দৈনিকবার্তা-দিনাজপুর,১৪অক্টোবর : দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলা হিলি বন্দরের পাশর্্ববর্তী পালপাড়াস্থা মোড়ে মেসর্াস আরনু জুট মিলে অগি্ন কান্ডের ঘটনায় প্রায় কোটি টাকার পাট পুড়ে ছাই হয়ে গেছে৷ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে মিলের ওয়েষ্ট ট্রেজার মেশিন থেকে অগি্নকান্ডের সূত্রপাত ঘটে৷
মেসার্স আরনু জুট মিলের প্রশাসনিক কর্মকর্তা শেখ নুরুল ইসলাম জানান, সকালে মিলে কাজ চলাকালীন সময়ে ওয়েষ্ট ট্রেজার মেশিন থেকে হঠাত্ করে আগুন লেগে পাশে থাকা পাটে দ্রুত ছড়িয়ে পড়ে৷ পরে হাকিমপুর ফায়ার সার্ভিস দলকে সংবাদ দিলে তারা দ্রুত আগুন নিয়ন্ত্রনে আনে৷ এতে প্রায় কোটি টাকার পাট পুড়ে ছাই হয়ে গেছে বলে তিনি ধারনা করেন৷
দিনাজপুর হিলি ফায়ার সার্ভিস ষ্টেশন ইনচর্াজ সোলেয়মান আলী জানান, সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস দল দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে৷ এই ঘটনায় ক্ষতির পরিমান কত তা এখন সঠিক বলতে পারেনি৷ তবে আগুনের সূত্রপাত বৈদু্যতিক সর্টসার্কিটের মাধ্যমে হয়েছে বলে তিনি ধারনা করেছে৷