দৈনিকবার্তা-ঢাকা,১৮অক্টোবর : জাতীয় ফুটবল দলের কোচের পদ থেকে লোডভিক ডি ক্রুইফকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)৷ থাকছেন না ক্রুইফের সহকারী রেনে কোস্টারও৷ আরেক সহকারী সাইফুল বারী টিটোকে আপাতত জাতীয় দলের কোচের দায়িত্ব দিয়েছে বাফুফে৷
শনিবার বাফুফে কর্মকর্তাদের সঙ্গে জরুরি সভা শেষে ক্রুইফকে সরিয়ে দেয়ার সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান সভাপতি কাজী সালাউদ্দিন৷ এর ফলে বাংলাদেশের ফুটবলে ক্রুইফ ও তার সহকারী রেনে কোস্টারের ‘বিতর্কে ভরা অধ্যায় শেষ হয়ে গেল৷তাকে (ক্রুইফ) আর কোচ হিসেবে রাখা হবে না৷ আপাতত জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করবেন টিটো৷গত বছরের জুনে জাতীয় দলের কোচ হয়ে আসেন ক্রুইফ৷ বাফুফের দাবি, প্রায় ১৬ মাস দায়িত্বে থাকলেও তিনি দলের সঙ্গে কাজ করেছেন খুব কম সময়ই৷ জাতীয় দলকে উল্লেখ করার মতো সাফল্য এনে দিতে পারেননি তিনি৷ ইনচনের গত এশিয়ান গেমসে বাংলাদেশ ক্রুইফের কোচিংয়ে গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়ে৷
পাওনা বেতন, আবাসনের ত্রুটি ও ব্যক্তিগত সুযোগে-সুবিধার ঘাটতি নিয়ে গণমাধ্যমের কাছে বারবার অভিযোগ করেন ক্রুইফ৷ এ ইস্যুতে বাফুফের সঙ্গে তার সম্পকের্র অবনতি হতে থাকে৷ সম্পর্কের চূড়ান্ত অবনতি হয় কয়েক দিন আগে বকেয়া বেতন ইস্যুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে ক্রুইফ অভিযোগ আনলে৷নেদারল্যান্ডসে থাকা ক্রুইফ বাফুফেকে মিথ্যাবাদী উল্লেখ করে ফেইসবুকে স্ট্যাটাস দেন৷ জানিয়ে দেন, বাফুফের সঙ্গে আর কাজ করতে চান না তিনি৷ বাফুফের কর্মকর্তারা জানান, এশিয়ান গেমসের পর সাত-আটদিনে ছুটি নিয়ে দেশে যান ক্রুইফ৷ ঈদের পর পরই তার ফেরার কথা ছিল৷ কিন্তু না ফিরে ক্রুইফ পাওনা বেতনের জন্য ফিফার কাছে নালিশ করার কথা ফেইসবুকে লেখেন৷ এরপরই কোচকে বিদায় করে দেয়ার প্রক্রিয়া শুরু করে ‘ক্ষুব্ধ’ বাফুফে৷
সালাউদ্দিন জানিয়েছেন, ক্রুইফের পাওনা বেতনের বিষয়টি নিয়ে ফিফার সঙ্গে আলোচনা করবে বাফুফে৷দায়িত্ব নেয়ার পর সাত মাসই সে (ক্রুইফ) ছিল নেদারল্যান্ডসে৷ তাকে আমরা এ পর্যন্ত ১১ মাসের বেতন দিয়েছি৷ তাকে আর কোনো টাকা দেয়া হবে কিনা, তা নিয়ে আমরা ফিফার কাছে পরামর্শ চাইব৷ কয়েক দিন পর বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা ফুটবল দল৷ ২৪ অক্টোবর যশোর এবং তিন দিন পর রাজশাহীতে বাংলাদেশের সঙ্গে দুটি ম্যাচ খেলবে তারা৷ এ দু\’টি ম্যাচে বাংলাদেশের কোচের ডাগ আউটে দেখা যাবে টিটোকে৷টিটো এর আগে ২০১০ সালে জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেন৷