছরের বেশি সময় ধরে সপরিবারে যুক্তরাজ্যে অবস্থান করছেন৷ সমপ্রতি লন্ডনে কয়েকটি দলীয় সভায় অংশ নিয়ে নতুন করে আলোচনায় আসেন তিনি৷গত ২৬ মার্চ লন্ডনে এক অনুষ্ঠানে তারেক দাবি করেন, জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি৷ এর দুই সপ্তাহের মাথায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘অবৈধ প্রধানমন্ত্রী’ বলে মন্তব্য করেন তিনি৷
বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘ব্যর্থ’ রাজনীতিক হিসেবে আখ্যায়িত করে নিজের বাবা সাবেক সামরিক শাসক জিয়াউর রহমানকে সফল বলেও দাবি করেন তিনি৷
তারেক রহমানের এসব বক্তব্যের পর আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের পাশাপাশি নানা মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়৷ কেউ কেউ তারেকের মস্তিষ্ক বিকৃতির শঙ্কার কথাও বলেছেন৷
সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলে ২০০৭ সালের ৭ মার্চ তারেক রহমান গ্রেপ্তার হন৷ তার বিরুদ্ধে প্রায় এক ডজন দুর্নীতির মামলা হয়৷ সুপ্রিম কোর্ট থেকে জামিন নিয়ে পরের বছরের সেপ্টেম্বর মাসে চিকিত্সার জন্য যুক্তরাজ্য যান তিনি৷ স্ত্রী-সন্তান নিয়ে তখন থেকে সেখানেই রয়েছেন তারেক৷