নাহিদ

দৈনিকবার্তা-ঢাকা,১৮অক্টোবর : জাতীয় সমৃদ্ধি নিশ্চিত করতে কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে৷ ২০২০ সালের মধ্যে কারিগরি শিক্ষার্থীর হার ২০ শতাংশ করা হবে৷শনিবার কারিগরি শিক্ষা অধিদপ্তরের সম্মেলন কক্ষে বিদ্যমান দক্ষতা ও সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে মানসম্মত শিক্ষা ও প্রশিক্ষণ নিশ্চিতকরণ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ৷কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজাহান মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষাসচিব মো. নজরুল ইসলাম খান, অতিরিক্ত সচিব সোহরাব হোসাইন প্রমুখ বক্তৃতা করেন৷

কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন ৪৯টি পলিটেকনিক ইনস্টিটিউট, ৬৪টি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, তিনটি ইঞ্জিনিয়ারিং কলেজ, একটি টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ এবং একটি ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষরা কর্মশালায় অংশগ্রহণ করেন৷ শিক্ষামন্ত্রী নাহিদ বলেন, শিক্ষা জাতীয় অগ্রাধিকার খাত৷ এরমধ্যে কারিগরি উপখাত হলো আরও প্রয়োজনীয়৷ কোরিয়া, সিঙ্গাপুর, চীন, জাপান, ইউরোপীয় দেশগুলোতে কারিগরি শিক্ষার্থীর হার ৫০ শতাংশের উপরে৷ ২০০৯ সালে আমাদের দেশে এ হার ছিল ১ শতাংশ৷ বর্তমানে তা ৮শতাংশে উন্নীত করা সম্ভব হয়েছে৷ এখন লাখো মেধাবী শিক্ষার্থী এখানে ভর্তি হতে চায়৷

মন্ত্রী বলেন, শুধুমাত্র বিএ, এমএ পাস করলেই হবে না৷ জীবিকা নির্বাহে সহায়তা করবে এরূপ কর্মমূখী জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে৷ তিনি ক্ষুধা ও দারিদ্রমুক্ত ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে নতুন প্রজন্মকে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় শিক্ষিত করার উপর জোর দেন৷ কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দেশের বিপুল জনগোষ্ঠীকে জনসম্পদে পরিণত করা সম্ভব৷ দেশের অর্থনৈতিক মুক্তির পথ বের করতে এরাই আলোর দিশারী৷

পূর্বে কারিগরি উপখাতে কোনো প্রকল্প না থাকলেও আমরা ইতোমধ্যে চারটি প্রকল্প চালু করেছি৷ এসব প্রকল্পের মাধ্যমে শিক্ষকদের প্রশিক্ষণ, শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, কারিগরি দক্ষতা উন্নয়ন, অবকাঠামো, শ্রেণিকক্ষ উন্নতকরণসহ নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ ইতোমধ্যে ১৩ হাজার শিক্ষককে প্রশিক্ষণ প্রদান, ১ হাজার শিক্ষক নিয়োগ, ২৫৬টি মাল্টিমিডিয়া ক্লাসরুমসহ বেশ কিছু পূর্ত কাজ সম্পন্ন করা হয়েছে৷নাহিদ আরও বলেন, সরকার শিল্পকারখানার মালিক, বিনিয়োগকারী ও বিদেশি বাজারের চাহিদা নিরুপণ করে যুগোপযোগী সিলেবাস তৈরি করেছে৷ এ উপখাতের উন্নয়নে সম্ভাব্য সবকিছু করা হবে৷